গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে অতিরিক্ত সবজি বোঝাইয়ের কারণে উল্টে যাওয়া পিকআপ ভ্যানে বাসের ধাক্কায় চালকের সহকারী (হেলপার) নিহত হয়েছেন। এ ছাড়া একই উপজেলায় সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে এক মোটরসাইকেল আরোহী প্রাণ হারিয়েছেন।
জানা গেছে, গতকাল শনিবার রাতে সোয়া ১০টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার চাপড়ীগঞ্জ এলাকায় ঢাকাগামী বাসের ধাক্কায় পিকআপ ভ্যানটির চালকের সহকারী নিহত হন। তবে তাঁর নাম-পরিচয় জানা যায়নি।
অপরদিকে, রাত ৮টার দিকে মহাসড়কের ফাঁসিতলার ১৮ মাইল এলাকায় সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে তারা মিয়া নামের এক মোটরসাইকেল আরোহী মারা গেছেন।
ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয় বাসিন্দারা জানান, শনিবার রাত সোয়া ১০টার দিকে চাপড়ীগঞ্জ এলাকায় ঢাকাগামী একটি পিকআপ ভ্যান অতিরিক্ত সবজি বোঝাইয়ের কারণে মহাসড়কে উল্টে যায়। পরে সেটিতে পেছনে থেকে আসা যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের চালকের সহকারী নিহত হন। তবে দুর্ঘটনার সময় পিকআপ রেখে চালক পালিয়েছেন।
এ ছাড়া রাত ৮টার দিকে ফাঁসিতলা ১৮ মাইল এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে চালক ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। নিহত চালকের নাম তারা মিয়া (৩৮)। তিনি গোবিন্দগঞ্জের কামারদহ ইউনিয়নের মোগলটুলি গ্রামের হাছেন আলীর ছেলে বলে জানা গেছে।
গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মী আসাদুজ্জামান সৌরভ বলেন, হাইওয়ে থানার পুলিশ সড়ক দুর্ঘটনায় নিহত দুজনের লাশ উদ্ধার করেছে। তাঁদের মধ্যে মোটরসাইকেল আরোহীর পরিচয় জানা গেলেও পিকআপ ভ্যানের চালকের সহকারীর পরিচয় জানা যায়নি। পুলিশ এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেবে।

গাইবান্ধার গোবিন্দগঞ্জে অতিরিক্ত সবজি বোঝাইয়ের কারণে উল্টে যাওয়া পিকআপ ভ্যানে বাসের ধাক্কায় চালকের সহকারী (হেলপার) নিহত হয়েছেন। এ ছাড়া একই উপজেলায় সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে এক মোটরসাইকেল আরোহী প্রাণ হারিয়েছেন।
জানা গেছে, গতকাল শনিবার রাতে সোয়া ১০টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার চাপড়ীগঞ্জ এলাকায় ঢাকাগামী বাসের ধাক্কায় পিকআপ ভ্যানটির চালকের সহকারী নিহত হন। তবে তাঁর নাম-পরিচয় জানা যায়নি।
অপরদিকে, রাত ৮টার দিকে মহাসড়কের ফাঁসিতলার ১৮ মাইল এলাকায় সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে তারা মিয়া নামের এক মোটরসাইকেল আরোহী মারা গেছেন।
ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয় বাসিন্দারা জানান, শনিবার রাত সোয়া ১০টার দিকে চাপড়ীগঞ্জ এলাকায় ঢাকাগামী একটি পিকআপ ভ্যান অতিরিক্ত সবজি বোঝাইয়ের কারণে মহাসড়কে উল্টে যায়। পরে সেটিতে পেছনে থেকে আসা যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের চালকের সহকারী নিহত হন। তবে দুর্ঘটনার সময় পিকআপ রেখে চালক পালিয়েছেন।
এ ছাড়া রাত ৮টার দিকে ফাঁসিতলা ১৮ মাইল এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে চালক ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। নিহত চালকের নাম তারা মিয়া (৩৮)। তিনি গোবিন্দগঞ্জের কামারদহ ইউনিয়নের মোগলটুলি গ্রামের হাছেন আলীর ছেলে বলে জানা গেছে।
গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মী আসাদুজ্জামান সৌরভ বলেন, হাইওয়ে থানার পুলিশ সড়ক দুর্ঘটনায় নিহত দুজনের লাশ উদ্ধার করেছে। তাঁদের মধ্যে মোটরসাইকেল আরোহীর পরিচয় জানা গেলেও পিকআপ ভ্যানের চালকের সহকারীর পরিচয় জানা যায়নি। পুলিশ এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেবে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, শহীদ শরিফ ওসমান বিন হাদি শুধু ঝালকাঠির নন, তিনি পুরো বাংলাদেশের সম্পদ। হাদি হত্যার বিচার অবশ্যই হবে—এ বিষয়ে অন্তর্বর্তী সরকার দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে ঝালকাঠি জেলা প্রশাসনের উদ্যোগে শিশুপার্ক...
২৯ মিনিট আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী জেলা ও মহানগর কমিটির সব ধরনের কার্যক্রম স্থগিত করা হয়েছে। আজ সোমবার এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সন্ধ্যায় এনসিপির অফিশিয়াল ফেসবুক পেজে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়।
৪০ মিনিট আগে
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন (শাকসু) আগামীকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) হওয়ার নিশ্চয়তা দিতে না পারলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। আজ সোমবার রাত ৯টার পর এই ঘোষণা না দিতে পারলে প্রশাসনকে পদত্যাগ করতে হবে বলে সাবধান করেন তারা।
৪২ মিনিট আগে
গ্রামীণ পর্যায়ে স্বাস্থ্য সুবিধা নিশ্চিত করতে কাজ করবে বিএনপি। মানুষ যাতে ঘরে বসে মৌলিক চিকিৎসাসেবা নিতে পারে, সে জন্য তৃণমূলে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে।
১ ঘণ্টা আগে