ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা ঘিরে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। মোতায়েন করা হয়েছে পুলিশ, র্যাব ও সেনাবাহিনী। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সমাবেশস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
জুলাই পদযাত্রা উপলক্ষে শহরের জনতা ব্যাংকের মোড়ে মঞ্চ তৈরি করা হয়েছে। সকাল থেকেই সেখানে নেতা–কর্মীরা অবস্থান করছেন। এই মঞ্চে দুপুরের দিকে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় নেতারা। এতে সভাপতিত্ব করবেন জেলা শাখার প্রধান সমন্বয়ক ও কেন্দ্রীয় সদস্য সৈয়দা নীলিমা দোলা।
এনসিপির জেলা শাখার যুগ্ম সমন্বয়ক এস এম জাহিদের সঙ্গে কথা বলে জানা গেছে, গোপালগঞ্জে হামলার পর পূর্বনির্ধারিত সময়সূচি পরিবর্তন করা হয়েছে। তিনি বলেন, ইতিমধ্যে খুলনা থেকে নেতারা গাড়িবহর নিয়ে রওনা হয়েছেন। দুপুর ১২টার দিকে পৌঁছানোর কথা রয়েছে। তাঁরা এসে সার্কিট হাউসে অবস্থান করবেন এবং সেখান থেকে পদযাত্রা বের করে সমাবেশস্থলে এসে বক্তব্য দেবেন। পরে জেলা পার্টি অফিস উদ্বোধন, আলীপুর গোরস্থানে জুলাই শহীদদের কবর জিয়ারত ও শহীদ পরিবারের সঙ্গে কথা বলবেন।
এ সময় দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসাইন, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, কেন্দ্রীয় নেতা সামান্তা শারমিন, ডা. তাসনিম জারা, নাহিদা সারোয়ার নিভা প্রমুখ অংশগ্রহণ করবেন। তাঁদের সঙ্গে ১৬০ জন নেতা-কর্মী উপস্থিত থাকবেন।

এদিকে শহরের বিভিন্ন স্থানে সেনাবাহিনীকে সাজোয়া যান নিয়ে টহল দিতে দেখা যায়। এ ছাড়া মোড়ে মোড়ে পুলিশ সদস্যদের অবস্থান করতে দেখা যায়।
ফরিদপুরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, এনসিপির পদযাত্রা ঘিরে সর্বোচ্চ নিরাপত্তাবলয়ে ঢেকে রাখা হয়েছে। সমাবেশস্থলের আশপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাঁচ শতাধিক ফোর্স মোতায়েন রয়েছে। এ ছাড়া পুলিশ, র্যাব ও সেনাবাহিনী মাঠে রয়েছে।
পুলিশ সুপার মো. আব্দুল জলিল আজকের পত্রিকাকে বলেন, ‘এনসিপির পদযাত্রা ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্কতায় থাকবে।’

ফরিদপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা ঘিরে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। মোতায়েন করা হয়েছে পুলিশ, র্যাব ও সেনাবাহিনী। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সমাবেশস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
জুলাই পদযাত্রা উপলক্ষে শহরের জনতা ব্যাংকের মোড়ে মঞ্চ তৈরি করা হয়েছে। সকাল থেকেই সেখানে নেতা–কর্মীরা অবস্থান করছেন। এই মঞ্চে দুপুরের দিকে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় নেতারা। এতে সভাপতিত্ব করবেন জেলা শাখার প্রধান সমন্বয়ক ও কেন্দ্রীয় সদস্য সৈয়দা নীলিমা দোলা।
এনসিপির জেলা শাখার যুগ্ম সমন্বয়ক এস এম জাহিদের সঙ্গে কথা বলে জানা গেছে, গোপালগঞ্জে হামলার পর পূর্বনির্ধারিত সময়সূচি পরিবর্তন করা হয়েছে। তিনি বলেন, ইতিমধ্যে খুলনা থেকে নেতারা গাড়িবহর নিয়ে রওনা হয়েছেন। দুপুর ১২টার দিকে পৌঁছানোর কথা রয়েছে। তাঁরা এসে সার্কিট হাউসে অবস্থান করবেন এবং সেখান থেকে পদযাত্রা বের করে সমাবেশস্থলে এসে বক্তব্য দেবেন। পরে জেলা পার্টি অফিস উদ্বোধন, আলীপুর গোরস্থানে জুলাই শহীদদের কবর জিয়ারত ও শহীদ পরিবারের সঙ্গে কথা বলবেন।
এ সময় দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসাইন, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, কেন্দ্রীয় নেতা সামান্তা শারমিন, ডা. তাসনিম জারা, নাহিদা সারোয়ার নিভা প্রমুখ অংশগ্রহণ করবেন। তাঁদের সঙ্গে ১৬০ জন নেতা-কর্মী উপস্থিত থাকবেন।

এদিকে শহরের বিভিন্ন স্থানে সেনাবাহিনীকে সাজোয়া যান নিয়ে টহল দিতে দেখা যায়। এ ছাড়া মোড়ে মোড়ে পুলিশ সদস্যদের অবস্থান করতে দেখা যায়।
ফরিদপুরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, এনসিপির পদযাত্রা ঘিরে সর্বোচ্চ নিরাপত্তাবলয়ে ঢেকে রাখা হয়েছে। সমাবেশস্থলের আশপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাঁচ শতাধিক ফোর্স মোতায়েন রয়েছে। এ ছাড়া পুলিশ, র্যাব ও সেনাবাহিনী মাঠে রয়েছে।
পুলিশ সুপার মো. আব্দুল জলিল আজকের পত্রিকাকে বলেন, ‘এনসিপির পদযাত্রা ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্কতায় থাকবে।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৩ ঘণ্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বান্দরবানে জামায়াতের জয় ঠেকাতে বিএনপিকে সমর্থন দিতে পারে। বিএনপি এবার পাশে পাচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকেও (জেএসএস)।
৩ ঘণ্টা আগে
৭০ বছর বয়সী জাবেরুন নেছা। রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে সারা জীবনের অর্জিত অর্থ দিয়ে নিজের নামে এক কাঠা ও ছেলের নামে দুই কাঠা জমি কিনেছিলেন। ১৭ বছর আগে কেনা সেই জমি এখন হাতছাড়া হওয়ার পথে।
৪ ঘণ্টা আগে
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ গেটসংলগ্ন রেললাইন এখন কার্যত রেলওয়ের নিয়ন্ত্রণে নেই। সরকারি বিধি, রেলওয়ে আইন ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে উপেক্ষা করে রেললাইনের গা ঘেঁষে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী অসংখ্য দোকান। এমনকি পরিত্যক্ত রেললাইনের ওপর দোকানঘর নির্মাণ করে নিয়মিত ভাড়া আদায় করা হচ্ছে।
৪ ঘণ্টা আগে