Ajker Patrika

ফরিদপুরে টর্চ জ্বালিয়ে তিন ঘণ্টা সংঘর্ষ, নিহত ১

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে টর্চ জ্বালিয়ে তিন ঘণ্টা সংঘর্ষ, নিহত ১
অন্ধকারে টর্চ জ্বালিয়ে তিন ঘণ্টা মারামারি করে দুই পক্ষ। ছবি: স্ক্রিনশট

ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাতের আঁধারে টর্চ জ্বালিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় কুদ্দুস মোল্লা (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। উভয় পক্ষের কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন।

গতকাল রোববার সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত উপজেলার ঘারুয়া ইউনিয়নের মকরম পট্টি এলাকায় এ ঘটনা ঘটে। কুদ্দুস মোল্লা মকরম পট্টি গ্রামের মৃত হামেদ মাতুব্বরের ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার ঘারুয়া ইউনিয়নের মকরম পট্টি এলাকার বজলু মুন্সি ও দবির মাতুব্বর গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ রয়েছে। গতকাল বজলু মুন্সি গ্রুপের মিরাজ মেম্বার দবির মাতুব্বর গ্রুপে যোগ দেন। এতে নিয়ে দবির মাতুব্বর গ্রুপের লোকজন পিকনিকের আয়োজন করে। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। অন্ধকারের মধ্যে টর্চলাইট জ্বালিয়ে মারামারি করে তারা। এতে বজলু মুন্সি গ্রুপের কুদ্দুস মোল্লা নিহত হন।

ঘারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুনসুর আহম্মেদ বলেন, একটি গ্রুপের সদস্য প্রতিপক্ষ গ্রুপে যোগ দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সন্ধ্যা থেকে ১০ দশটা পর্যন্ত একটানা এ সংঘর্ষে বজলু মুন্সি গ্রুপের কুদ্দুস মোল্লা ঘটনাস্থলে নিহত হন।

অন্ধকারে টর্চ জ্বালিয়ে তিন ঘণ্টা মারামারি করে দুই পক্ষ। ছবি: স্ক্রিনশট
অন্ধকারে টর্চ জ্বালিয়ে তিন ঘণ্টা মারামারি করে দুই পক্ষ। ছবি: স্ক্রিনশট

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, এক সদস্যের গ্রুপ পরিবর্তনের পর পিকনিকের আয়োজনকে কেন্দ্র করে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে একজন নিহত ও কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

ইসরায়েল–যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করলে ইরানের পাশে দাঁড়াবে কি চীন

আজকের রাশিফল: খুনসুটি গভীর প্রেমে রূপ নেবে, মুখ থুবড়ে পড়ার হালকা যোগ আছে

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

এলপিজির কারসাজিতে অসহায় জনগণ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত