ফরিদপুর প্রতিনিধি

মুজিব কোট পরে কিছু মুনাফিক টাকার কাছে বিক্রি হয়েছেন বলে মন্তব্য করেছেন ফরিদপুর-২ আসনের আওয়ামী লীগের প্রার্থী শাহদাব আকবর চৌধুরী ওরফে লাবু চৌধুরী। আজ বুধবার বিকেলে সালথায় এক নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন। আজ বিকেলে উপজেলা সদরের সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।
ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসনে কয়েকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন সৈয়দা সাজেদা চৌধুরী। তাঁর মৃত্যুর পরে ছোট ছেলে লাবু চৌধুরী উপনির্বাচনে দলীয় মনোনয়ন পেয়ে জয়ী হন। এবারও তিনি দলীয় মনোনয়ন পেয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী হিসেবে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন মো. জামাল হোসেন মিয়া ও বাংলাদেশ খেলাফত আন্দোলনের অ্যাডভোকেট সরোয়ার হোসেন।
নির্বাচনী এলাকার জনসভায় নিজের কর্মী-সমর্থকদের উদ্দেশে লাবু চৌধুরী বলেন, ‘কিছু কিছু মুনাফিককে দেখেছি—তারা মুজিব কোর্ট পরে নৌকার কথা বলেছে, কিন্তু রাতের আঁধারে ১০ লাখ, ২০ লাখ টাকায় বিক্রি হয়ে গেছে। অনেক জায়গায় ভয়ভীতি দেখানো হয়েছে। কোনো রকম ভয়ভীতি দেখিয়ে লাভ নেই। আপনারা সবাই ৭ জানুয়ারি নির্ভয়ে ভোট দিতে কেন্দ্রে যাবেন।’
উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশে লাবু চৌধুরী তাঁর প্রয়াত মা সৈয়দা সাজেদা চৌধুরীর কথা স্মরণ করে বলেন, ‘দীর্ঘ ৪০টি বছর আমার মা এই এলাকার মানুষের জন্য কাজ করে গেছেন। তাঁর মৃত্যুর পর আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাজেদা চৌধুরীর সন্তান হিসেবে আমাকে নৌকার প্রার্থী করে আপনাদের মাঝে পাঠিয়েছেন।’
তিনি আরও বলেন, ‘আমি শক্ত হাতে হাল ধরেছি বলেই এলাকায় আজ দাঙ্গা-কাইজ্যা বন্ধ হয়ে গেছে। আমি চাই এই এলাকার দল-মত নির্বিশেষে সবাই শান্তিতে বসবাস করুক। আমরা এই এলাকাকে সব ধরনের দাঙ্গা-কাইজ্যা, সন্ত্রাস, মাদক চিরতরে বন্ধ হয়ে যাক।’
সালথা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হামিদুর রহমানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি জুয়েল চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর, নগরকান্দা উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান সর্দার, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি কাজী আব্দুস সোবহান, লাবু চৌধুরীর ছেলে সাজ্জাদ চৌধুরী, সালথা উপজেলা কৃষক লীগের সভাপতি সেলিম মোল্যা, অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব প্রমুখ।
এ সময় লাবু চৌধুরীর সহধর্মিণী শাহনাজ খানসহ পরিবারের অন্যরা উপস্থিত ছিলেন।

