
গাজীপুরের শ্রীপুরে মাদকবিরোধী মিছিলে বিএনপি নেতার নেতৃত্বে হামলা ও মারধরের অভিযোগ উঠেছে। এতে মাদকবিরোধী গণসমাবেশ পণ্ড হয়ে যায়।
আজ সোমবার বিকেলে উপজেলার বরমী বাজারের কেন্দুয়া সেতুর দক্ষিণ পাশে এ হামলা চালানো হয়। মারধরে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
আহতরা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী। তাঁদের মধ্যে কয়েকজন হলেন- বরমী ইউনিয়ন যুবদলের সদস্য ওয়াদুদ, সেলিম, সিরাজুল ইসলাম, কবির হোসেন, শাহীন, দেলোয়ার ও হামিদ। অভিযুক্ত মো. রাসেল মোড়ল বরমী ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক।
উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য এমদাদ প্রধান বলেন, ‘নাগরিক কমিটির আয়োজনে মাদক ও সন্ত্রাসবিরোধী গণসমাবেশে যাওয়ার জন্য সাধারণ মানুষসহ বিএনপির নেতা-কর্মীদের নিয়ে মিছিলসহকারে বরমী বাজার মুক্তমঞ্চের অভিমুখে রওনা করি। মিছিলটি কেন্দুয়া ব্রিজে পৌঁছামাত্র রাসেল মোড়লের নেতৃত্ব অর্ধশতাধিক মানুষ লাঠিসোঁটা নিয়ে হামলা করে মারধর শুরু করে। এ সময় আমাদের ১০-১৫ নেতা-কর্মী এবং সাধারণ মানুষ আহত হয়।’
গাজীপুর জেলা যুবদলের সাবেক সাহিত্যবিষয়ক সম্পাদক মাজাহারুল ইসলাম অভিযোগ করেন, ‘রাসেল মোড়লের মাদকের ব্যবসা রয়েছে। তাঁর স্বার্থে আঘাত লাগার কারণে তিনি মাদকবিরোধী সমাবেশে হামলা করেছেন।’
তবে শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল মোড়ল বলেন, ‘আমি মাদকের বিরুদ্ধে মিছিল করছি। হামলার বিষয়ে আমি বলতে পারব না। এ রকম ঘটনা ঘটেছে, তবে কে হামলা করছে আমি জানি না।’
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন বলেন, ‘অনুষ্ঠানে অতিথি হিসেবে পুলিশ সুপারের নাম ছিল। কিন্তু সময়-সুযোগ না থাকায় তাঁর অনুষ্ঠানে যাওয়া হয়নি। হামলার বিষয়ে খোঁজখবর নিয়ে বিস্তারিত বলতে পারব।’

গাজীপুরের শ্রীপুরে মাদকবিরোধী মিছিলে বিএনপি নেতার নেতৃত্বে হামলা ও মারধরের অভিযোগ উঠেছে। এতে মাদকবিরোধী গণসমাবেশ পণ্ড হয়ে যায়।
আজ সোমবার বিকেলে উপজেলার বরমী বাজারের কেন্দুয়া সেতুর দক্ষিণ পাশে এ হামলা চালানো হয়। মারধরে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
আহতরা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী। তাঁদের মধ্যে কয়েকজন হলেন- বরমী ইউনিয়ন যুবদলের সদস্য ওয়াদুদ, সেলিম, সিরাজুল ইসলাম, কবির হোসেন, শাহীন, দেলোয়ার ও হামিদ। অভিযুক্ত মো. রাসেল মোড়ল বরমী ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক।
উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য এমদাদ প্রধান বলেন, ‘নাগরিক কমিটির আয়োজনে মাদক ও সন্ত্রাসবিরোধী গণসমাবেশে যাওয়ার জন্য সাধারণ মানুষসহ বিএনপির নেতা-কর্মীদের নিয়ে মিছিলসহকারে বরমী বাজার মুক্তমঞ্চের অভিমুখে রওনা করি। মিছিলটি কেন্দুয়া ব্রিজে পৌঁছামাত্র রাসেল মোড়লের নেতৃত্ব অর্ধশতাধিক মানুষ লাঠিসোঁটা নিয়ে হামলা করে মারধর শুরু করে। এ সময় আমাদের ১০-১৫ নেতা-কর্মী এবং সাধারণ মানুষ আহত হয়।’
গাজীপুর জেলা যুবদলের সাবেক সাহিত্যবিষয়ক সম্পাদক মাজাহারুল ইসলাম অভিযোগ করেন, ‘রাসেল মোড়লের মাদকের ব্যবসা রয়েছে। তাঁর স্বার্থে আঘাত লাগার কারণে তিনি মাদকবিরোধী সমাবেশে হামলা করেছেন।’
তবে শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল মোড়ল বলেন, ‘আমি মাদকের বিরুদ্ধে মিছিল করছি। হামলার বিষয়ে আমি বলতে পারব না। এ রকম ঘটনা ঘটেছে, তবে কে হামলা করছে আমি জানি না।’
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন বলেন, ‘অনুষ্ঠানে অতিথি হিসেবে পুলিশ সুপারের নাম ছিল। কিন্তু সময়-সুযোগ না থাকায় তাঁর অনুষ্ঠানে যাওয়া হয়নি। হামলার বিষয়ে খোঁজখবর নিয়ে বিস্তারিত বলতে পারব।’

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, শহীদ শরিফ ওসমান বিন হাদি শুধু ঝালকাঠির নন, তিনি পুরো বাংলাদেশের সম্পদ। হাদি হত্যার বিচার অবশ্যই হবে—এ বিষয়ে অন্তর্বর্তী সরকার দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে ঝালকাঠি জেলা প্রশাসনের উদ্যোগে শিশুপার্ক...
২ মিনিট আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী জেলা ও মহানগর কমিটির সব ধরনের কার্যক্রম স্থগিত করা হয়েছে। আজ সোমবার এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সন্ধ্যায় এনসিপির অফিশিয়াল ফেসবুক পেজে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়।
১৩ মিনিট আগে
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন (শাকসু) আগামীকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) হওয়ার নিশ্চয়তা দিতে না পারলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। আজ সোমবার রাত ৯টার পর এই ঘোষণা না দিতে পারলে প্রশাসনকে পদত্যাগ করতে হবে বলে সাবধান করেন তারা।
১৫ মিনিট আগে
গ্রামীণ পর্যায়ে স্বাস্থ্য সুবিধা নিশ্চিত করতে কাজ করবে বিএনপি। মানুষ যাতে ঘরে বসে মৌলিক চিকিৎসাসেবা নিতে পারে, সে জন্য তৃণমূলে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে।
২৫ মিনিট আগে