গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা শহরের একটি হাফিজিয়া মাদ্রাসায় খাবার খেয়ে ১৬ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। গতকাল সোমবার রাতে অসুস্থ হয়ে পড়লে তাদের গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
মাদ্রাসার মোহতামিম মাওলানা মানসুর রাহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মাদ্রাসার প্রায় ২০০ বাচ্চার সবাই আবাসিকে থাকে। তারা তিনবেলা মাদ্রাসার রান্না করা খাবার খায়। গত রাতেও তারা স্বাভাবিক খাবার (সাদা ভাত, ডাল ও শিম ভাজি) খেয়ে শুয়ে পড়ে। রাত ২টার দিকে হঠাৎ কয়েকজনের পাতলা পায়খানা হয় এবং কয়েকজন পাতলা পায়খানার সঙ্গে বমি করে।
মাওলানা মানসুর রাহমান বলেন, ‘তখন স্যালাইনসহ তাদের প্রাথমিক ওষুধ খাওয়ানো হয়। কিন্তু তাতেও কাজ না হওয়ায় সকালে তাদের গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করি। সেখানে তাদের চিকিৎসা চলছে। আমরা বাচ্চার অভিভাবকদের খবর দিয়েছি।’
মাদ্রাসার শিক্ষার্থী রাসেল মিয়া বলে, ‘গত রাতে খাবার খাওয়ার পর পেটে সমস্যা হয়। পরে আমরা গিয়ে হুজুরকে বললে আমাদের ১৬ জনকে হাসপাতালে ভর্তি করানো হয়।’
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার এ এস এম রুহুল আমিন আরও বলেন, সকালে গাইবান্ধার ফোরকানিয়া হাফিজিয়া মাদ্রাসার ১৬ জন শিক্ষার্থী ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসে। অবস্থা পর্যবেক্ষণ করে তাদের সবাইকে ভর্তি নেওয়া হয়। হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে তাদের চিকিৎসা চলছে। ধারণা করা হচ্ছে, তাদের খাবারে বিষক্রিয়া হয়েছিল। তবে বর্তমানে তারা আশঙ্কামুক্ত রয়েছে।
হাসপাতালে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. খানম ফারহানা সাদিকা আজকের পত্রিকাকে বলেন, হাসপাতালে ভর্তি শিক্ষার্থীরা বর্তমানে ভালো আছে।

গাইবান্ধা শহরের একটি হাফিজিয়া মাদ্রাসায় খাবার খেয়ে ১৬ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। গতকাল সোমবার রাতে অসুস্থ হয়ে পড়লে তাদের গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
মাদ্রাসার মোহতামিম মাওলানা মানসুর রাহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মাদ্রাসার প্রায় ২০০ বাচ্চার সবাই আবাসিকে থাকে। তারা তিনবেলা মাদ্রাসার রান্না করা খাবার খায়। গত রাতেও তারা স্বাভাবিক খাবার (সাদা ভাত, ডাল ও শিম ভাজি) খেয়ে শুয়ে পড়ে। রাত ২টার দিকে হঠাৎ কয়েকজনের পাতলা পায়খানা হয় এবং কয়েকজন পাতলা পায়খানার সঙ্গে বমি করে।
মাওলানা মানসুর রাহমান বলেন, ‘তখন স্যালাইনসহ তাদের প্রাথমিক ওষুধ খাওয়ানো হয়। কিন্তু তাতেও কাজ না হওয়ায় সকালে তাদের গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করি। সেখানে তাদের চিকিৎসা চলছে। আমরা বাচ্চার অভিভাবকদের খবর দিয়েছি।’
মাদ্রাসার শিক্ষার্থী রাসেল মিয়া বলে, ‘গত রাতে খাবার খাওয়ার পর পেটে সমস্যা হয়। পরে আমরা গিয়ে হুজুরকে বললে আমাদের ১৬ জনকে হাসপাতালে ভর্তি করানো হয়।’
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার এ এস এম রুহুল আমিন আরও বলেন, সকালে গাইবান্ধার ফোরকানিয়া হাফিজিয়া মাদ্রাসার ১৬ জন শিক্ষার্থী ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসে। অবস্থা পর্যবেক্ষণ করে তাদের সবাইকে ভর্তি নেওয়া হয়। হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে তাদের চিকিৎসা চলছে। ধারণা করা হচ্ছে, তাদের খাবারে বিষক্রিয়া হয়েছিল। তবে বর্তমানে তারা আশঙ্কামুক্ত রয়েছে।
হাসপাতালে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. খানম ফারহানা সাদিকা আজকের পত্রিকাকে বলেন, হাসপাতালে ভর্তি শিক্ষার্থীরা বর্তমানে ভালো আছে।

দীর্ঘ এক দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে হাসি ফিরেছে সুমন-এনি দম্পতির ঘরে। আজ মঙ্গলবার একসঙ্গে জন্ম নেওয়া পাঁচ নবজাতককে নিয়ে বাড়ি ফিরেছেন তাঁরা। এর আগে গত বৃহস্পতিবার ওই প্রসূতি পাঁচ সন্তান জন্ম দেন। তার মধ্যে তিনজন মেয়ে ও দুজন ছেলে।
১৪ মিনিট আগে
ট্রেড ইউনিয়নের নামে হয়রানি, খাদ্য মূল্যস্ফীতি, ওয়ান স্টপ সার্ভিসের অভাব ও নিয়মবহির্ভূত স্ট্রিট ফুডের বিস্তারে দেশের রেস্তোরাঁ খাত আগে থেকেই সংকটে ছিল। নতুন করে যোগ হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) চরম সংকট। বাড়তি দাম দিয়েও সময়মতো মিলছে না এলপিজি। এতে অনেক রেস্তোরাঁই বন্ধের পথে রয়েছে।
১ ঘণ্টা আগে
শরীয়তপুর সদর উপজেলায় আলোচিত শিশু হৃদয় খান নিবিড় হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড ও একজনকে ২১ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে শরীয়তপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে
ঠাকুরগাঁওয়ের রুহিয়া খাদ্যগুদামে (এলএসডি) রেকর্ড ছাড়া অতিরিক্ত ৩ হাজার ৪৫০ কেজি চালের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)। আজ মঙ্গলবার দুদকের এনফোর্সমেন্ট টিম এই অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্বে দেন ঠাকুরগাঁও সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আজমীর শরীফ।
১ ঘণ্টা আগে