কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা

গাজীপুরের কালিয়াকৈরে বনের জমি দখল করে নির্মাণ করা হচ্ছে অবৈধ স্থাপনা। এসব অবৈধ স্থাপনা নির্মাণকারীদের কাছ থেকে বিভিন্ন সময় টাকা আদায় করে স্থানীয় একটি চক্র। শনিবার সকালে অবৈধ স্থাপনার ছবি তুলে চাঁদা দাবির অভিযোগে নারীসহ দুজনকে খুঁটিতে বেঁধে নির্যাতন করা হয়। পরে ৯৯৯-এ ফোন পেয়ে ওই দুজনকে উদ্ধার করে পুলিশ।
এলাকাবাসী, অবৈধ দখলদার ও বন বিভাগ সূত্রে জানা গেছে, উপজেলার কাচিঘাটা রেঞ্জ অফিসের জাথালিয়া বিট অফিসের আওতায় বন বিভাগের জমি জবরদখল করে দেদার নির্মাণ করা হচ্ছে অবৈধ স্থাপনা। স্থানীয় বন অফিসে টাকা দিয়ে তাদের যোগসাজশে এসব অবৈধ স্থাপনা নির্মাণসহ গাছ পাচার করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এ সুযোগে দীর্ঘদিন ধরে বাশাকৈর এলাকার মনোয়ারা বেগম, মোশারফ হোসেনসহ বেশ কিছু স্থানীয় বিট অফিসের লোক ভয় দেখিয়ে অবৈধ স্থাপনা নির্মাণকারী ও গাছ পাচারকারীদের কাছ থেকে বিভিন্ন সময় টাকা আদায় করছিলেন। টাকা না দিলে ছবি তুলে বন বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেন তাঁরা। এ ছাড়াও তাঁদের স্বার্থ হাসিল না হলে বন কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে মেসেজ পাঠান। টাকা না পেলে অবৈধ স্থাপনা নির্মাণকারী ও বন বিভাগের অসাধু কর্মকর্তা-কর্মচারীদের হয়রানি করেন।
এর ধারাবাহিকতায় শনিবার সকালে মনোয়ারা ও মোশারফ পাশের শিমুলিয়া এলাকার ওয়াসিম মিয়ার অবৈধ স্থাপনার ছবি তোলেন। এসব ছবি তুলে ভয় দেখিয়ে ৫০ হাজার টাকা দাবি করেন বলে অভিযোগ ওঠে। টাকা দিতে অস্বীকার করলে ঘর ভেঙে দেওয়ার হুমকিসহ নানা ভয়ভীতি দেখান মনোয়ারা ও মোশারফ। এতে ক্ষিপ্ত হয়ে তাঁদের আটক করে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করেন অবৈধ স্থাপনা নির্মাণকারীসহ এলাকাবাসী। পরে ৯৯৯-এ ফোন পেয়ে ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মিজানুর রহমান ফোর্স নিয়ে ওই দুজনকে উদ্ধার করে কালিয়াকৈর থানায় নিয়ে যান। এ সময় অবৈধ স্থাপনা নির্মাণকারীরা ওই দুজনের বিচারের দাবিতে থানায় অবস্থান নিলে তাঁদের বুঝিয়ে শান্ত করে পুলিশ। এ ঘটনায় দুপুরে ওয়াসিম নামের এক ব্যক্তি বাদী হয়ে কালিয়াকৈর থানায় অভিযোগ করেছেন।
এ বিষয়ে জাথালিয়া বিট কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শরিফ খান চৌধুরী বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। অবৈধ স্থাপনা নির্মাণের বিষয়টি আমার জানা নেই। এ ক্ষেত্রে যদি অফিসের কেউ জড়িত থাকে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’
কালিয়াকৈর থানাধীন ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ মিজানুর রহমান বলেন, ‘এ ঘটনায় থানায় একটি অভিযোগ করা হয়েছে। ৯৯৯-এ ফোন পেয়ে ওই দুজনকে উদ্ধার করা হয়েছে।’

