ফেনী প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ আসনে ভোটারদের মধ্যে নগদ টাকা বিতরণের অভিযোগ উঠেছে লাঙ্গল প্রতীকের প্রার্থী শাহরিয়ার ইকবালের সমর্থকদের বিরুদ্ধে। গতকাল রোববার বিকেলে ফুলগাজীতে একটি উঠান বৈঠকে এভাবে ভোটারদের টাকা বিতরণ করা হয় বলে জানা গেছে। অবশ্য মোবাইল ফোনে যোগাযোগ করা হলে শাহরিয়ার ইকবাল টাকা দেওয়ার বিষয়টি অস্বীকার করেন।
রোববার সদর ইউনিয়নের দক্ষিণ দৌলতপুর গ্রামে জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী শাহরিয়ার ইকবালের একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে শাহরিয়ার ইকবালের উপস্থিতিতে তাঁর সমর্থকেরা ভোটারদের লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে প্রকাশ্যে টাকা দেন বলে জানান সেখানে উপস্থিত নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক জন ব্যক্তি। এই টাকা দেওয়ার ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
এর আগে শনিবার বিকেলে ফুলগাজী বাজারে গণসংযোগ শেষে উপস্থিত ভোটারদের মধ্যে শাহরিয়ার ইকবালের সমর্থকেরা নগদ টাকা বিতরণ করেন বলেও অভিযোগ আছে। যা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন। নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে কোনো প্রার্থী যদি টাকা দিয়ে ভোটারদের নির্বাচনে প্রভাবিত করার চেষ্টা করেন নির্বাচন কমিশনের ধারা অনুযায়ী তা শাস্তিযোগ্য অপরাধ। প্রার্থীর প্রার্থিতাও বাতিল হতে পারে এই অপরাধে।
এ বিষয়ে শাহরিয়ার ইকবাল রিয়াদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি বিষয়টি অস্বীকার করেন। টাকা দেওয়ার মুহূর্তের ছবিটি সম্পর্কে জানতে চাইলে তিনি দ্রুত লাইন কেটে দেন। এরপর একাধিকবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি আর ফোন রিসিভ করেননি।
উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও তানিয়া ভূঁইয়া বলেন, টাকা দিয়ে ভোটারদের ভোটদানে প্রভাবিত করা নির্বাচনী আচরণবিধির সম্পূর্ণ লঙ্ঘন। কারও বিরুদ্ধে এমন সুস্পষ্ট অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ আসনে ভোটারদের মধ্যে নগদ টাকা বিতরণের অভিযোগ উঠেছে লাঙ্গল প্রতীকের প্রার্থী শাহরিয়ার ইকবালের সমর্থকদের বিরুদ্ধে। গতকাল রোববার বিকেলে ফুলগাজীতে একটি উঠান বৈঠকে এভাবে ভোটারদের টাকা বিতরণ করা হয় বলে জানা গেছে। অবশ্য মোবাইল ফোনে যোগাযোগ করা হলে শাহরিয়ার ইকবাল টাকা দেওয়ার বিষয়টি অস্বীকার করেন।
রোববার সদর ইউনিয়নের দক্ষিণ দৌলতপুর গ্রামে জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী শাহরিয়ার ইকবালের একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে শাহরিয়ার ইকবালের উপস্থিতিতে তাঁর সমর্থকেরা ভোটারদের লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে প্রকাশ্যে টাকা দেন বলে জানান সেখানে উপস্থিত নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক জন ব্যক্তি। এই টাকা দেওয়ার ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
এর আগে শনিবার বিকেলে ফুলগাজী বাজারে গণসংযোগ শেষে উপস্থিত ভোটারদের মধ্যে শাহরিয়ার ইকবালের সমর্থকেরা নগদ টাকা বিতরণ করেন বলেও অভিযোগ আছে। যা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন। নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে কোনো প্রার্থী যদি টাকা দিয়ে ভোটারদের নির্বাচনে প্রভাবিত করার চেষ্টা করেন নির্বাচন কমিশনের ধারা অনুযায়ী তা শাস্তিযোগ্য অপরাধ। প্রার্থীর প্রার্থিতাও বাতিল হতে পারে এই অপরাধে।
এ বিষয়ে শাহরিয়ার ইকবাল রিয়াদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি বিষয়টি অস্বীকার করেন। টাকা দেওয়ার মুহূর্তের ছবিটি সম্পর্কে জানতে চাইলে তিনি দ্রুত লাইন কেটে দেন। এরপর একাধিকবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি আর ফোন রিসিভ করেননি।
উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও তানিয়া ভূঁইয়া বলেন, টাকা দিয়ে ভোটারদের ভোটদানে প্রভাবিত করা নির্বাচনী আচরণবিধির সম্পূর্ণ লঙ্ঘন। কারও বিরুদ্ধে এমন সুস্পষ্ট অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনে জামায়াত প্রার্থী ফখরুদ্দিন মানিককে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শুক্রবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম অভিযান চালিয়ে এ জরিমানা করেন।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামে চসিকের ময়লাবাহী ট্রাকের ধাক্কায় মুবিনুল ইসলাম নয়ন (২৮) নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে নগরীর কদমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মনিরুল আলম সেন্টুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করে দলে ফিরিয়ে নেয় বিএনপি। তবে ২৪ ঘণ্টা পর ফের বহিষ্কারাদেশ বহাল থাকার কথা জানায় দলটি।
২ ঘণ্টা আগে
দেশনেত্রী খালেদা জিয়া একটা কথা বলে গেছেন—বাংলাদেশ হবে রেইনবো নেশন। এই রেইনবো নেশনে সকলের ধর্ম থাকবে যার যার নিজের, দেশ হবে সকলের। সব রং মিলে রংধনু হয়েছে, সেই দেশকে দেখতে চেয়েছিলেন দেশনেত্রী খালেদা জিয়া।
৩ ঘণ্টা আগে