গাইবান্ধা ও ফুলছড়ি প্রতিনিধি

গাইবান্ধার ফুলছড়িতে বেসরকারি সংস্থা (এনজিও) প্রশিকার এক নারী মাঠকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম হিরা খাতুন (৩৩)। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের মদনের পাড়া গ্রামের একটি ভাড়া বাসা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
হিরা খাতুন নাটোরের সিংড়া উপজেলার বনগ্রামের হাবিবুর রহমানের মেয়ে এবং প্রশিকার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া শাখায় মাঠকর্মী হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রশিকার কঞ্চিপাড়া শাখার ব্যবস্থাপক সুরেষ চন্দ্র বর্মণ গ্রাহকদের প্রায় ১ কোটি টাকা নিয়ে গত ঈদুল ফিতরের আগে পালিয়েছেন। গ্রাহকেরা তাঁদের টাকা ফেরতের জন্য হিরাসহ শাখার দায়িত্বরত কর্মীদের চাপ দেন। গ্রাহকদের টাকার চাপে তিনি আত্মহত্যা করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হিরা খাতুন গতকাল বুধবার প্রশিকা অফিসে কাজ শেষে বাসায় ফেরেন। বৃহস্পতিবার সকালে তিনি বাসায় মোটরের মাধ্যমে পানি তুলে গোসলও করেন। কিন্তু অফিসে না যাওয়ায় সহকর্মীরা তাঁর মোবাইল ফোনে একাধিকবার কল করলেও কোনো সাড়া পাননি। পরে তাঁরা বাসায় গিয়ে দরজায় ধাক্কাধাক্কি করেন। তবু সাড়া না পেয়ে জানালার ফাঁক দিয়ে দেখেন, ঘরের আড়ার সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় তাঁর লাশ ঝুলছে। খবর পেয়ে পুলিশ এসে হিরার লাশ উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
বাসার মালিক শহিদুর রহমান বলেন, ‘আমরা শুনেছি, প্রশিকার মদনের পাড়া শাখার ব্যবস্থাপক সুরেষ চন্দ্র বর্মণ গ্রাহকদের কোটি টাকা নিয়ে গত রোজার ঈদের সময় পালিয়েছেন। গ্রাহকেরা তাঁদের টাকা ফেরত দেওয়ার জন্য কর্মী হিরাসহ শাখা কর্তৃপক্ষকে চাপ দেন। গ্রাহকদের এই টাকার চাপে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।’
প্রশিকার বিভাগীয় ব্যবস্থাপক আনন্দ মোহন দাবি করেন, ‘মদনের পাড়া শাখার ব্যবস্থাপক সুরেষ চন্দ্র ঈদের ছুটিতে বাড়ি গিয়ে এখনো অফিসে যোগদান করেননি। তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। আমরা গ্রাহকদের অভিযোগের ভিত্তিতে জানতে পারি, তিনি এ শাখার প্রায় কোটি টাকা নিয়ে পালিয়ে গেছেন। বিষয়টি তদন্ত করছি। গ্রাহকদের যে পরিমাণ টাকা নিয়ে গেছেন, তাঁদের প্রমাণ সাপেক্ষে বুঝিয়ে দেওয়া হবে। কিন্তু হিরা কেন আত্মহত্যা করেছেন, তা আমার জানা নেই।’
কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সোহেল রানা সালু বলেন, ‘আমি কিছুদিন ধরে শুনছি, প্রশিকা মদনের পাড়া শাখার ব্যবস্থাপক নাকি গ্রাহকদের প্রায় কোটি টাকা নিয়ে পালিয়েছেন। সে কারণে তাদের কর্মী আত্মহত্যা করে থাকতে পারেন।’
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, এনজিও কর্মী হিরা খাতুনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাঁর স্বজনেরা লিখিত অভিযোগ দিলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

গাইবান্ধার ফুলছড়িতে বেসরকারি সংস্থা (এনজিও) প্রশিকার এক নারী মাঠকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম হিরা খাতুন (৩৩)। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের মদনের পাড়া গ্রামের একটি ভাড়া বাসা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