গাজীপুরের কালিয়াকৈরে বনের জমি দখল করে নির্মাণ করা হচ্ছে অবৈধ স্থাপনা। এসব অবৈধ স্থাপনা নির্মাণকারীদের কাছ থেকে বিভিন্ন সময় টাকা আদায় করে স্থানীয় একটি চক্র। শনিবার সকালে অবৈধ স্থাপনার ছবি তুলে চাঁদা দাবির অভিযোগে নারীসহ দুজনকে খুঁটিতে বেঁধে নির্যাতন করা হয়। পরে ৯৯৯-এ ফোন পেয়ে ওই দুজনকে উদ্ধার করে পুলিশ।
এলাকাবাসী, অবৈধ দখলদার ও বন বিভাগ সূত্রে জানা গেছে, উপজেলার কাচিঘাটা রেঞ্জ অফিসের জাথালিয়া বিট অফিসের আওতায় বন বিভাগের জমি জবরদখল করে দেদার নির্মাণ করা হচ্ছে অবৈধ স্থাপনা। স্থানীয় বন অফিসে টাকা দিয়ে তাদের যোগসাজশে এসব অবৈধ স্থাপনা নির্মাণসহ গাছ পাচার করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এ সুযোগে দীর্ঘদিন ধরে বাশাকৈর এলাকার মনোয়ারা বেগম, মোশারফ হোসেনসহ বেশ কিছু স্থানীয় বিট অফিসের লোক ভয় দেখিয়ে অবৈধ স্থাপনা নির্মাণকারী ও গাছ পাচারকারীদের কাছ থেকে বিভিন্ন সময় টাকা আদায় করছিলেন। টাকা না দিলে ছবি তুলে বন বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেন তাঁরা। এ ছাড়াও তাঁদের স্বার্থ হাসিল না হলে বন কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে মেসেজ পাঠান। টাকা না পেলে অবৈধ স্থাপনা নির্মাণকারী ও বন বিভাগের অসাধু কর্মকর্তা-কর্মচারীদের হয়রানি করেন।
এর ধারাবাহিকতায় শনিবার সকালে মনোয়ারা ও মোশারফ পাশের শিমুলিয়া এলাকার ওয়াসিম মিয়ার অবৈধ স্থাপনার ছবি তোলেন। এসব ছবি তুলে ভয় দেখিয়ে ৫০ হাজার টাকা দাবি করেন বলে অভিযোগ ওঠে। টাকা দিতে অস্বীকার করলে ঘর ভেঙে দেওয়ার হুমকিসহ নানা ভয়ভীতি দেখান মনোয়ারা ও মোশারফ। এতে ক্ষিপ্ত হয়ে তাঁদের আটক করে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করেন অবৈধ স্থাপনা নির্মাণকারীসহ এলাকাবাসী। পরে ৯৯৯-এ ফোন পেয়ে ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মিজানুর রহমান ফোর্স নিয়ে ওই দুজনকে উদ্ধার করে কালিয়াকৈর থানায় নিয়ে যান। এ সময় অবৈধ স্থাপনা নির্মাণকারীরা ওই দুজনের বিচারের দাবিতে থানায় অবস্থান নিলে তাঁদের বুঝিয়ে শান্ত করে পুলিশ। এ ঘটনায় দুপুরে ওয়াসিম নামের এক ব্যক্তি বাদী হয়ে কালিয়াকৈর থানায় অভিযোগ করেছেন।
এ বিষয়ে জাথালিয়া বিট কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শরিফ খান চৌধুরী বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। অবৈধ স্থাপনা নির্মাণের বিষয়টি আমার জানা নেই। এ ক্ষেত্রে যদি অফিসের কেউ জড়িত থাকে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’
কালিয়াকৈর থানাধীন ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ মিজানুর রহমান বলেন, ‘এ ঘটনায় থানায় একটি অভিযোগ করা হয়েছে। ৯৯৯-এ ফোন পেয়ে ওই দুজনকে উদ্ধার করা হয়েছে।’

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
২ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
২ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
২ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৩ ঘণ্টা আগে