শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে অটোরিকশাচালক হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। সড়ক অবরোধের চার ঘণ্টা পর অভিযুক্ত তাকওয়া মিনিবাসের চালককে গ্রেপ্তার করে পুলিশ। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বিক্ষোভ তুলে নেওয়ায় যান চলাচল স্বাভাবিক হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে শ্রীপুর থানায় নিহতের ছোট ভাই তৌহিদুল ইসলাম বাদী হয়ে অপহরণ ও হত্যা মামলা দায়ের করেন। নিহত অটোরিকশাচালক মো. লিটন মিয়া (৩৫) পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মাদখলা গ্রামের মো. দুলাল মিয়ার ছেলে।
গ্রেপ্তার তাকওয়া মিনিবাসের চালক মো. জনি মিয়া (২০) গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার পশ্চিম ছাপরহাটি গ্রামের আব্দুল মান্নানের ছেলে। তিনি তাকওয়া পরিবহনের চালক। অপর অভিযুক্তরা হলেন লোকমান হোসেন (৩০) ও রুমেল (২২)। তাঁরা দুজন তাকওয়া মিনিবাসের চালকের সহকারী।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, অটোরিকশাচালককে তুলে নিয়ে হাত ও পায়ের রগ কেটে হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের ভাই মামলা দায়ের করেছেন। এ ঘটনায় প্রধান আসামি তাকওয়া মিনিবাসের চালককে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। জব্দ করা হয়েছে বাসটি।
গাজীপুর অতিরিক্ত জেলা প্রশাসক (অপরাধ) খন্দকার আশফাকুজ্জামান বলেন, একজন অটোরিকশাচালকের মৃত্যুর খবরে তাঁর স্বজন ও স্থানীয়রা সকাল পৌনে ৮টা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এতে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। হত্যাকাণ্ডের ঘটনায় ইতিমধ্যে মামলা রুজু হয়েছে। পুলিশ ও সেনাবাহিনীর সহযোগিতায় অবরোধের চার ঘণ্টা পর অবরোধকারীদের সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।
উল্লেখ্য, গতকাল সোমবার বিকেলে শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টার এলাকায় এ ঘটনা ঘটে। আজ সকাল থেকে নিহতের স্বজন, অটোরিকশাচালকেরা ও স্থানীয় লোকজন বিভিন্ন দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন।

গাজীপুরের শ্রীপুরে অটোরিকশাচালক হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। সড়ক অবরোধের চার ঘণ্টা পর অভিযুক্ত তাকওয়া মিনিবাসের চালককে গ্রেপ্তার করে পুলিশ। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বিক্ষোভ তুলে নেওয়ায় যান চলাচল স্বাভাবিক হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে শ্রীপুর থানায় নিহতের ছোট ভাই তৌহিদুল ইসলাম বাদী হয়ে অপহরণ ও হত্যা মামলা দায়ের করেন। নিহত অটোরিকশাচালক মো. লিটন মিয়া (৩৫) পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মাদখলা গ্রামের মো. দুলাল মিয়ার ছেলে।
গ্রেপ্তার তাকওয়া মিনিবাসের চালক মো. জনি মিয়া (২০) গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার পশ্চিম ছাপরহাটি গ্রামের আব্দুল মান্নানের ছেলে। তিনি তাকওয়া পরিবহনের চালক। অপর অভিযুক্তরা হলেন লোকমান হোসেন (৩০) ও রুমেল (২২)। তাঁরা দুজন তাকওয়া মিনিবাসের চালকের সহকারী।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, অটোরিকশাচালককে তুলে নিয়ে হাত ও পায়ের রগ কেটে হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের ভাই মামলা দায়ের করেছেন। এ ঘটনায় প্রধান আসামি তাকওয়া মিনিবাসের চালককে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। জব্দ করা হয়েছে বাসটি।
গাজীপুর অতিরিক্ত জেলা প্রশাসক (অপরাধ) খন্দকার আশফাকুজ্জামান বলেন, একজন অটোরিকশাচালকের মৃত্যুর খবরে তাঁর স্বজন ও স্থানীয়রা সকাল পৌনে ৮টা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এতে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। হত্যাকাণ্ডের ঘটনায় ইতিমধ্যে মামলা রুজু হয়েছে। পুলিশ ও সেনাবাহিনীর সহযোগিতায় অবরোধের চার ঘণ্টা পর অবরোধকারীদের সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।
উল্লেখ্য, গতকাল সোমবার বিকেলে শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টার এলাকায় এ ঘটনা ঘটে। আজ সকাল থেকে নিহতের স্বজন, অটোরিকশাচালকেরা ও স্থানীয় লোকজন বিভিন্ন দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন।

মুন্সিগঞ্জের গজারিয়ায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণের দায়ে শাহ শের আলী গ্রিন লাউঞ্জ রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
৮ মিনিট আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন (শাকসু) যথাসময়ে দেওয়ার জন্য প্রশাসনিক ভবনে তালা দিয়েছেন শিক্ষার্থীরা। আজ সোমবার (১৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে তালা দিয়ে বিক্ষোভ করেন তাঁরা।
১ ঘণ্টা আগে
সাভারের আশুলিয়া মডেল টাউন এলাকা থেকে এক কিশোরের ৩৮ টুকরা হাড় ও কঙ্কাল উদ্ধারের ঘটনার রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। নগদ টাকার প্রয়োজনে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যেই ১৫ বছরের মিলন হোসেনকে শ্বাসরোধে হত্যা করা হয় বলে জানিয়েছে পিবিআই। এ ঘটনায় জড়িত মূল পরিকল্পনাকার
১ ঘণ্টা আগে
রাজধানীর হাতিরঝিল পশ্চিম চৌধুরীপাড়া এলাকার একটি বাসা থেকে সোনিয়া নামে এক গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাত ২টার দিকে হাতিরঝিল পশ্চিম চৌধুরীপাড়ার ৪৮ নম্বর বাসার দোতলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে