ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে বিএনপির ১২ জন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় ভাবমূর্তি ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আজ রোববার সন্ধ্যা ৬টার দিকে জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেছ আলী ইছা স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বহিষ্কৃত নেতাদের মধ্যে আলফাডাঙ্গা উপজেলায় রয়েছে চার জন। তারা হলেন আলফাডাঙ্গা পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম দাউদ ও মো. নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুস সালাম শেখ ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবু সালেহ মুসা।
বোয়ালমারী উপজেলায় সাতজনকে বহিষ্কার করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন উপজেলা বিএনপির প্রচার সম্পাদক এসএম বাদশা মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধার সম্পাদক কামরুজ্জামান হাছান, উপজেলা বিএনপির সদস্য স্বপন ব্রহ্ম, জিয়া পরিষদের সভাপতি জাফর মাস্টার, উপজেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক গোলাম কুদ্দুছ মোল্যা, বৈদেশিক বিষয়ক সম্পাদক ইমরান সালেহ প্রিন্স, সদস্য আতিয়ার রহমান। এ ছাড়া মধুখালী পৌর বিএনপির যুগ্ম সম্পাদক ওবায়দুর রহমানকে বহিষ্কার করা হয়।
বহিষ্কৃতরা সকলে ফরিদপুর-১ আসনের বাসিন্দা। ওই আসনটিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছেন বিএনপির নির্বাহী কমিটির সাবেক সদস্য বীর মুক্তিযোদ্ধা শাহ মো. আবু জাফর।
তিনি বিএনপি থেকে পদত্যাগ করে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনে (বিএনএম) যোগ দেন। পরে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পান এবং ফরিদপুর-১ আসন থেকে দলীয় মনোনয়নে (নোঙর প্রতীক) নির্বাচনে অংশগ্রহণ করেছেন।
জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেছ আলী ইছা বলেন, ‘ফরিদপুর-১ সংসদীয় আসনে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করায় তাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে। তবে, কোন প্রার্থীর পক্ষে নেমেছেন সে বিষয়ে তিনি জানাতে অপারগতা প্রকাশ করেন।’
তিনি আরও বলেন, ‘দলীয় সিদ্ধান্ত অনুযায়ী সংগঠন পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অপরাধে তাদের বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। বিষয়টি দলের কেন্দ্রীয় কমিটিকে অবহিত করা হয়েছে।’

ফরিদপুরে বিএনপির ১২ জন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় ভাবমূর্তি ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আজ রোববার সন্ধ্যা ৬টার দিকে জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেছ আলী ইছা স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বহিষ্কৃত নেতাদের মধ্যে আলফাডাঙ্গা উপজেলায় রয়েছে চার জন। তারা হলেন আলফাডাঙ্গা পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম দাউদ ও মো. নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুস সালাম শেখ ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবু সালেহ মুসা।
বোয়ালমারী উপজেলায় সাতজনকে বহিষ্কার করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন উপজেলা বিএনপির প্রচার সম্পাদক এসএম বাদশা মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধার সম্পাদক কামরুজ্জামান হাছান, উপজেলা বিএনপির সদস্য স্বপন ব্রহ্ম, জিয়া পরিষদের সভাপতি জাফর মাস্টার, উপজেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক গোলাম কুদ্দুছ মোল্যা, বৈদেশিক বিষয়ক সম্পাদক ইমরান সালেহ প্রিন্স, সদস্য আতিয়ার রহমান। এ ছাড়া মধুখালী পৌর বিএনপির যুগ্ম সম্পাদক ওবায়দুর রহমানকে বহিষ্কার করা হয়।
বহিষ্কৃতরা সকলে ফরিদপুর-১ আসনের বাসিন্দা। ওই আসনটিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছেন বিএনপির নির্বাহী কমিটির সাবেক সদস্য বীর মুক্তিযোদ্ধা শাহ মো. আবু জাফর।
তিনি বিএনপি থেকে পদত্যাগ করে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনে (বিএনএম) যোগ দেন। পরে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পান এবং ফরিদপুর-১ আসন থেকে দলীয় মনোনয়নে (নোঙর প্রতীক) নির্বাচনে অংশগ্রহণ করেছেন।
জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেছ আলী ইছা বলেন, ‘ফরিদপুর-১ সংসদীয় আসনে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করায় তাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে। তবে, কোন প্রার্থীর পক্ষে নেমেছেন সে বিষয়ে তিনি জানাতে অপারগতা প্রকাশ করেন।’
তিনি আরও বলেন, ‘দলীয় সিদ্ধান্ত অনুযায়ী সংগঠন পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অপরাধে তাদের বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। বিষয়টি দলের কেন্দ্রীয় কমিটিকে অবহিত করা হয়েছে।’

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
২ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
২ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
২ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৩ ঘণ্টা আগে