ফরিদপুর প্রতিনিধি

সৌদি আরবের সঙ্গে মিল রেখে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ১৩ গ্রামে আজ রোববার ঈদুল ফিতর উদ্যাপন করা হচ্ছে। এসব গ্রামের বাসিন্দাদের একাংশ সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা রাখাও শুরু করেছিলেন। তাঁরা মূলত চট্টগ্রামের মির্জাখিল শরিফের মুরিদ।
আজ সকাল ৮টা থেকে ১০টার মধ্যে পৃথকভাবে গ্রামগুলোতে ঈদের নামাজ আদায় করা হয়। এসব গ্রামের মধ্যে আছে শেখর ও রুপাপাত ইউনিয়নের সহস্রাইল, দড়ি সহস্রাইল, ভুলবাড়িয়া, বারাংকুলা, বড়গাঁ, মাইটকুমড়া, গঙ্গানন্দপুর, রাখালতলী, কাটাগড়, কলিমাঝি, বন্ডপাশা, জয়দেবপুর ও দীঘিরপাড়।
আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মো. মাহিদুল হক বলেন, শেখর ও রুপাপাত ইউনিয়নের অন্তত ১৩ গ্রামের কয়েক হাজার মানুষ আজ ঈদের নামাজ আদায় করেছেন।
এ নিয়ে কথা হলে মাইটকুমড়া গ্রামের বাসিন্দা মো. আবুল হাসান শেখ বলেন, ‘আমাদের গ্রামের কিছু মানুষ আজ পবিত্র ঈদ উদ্যাপন করছে। গ্রামের অন্য বাসিন্দারা আগামীকাল সোমবার ঈদ উদ্যাপন করবে।’
মাইটকুমড়া জামে মসজিদের ইমাম মো. রিফাত শিকদার জানান, তাঁদের মসজিদে আজ সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। তিনি নামাজে ইমামতি করেছেন।
নিজেদের চট্টগ্রামের মির্জাখিল শরিফের মুরিদ উল্লেখ করে সহস্রাইল গ্রামের বাসিন্দা দিল্লুর রহমান বলেন, ‘আমরা অনেক বছর ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা রাখি, ঈদ পালন করি। এটা আমাদের ঐতিহ্য। বাপ-দাদার আমল থেকে এভাবে চলে আসছে।’
এ বিষয়ে শেখর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল আহমেদ বলেন, বোয়ালমারী উপজেলার দুটি ইউনিয়নের প্রায় ১৩টি গ্রামের আংশিক মানুষ সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ পালন করে আসছে।

সৌদি আরবের সঙ্গে মিল রেখে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ১৩ গ্রামে আজ রোববার ঈদুল ফিতর উদ্যাপন করা হচ্ছে। এসব গ্রামের বাসিন্দাদের একাংশ সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা রাখাও শুরু করেছিলেন। তাঁরা মূলত চট্টগ্রামের মির্জাখিল শরিফের মুরিদ।
আজ সকাল ৮টা থেকে ১০টার মধ্যে পৃথকভাবে গ্রামগুলোতে ঈদের নামাজ আদায় করা হয়। এসব গ্রামের মধ্যে আছে শেখর ও রুপাপাত ইউনিয়নের সহস্রাইল, দড়ি সহস্রাইল, ভুলবাড়িয়া, বারাংকুলা, বড়গাঁ, মাইটকুমড়া, গঙ্গানন্দপুর, রাখালতলী, কাটাগড়, কলিমাঝি, বন্ডপাশা, জয়দেবপুর ও দীঘিরপাড়।
আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মো. মাহিদুল হক বলেন, শেখর ও রুপাপাত ইউনিয়নের অন্তত ১৩ গ্রামের কয়েক হাজার মানুষ আজ ঈদের নামাজ আদায় করেছেন।
এ নিয়ে কথা হলে মাইটকুমড়া গ্রামের বাসিন্দা মো. আবুল হাসান শেখ বলেন, ‘আমাদের গ্রামের কিছু মানুষ আজ পবিত্র ঈদ উদ্যাপন করছে। গ্রামের অন্য বাসিন্দারা আগামীকাল সোমবার ঈদ উদ্যাপন করবে।’
মাইটকুমড়া জামে মসজিদের ইমাম মো. রিফাত শিকদার জানান, তাঁদের মসজিদে আজ সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। তিনি নামাজে ইমামতি করেছেন।
নিজেদের চট্টগ্রামের মির্জাখিল শরিফের মুরিদ উল্লেখ করে সহস্রাইল গ্রামের বাসিন্দা দিল্লুর রহমান বলেন, ‘আমরা অনেক বছর ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা রাখি, ঈদ পালন করি। এটা আমাদের ঐতিহ্য। বাপ-দাদার আমল থেকে এভাবে চলে আসছে।’
এ বিষয়ে শেখর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল আহমেদ বলেন, বোয়ালমারী উপজেলার দুটি ইউনিয়নের প্রায় ১৩টি গ্রামের আংশিক মানুষ সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ পালন করে আসছে।

নেত্রকোনায় দাম্পত্য কলহের জেরে স্বামীকে কুপিয়ে হত্যার দায়ে স্ত্রী রুবিনা আক্তারকে (৩৫) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ সোমবার নেত্রকোনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোছা মরিয়ম মুন মুঞ্জুরি এ রায় ঘোষণা করেন।
৪ মিনিট আগে
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বিএনপিপন্থী শিক্ষকের টানানো ব্যানার ছিঁড়ে ফেলায় রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারকে মানসিক চিকিৎসা নেওয়ার দাবি জানিয়েছে শাখা ছাত্রদল। আজ সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের...
৯ মিনিট আগে
সালেহউদ্দিন আহমেদ বলেছেন, দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর অবস্থায় নেই। রিজার্ভ ১৮ বিলিয়ন থেকে ৩২ বিলিয়নে উন্নীত হয়েছে। অন্তর্বর্তী সরকারের দেড় বছরে দেশের অর্থনৈতিক অবস্থা আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর হয়েছে।
২১ মিনিট আগে
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, ‘প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন। তাতে দেশের বিদ্যমান আইনে কোনো বাধা নেই। কারণ, আপনারা ভোটার, আপনাদের নিঃসন্দেহে রাজনৈতিক পক্ষপাত, পছন্দ থাকবেই, থাকারই কথা। আপনারা নাগরিকদের উৎসাহিত করেন। সাদা ব্যালটে যেন তাঁরা
২৭ মিনিট আগে