শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে নিখোঁজের দুদিন পর গহিন বন থেকে অটোরিকশাচালকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় তাঁর সঙ্গে থাকা অটোরিকশাটি পাওয়া যায়নি।
আজ মঙ্গলবার দুপুরে উপজেলার মাওনা ইউনিয়নের বেলতলী গ্রামের জোড়পুকুর এলাকার রাথুরা বনের ভেতর থেকে মরদেহটি পাওয়া যায়।
নিহত ফালান (২৬) ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাগলা থানার লংগাইর ইউনিয়নের চারবাড়িয়া গ্রামের মো. মফিজ উদ্দিনের ছেলে। তিনি শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া গ্রামের বাদল মিয়ার বাড়িতে ভাড়া থেকে অটোরিকশা চালাতেন।
স্থানীয় বাসিন্দা আব্বাস উদ্দিন বলেন, ‘বনের ভেতর গরু নিয়ে আসছি। গরুকে ঘাস খাওয়ানোর সময় একজনের রক্তাক্ত মরদেহ দেখে প্রথমে ভয় পেয়ে যাই। এরপর আশপাশের লোকজনকে ডাকাডাকি করে জড়ো করে পুলিশে খবর দিই।’
নিহতের চাচাতো ভাই মোজ্জামেল হোসেন বলেন, গত রোববার সকালে বাসা থেকে অটোরিকশা নিয়ে বের হয় ফালান। এরপর থেকে তার খোঁজ পাওয়া যায়নি। সোমবার সকালে ফালানের স্ত্রী রিনা আক্তারকে সঙ্গে নিয়ে শ্রীপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করি। অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
মোজ্জামেল হোসেন আরও বলেন, আজ মঙ্গলবার দুপুরে শ্রীপুর থানা-পুলিশ ফোন করে জানায় একটি মরদেহ পড়ে আছে জঙ্গলে। এরপর দুপুরের দিকে এসে দেখি মরদেহ পড়ে রয়েছে। মুখে ধারালো অস্ত্রের আঘাত। ভাইয়ের মরদেহ পেলাম, কিন্তু অটোরিকশা নেই। আমাদের ধারণা, অটোরিকশা ছিনিয়ে নিতে ভাইকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
গ্যারেজ মালিক রুবেল মিয়া বলেন, ফালান নিয়মিত আমার গ্যারেজ থেকে অটোরিকশা নিয়ে দৈনিক হাজিরায় চালাত। গত ৯ তারিখ থেকে সে অটোরিকশা জমা দেয়নি গ্যারেজে। এরপর তার স্বজনদের সঙ্গে যোগাযোগ করে জানতে পারি ফালান নিখোঁজ রয়েছে। বনের ভেতর মরদেহ পড়ে রয়েছে এমন খবরে এসে দেখি ফালানের মরদেহ। কিন্তু অটোরিকশার কোনো হদিস নেই।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. মাজাহারুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মুখে শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনিয়ে নিতে তাকে হত্যা করা হয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, গত সোমবার অটোরিকশাচালকের স্ত্রী বাদী হয়ে থানায় জিডি করেন। এরপর থেকে পুলিশ অটোরিকশাচালককে উদ্ধারের কাজ করে। আজ দুপুরে বনের ভেতর একটি মরদেহ পড়ে রয়েছে এমন খবরে ওই চালকের স্বজনদের জানানো হয়। তারা এসে মরদেহ শনাক্ত করেন।
ওসি আরও বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

গাজীপুরের শ্রীপুরে নিখোঁজের দুদিন পর গহিন বন থেকে অটোরিকশাচালকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় তাঁর সঙ্গে থাকা অটোরিকশাটি পাওয়া যায়নি।
আজ মঙ্গলবার দুপুরে উপজেলার মাওনা ইউনিয়নের বেলতলী গ্রামের জোড়পুকুর এলাকার রাথুরা বনের ভেতর থেকে মরদেহটি পাওয়া যায়।
নিহত ফালান (২৬) ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাগলা থানার লংগাইর ইউনিয়নের চারবাড়িয়া গ্রামের মো. মফিজ উদ্দিনের ছেলে। তিনি শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া গ্রামের বাদল মিয়ার বাড়িতে ভাড়া থেকে অটোরিকশা চালাতেন।
স্থানীয় বাসিন্দা আব্বাস উদ্দিন বলেন, ‘বনের ভেতর গরু নিয়ে আসছি। গরুকে ঘাস খাওয়ানোর সময় একজনের রক্তাক্ত মরদেহ দেখে প্রথমে ভয় পেয়ে যাই। এরপর আশপাশের লোকজনকে ডাকাডাকি করে জড়ো করে পুলিশে খবর দিই।’
নিহতের চাচাতো ভাই মোজ্জামেল হোসেন বলেন, গত রোববার সকালে বাসা থেকে অটোরিকশা নিয়ে বের হয় ফালান। এরপর থেকে তার খোঁজ পাওয়া যায়নি। সোমবার সকালে ফালানের স্ত্রী রিনা আক্তারকে সঙ্গে নিয়ে শ্রীপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করি। অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
মোজ্জামেল হোসেন আরও বলেন, আজ মঙ্গলবার দুপুরে শ্রীপুর থানা-পুলিশ ফোন করে জানায় একটি মরদেহ পড়ে আছে জঙ্গলে। এরপর দুপুরের দিকে এসে দেখি মরদেহ পড়ে রয়েছে। মুখে ধারালো অস্ত্রের আঘাত। ভাইয়ের মরদেহ পেলাম, কিন্তু অটোরিকশা নেই। আমাদের ধারণা, অটোরিকশা ছিনিয়ে নিতে ভাইকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
গ্যারেজ মালিক রুবেল মিয়া বলেন, ফালান নিয়মিত আমার গ্যারেজ থেকে অটোরিকশা নিয়ে দৈনিক হাজিরায় চালাত। গত ৯ তারিখ থেকে সে অটোরিকশা জমা দেয়নি গ্যারেজে। এরপর তার স্বজনদের সঙ্গে যোগাযোগ করে জানতে পারি ফালান নিখোঁজ রয়েছে। বনের ভেতর মরদেহ পড়ে রয়েছে এমন খবরে এসে দেখি ফালানের মরদেহ। কিন্তু অটোরিকশার কোনো হদিস নেই।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. মাজাহারুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মুখে শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনিয়ে নিতে তাকে হত্যা করা হয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, গত সোমবার অটোরিকশাচালকের স্ত্রী বাদী হয়ে থানায় জিডি করেন। এরপর থেকে পুলিশ অটোরিকশাচালককে উদ্ধারের কাজ করে। আজ দুপুরে বনের ভেতর একটি মরদেহ পড়ে রয়েছে এমন খবরে ওই চালকের স্বজনদের জানানো হয়। তারা এসে মরদেহ শনাক্ত করেন।
ওসি আরও বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৩৪ মিনিট আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
১ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
২ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
২ ঘণ্টা আগে