মুজিব কোট পরে কিছু মুনাফিক টাকার কাছে বিক্রি হয়েছেন বলে মন্তব্য করেছেন ফরিদপুর-২ আসনের আওয়ামী লীগের প্রার্থী শাহদাব আকবর চৌধুরী ওরফে লাবু চৌধুরী। আজ বুধবার বিকেলে সালথায় এক নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন। আজ বিকেলে উপজেলা সদরের সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।
ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসনে কয়েকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন সৈয়দা সাজেদা চৌধুরী। তাঁর মৃত্যুর পরে ছোট ছেলে লাবু চৌধুরী উপনির্বাচনে দলীয় মনোনয়ন পেয়ে জয়ী হন। এবারও তিনি দলীয় মনোনয়ন পেয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী হিসেবে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন মো. জামাল হোসেন মিয়া ও বাংলাদেশ খেলাফত আন্দোলনের অ্যাডভোকেট সরোয়ার হোসেন।
নির্বাচনী এলাকার জনসভায় নিজের কর্মী-সমর্থকদের উদ্দেশে লাবু চৌধুরী বলেন, ‘কিছু কিছু মুনাফিককে দেখেছি—তারা মুজিব কোর্ট পরে নৌকার কথা বলেছে, কিন্তু রাতের আঁধারে ১০ লাখ, ২০ লাখ টাকায় বিক্রি হয়ে গেছে। অনেক জায়গায় ভয়ভীতি দেখানো হয়েছে। কোনো রকম ভয়ভীতি দেখিয়ে লাভ নেই। আপনারা সবাই ৭ জানুয়ারি নির্ভয়ে ভোট দিতে কেন্দ্রে যাবেন।’
উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশে লাবু চৌধুরী তাঁর প্রয়াত মা সৈয়দা সাজেদা চৌধুরীর কথা স্মরণ করে বলেন, ‘দীর্ঘ ৪০টি বছর আমার মা এই এলাকার মানুষের জন্য কাজ করে গেছেন। তাঁর মৃত্যুর পর আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাজেদা চৌধুরীর সন্তান হিসেবে আমাকে নৌকার প্রার্থী করে আপনাদের মাঝে পাঠিয়েছেন।’
তিনি আরও বলেন, ‘আমি শক্ত হাতে হাল ধরেছি বলেই এলাকায় আজ দাঙ্গা-কাইজ্যা বন্ধ হয়ে গেছে। আমি চাই এই এলাকার দল-মত নির্বিশেষে সবাই শান্তিতে বসবাস করুক। আমরা এই এলাকাকে সব ধরনের দাঙ্গা-কাইজ্যা, সন্ত্রাস, মাদক চিরতরে বন্ধ হয়ে যাক।’
সালথা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হামিদুর রহমানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি জুয়েল চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর, নগরকান্দা উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান সর্দার, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি কাজী আব্দুস সোবহান, লাবু চৌধুরীর ছেলে সাজ্জাদ চৌধুরী, সালথা উপজেলা কৃষক লীগের সভাপতি সেলিম মোল্যা, অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব প্রমুখ।
এ সময় লাবু চৌধুরীর সহধর্মিণী শাহনাজ খানসহ পরিবারের অন্যরা উপস্থিত ছিলেন।

এতে বলা হয়, কুড়িল থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত বাস ভাড়া ৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। ফার্মগেট (খেজুরবাগান/খামারবাড়ী) থেকে ৭০ টাকা, সাইনবোর্ড থেকে ১০০, চাষাঢ়া (নারায়ণগঞ্জ) থেকে ১২০, নরসিংদী থেকে ১০০ এবং গাজীপুর থেকে (শিববাড়ি-ভোগড়া বাইপাস-মিরের বাজার এক্সপ্রেসওয়ে) ৭৫ টাকা।
২৪ মিনিট আগে
গাজীপুরের শ্রীপুরে মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। হামলাকারীরা পুলিশের কাছ থেকে জাহাঙ্গীর আলম নামে এক মাদক কারবারিকে ছিনিয়ে নেয়। এ ঘটনায় এসআইসহ চার পুলিশ সদস্য আহত হন।
১ ঘণ্টা আগে
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় চেকপোস্ট বসিয়ে শতাধিক যানবাহনে তল্লাশি চালিয়েছে পুলিশ ও সেনাবাহিনী। গতকাল বুধবার (৩১ ডিসেম্বর) রাত ৮টা থেকে ২টা পর্যন্ত উপজেলার গওহরডাঙ্গা চৌরঙ্গী মোড়ের (ঢাকা-পিরোজপুর) মহাসড়কে গাড়ি থামিয়ে এ তল্লাশি অভিযান পরিচালনা করা হয়।
১ ঘণ্টা আগে
আওয়ামী লীগের লোকজনকে জামায়াতে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে দলটির কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য লতিফুর রহমান বলেছেন, জামায়াতে যোগ দিলে তাঁদের দায়দায়িত্ব তাঁরা নেবেন। আইন-আদালত, থানা-পুলিশ সবকিছুই তাঁরা দেখবেন।
২ ঘণ্টা আগে