গাজীপুর প্রতিনিধি

নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর হোসেন বলেছেন, গাজীপুরের নির্বাচন শুধু সিটি করপোরেশন নির্বাচন নয়, বলতে গেলে এটা আগামী জাতীয় সংসদ নির্বাচনের স্টেজ রিহার্সাল। শুধু বাংলাদেশের মানুষ নয়, বিভিন্ন দেশের মানুষ ও সংস্থা তাকিয়ে আছে যে নির্বাচনটি সুষ্ঠু, সুন্দর, অবাধ ও নিরপেক্ষ হবে।
গাজীপুর সিটি নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তাদের সঙ্গে আজ রোববার বিকেলে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গাজীপুর শহরের বঙ্গতাজ অডিটরিয়ামে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এই মতবিনিময় সভা হয়।
প্রিসাইডিং কর্মকর্তাদের উদ্দেশে মো. আলমগীর বলেন, নির্বাচন কমিশন, ‘পুলিশ প্রশাসন ও জেলা প্রশাসন থেকে আমরা যাঁরা এখানে আছি, তাঁরা সবাই আপনাদের সহযোগিতা করার জন্য আছি।’
উদাহরণ টেনে তিনি বলেন, ‘বিশ্বকাপ খেলার যখন আয়োজন করা হয়, তখন আয়োজনকারী সংস্থা কখন খেলা হবে, কোন কোন দেশ খেলবে এবং কোথায় খেলা হবে, তা নির্ধারণ করে। কিন্তু আসল খেলাটা পরিচালনা করেন রেফারি। সব দর্শক তাকিয়ে থাকে রেফারি ও খেলোয়াড়দের দিকে। ২৫ মে সমস্ত জাতি, আন্তর্জাতিক সংস্থা ও বিশ্বের অনেকগুলো মোড়ল দেশ তাকিয়ে থাকবে আপনাদের দিকে এবং ভোটার ও প্রার্থীদের দিকে। অতএব আপনারা কেমন পারফরম্যান্স করছেন, প্রশংসিত হলে সেটার একটা ভাগ আমরা পাব।’
ইসি আলমগীর আরও বলেন, ওই দিন ভোটকেন্দ্রের সর্বাধিনায়ক হচ্ছেন আপনি। সেখানে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও র্যাব সবাই আপনার অধীন। কেন্দ্রের বাইরে তারা দায়িত্ব পালন করবে, কেন্দ্রের ভেতরে প্রবেশ করতে পারবে না। বুথের ভেতরের শৃঙ্খলার দায়িত্ব প্রিসাইডিং কর্মকর্তা, সহকারী প্রিসাইডিং কর্মকর্তা এবং পোলিং এজেন্টদের।

নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর হোসেন বলেছেন, গাজীপুরের নির্বাচন শুধু সিটি করপোরেশন নির্বাচন নয়, বলতে গেলে এটা আগামী জাতীয় সংসদ নির্বাচনের স্টেজ রিহার্সাল। শুধু বাংলাদেশের মানুষ নয়, বিভিন্ন দেশের মানুষ ও সংস্থা তাকিয়ে আছে যে নির্বাচনটি সুষ্ঠু, সুন্দর, অবাধ ও নিরপেক্ষ হবে।
গাজীপুর সিটি নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তাদের সঙ্গে আজ রোববার বিকেলে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গাজীপুর শহরের বঙ্গতাজ অডিটরিয়ামে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এই মতবিনিময় সভা হয়।
প্রিসাইডিং কর্মকর্তাদের উদ্দেশে মো. আলমগীর বলেন, নির্বাচন কমিশন, ‘পুলিশ প্রশাসন ও জেলা প্রশাসন থেকে আমরা যাঁরা এখানে আছি, তাঁরা সবাই আপনাদের সহযোগিতা করার জন্য আছি।’
উদাহরণ টেনে তিনি বলেন, ‘বিশ্বকাপ খেলার যখন আয়োজন করা হয়, তখন আয়োজনকারী সংস্থা কখন খেলা হবে, কোন কোন দেশ খেলবে এবং কোথায় খেলা হবে, তা নির্ধারণ করে। কিন্তু আসল খেলাটা পরিচালনা করেন রেফারি। সব দর্শক তাকিয়ে থাকে রেফারি ও খেলোয়াড়দের দিকে। ২৫ মে সমস্ত জাতি, আন্তর্জাতিক সংস্থা ও বিশ্বের অনেকগুলো মোড়ল দেশ তাকিয়ে থাকবে আপনাদের দিকে এবং ভোটার ও প্রার্থীদের দিকে। অতএব আপনারা কেমন পারফরম্যান্স করছেন, প্রশংসিত হলে সেটার একটা ভাগ আমরা পাব।’
ইসি আলমগীর আরও বলেন, ওই দিন ভোটকেন্দ্রের সর্বাধিনায়ক হচ্ছেন আপনি। সেখানে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও র্যাব সবাই আপনার অধীন। কেন্দ্রের বাইরে তারা দায়িত্ব পালন করবে, কেন্দ্রের ভেতরে প্রবেশ করতে পারবে না। বুথের ভেতরের শৃঙ্খলার দায়িত্ব প্রিসাইডিং কর্মকর্তা, সহকারী প্রিসাইডিং কর্মকর্তা এবং পোলিং এজেন্টদের।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৪ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৪ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৪ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৫ ঘণ্টা আগে