হিরা খাতুন নাটোরের সিংড়া উপজেলার বনগ্রামের হাবিবুর রহমানের মেয়ে এবং প্রশিকার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া শাখায় মাঠকর্মী হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রশিকার কঞ্চিপাড়া শাখার ব্যবস্থাপক সুরেষ চন্দ্র বর্মণ গ্রাহকদের প্রায় ১ কোটি টাকা নিয়ে গত ঈদুল ফিতরের আগে পালিয়েছেন। গ্রাহকেরা তাঁদের টাকা ফেরতের জন্য হিরাসহ শাখার দায়িত্বরত কর্মীদের চাপ দেন। গ্রাহকদের টাকার চাপে তিনি আত্মহত্যা করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হিরা খাতুন গতকাল বুধবার প্রশিকা অফিসে কাজ শেষে বাসায় ফেরেন। বৃহস্পতিবার সকালে তিনি বাসায় মোটরের মাধ্যমে পানি তুলে গোসলও করেন। কিন্তু অফিসে না যাওয়ায় সহকর্মীরা তাঁর মোবাইল ফোনে একাধিকবার কল করলেও কোনো সাড়া পাননি। পরে তাঁরা বাসায় গিয়ে দরজায় ধাক্কাধাক্কি করেন। তবু সাড়া না পেয়ে জানালার ফাঁক দিয়ে দেখেন, ঘরের আড়ার সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় তাঁর লাশ ঝুলছে। খবর পেয়ে পুলিশ এসে হিরার লাশ উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
বাসার মালিক শহিদুর রহমান বলেন, ‘আমরা শুনেছি, প্রশিকার মদনের পাড়া শাখার ব্যবস্থাপক সুরেষ চন্দ্র বর্মণ গ্রাহকদের কোটি টাকা নিয়ে গত রোজার ঈদের সময় পালিয়েছেন। গ্রাহকেরা তাঁদের টাকা ফেরত দেওয়ার জন্য কর্মী হিরাসহ শাখা কর্তৃপক্ষকে চাপ দেন। গ্রাহকদের এই টাকার চাপে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।’
প্রশিকার বিভাগীয় ব্যবস্থাপক আনন্দ মোহন দাবি করেন, ‘মদনের পাড়া শাখার ব্যবস্থাপক সুরেষ চন্দ্র ঈদের ছুটিতে বাড়ি গিয়ে এখনো অফিসে যোগদান করেননি। তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। আমরা গ্রাহকদের অভিযোগের ভিত্তিতে জানতে পারি, তিনি এ শাখার প্রায় কোটি টাকা নিয়ে পালিয়ে গেছেন। বিষয়টি তদন্ত করছি। গ্রাহকদের যে পরিমাণ টাকা নিয়ে গেছেন, তাঁদের প্রমাণ সাপেক্ষে বুঝিয়ে দেওয়া হবে। কিন্তু হিরা কেন আত্মহত্যা করেছেন, তা আমার জানা নেই।’
কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সোহেল রানা সালু বলেন, ‘আমি কিছুদিন ধরে শুনছি, প্রশিকা মদনের পাড়া শাখার ব্যবস্থাপক নাকি গ্রাহকদের প্রায় কোটি টাকা নিয়ে পালিয়েছেন। সে কারণে তাদের কর্মী আত্মহত্যা করে থাকতে পারেন।’
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, এনজিও কর্মী হিরা খাতুনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাঁর স্বজনেরা লিখিত অভিযোগ দিলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
৪ মিনিট আগে
হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, অর্থাৎ কালকে রায় হলে পরশু ইলেকশন। শাহজালাল বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শাকসুর নির্বাচনের পক্ষে ইতিবাচক রায়ের জন্য বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ আইনি লড়াই চালিয়ে যাবে।
৬ মিনিট আগে
এক শীত চলে গেছে, আরেক শীতের মৌসুম শেষ হওয়ার পথে, তবু শীতার্তদের জন্য বিদেশে থেকে অনুদান হিসেবে পাওয়া ৮ কনটেইনার শীতবস্ত্র পৌঁছায়নি দুস্থদের কাছে। ১০ মাস আগে এসব শীতবস্ত্র কনটেইনারে করে চট্টগ্রাম বন্দরে পৌঁছালেও আমলাতান্ত্রিক জটিলতায় মালপত্র এখনো খালাস করা যায়নি।
৯ মিনিট আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন আগামী চার সপ্তাহের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। প্রতিবাদে ক্ষুব্ধ শিক্ষার্থীরা সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন।
৪৪ মিনিট আগে