ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে হামলার ঘটনায় সাবেক এমপি শাহ মো. আবু জাফরসহ অঙ্গসংগঠনের চার শতাধিক নেতা-কর্মীকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় ফরিদপুরের কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ ফকির বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
জানা গেছে, গত রোববার বিকেলে শহরের কোর্ট চত্বরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশের আয়োজন করা হয়। ওই সমাবেশে প্রথমে পুলিশের বাধা ও নেতা-কর্মীদের টেনেহিঁচড়ে গাড়িতে তুলে নেওয়ার চেষ্টা করা হয়। পরে পুলিশের উপস্থিতিতে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও শ্রমিক লীগের নেতা-কর্মীরা হামলা চালান। এ সময় কেন্দ্রীয় নেতাসহ আহত হন ২৫ জন কর্মী।
এ ঘটনায় গতকাল সন্ধ্যায় ফরিদপুরে-১ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা শাহ মো. আবু জাফর, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল ও কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম-সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফসহ জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেছ আলী ঈসা, যুগ্ম আহ্বায়ক আজম খান, সদস্যসচিব একেএম কিবরিয়া স্বপনসহ বিএনপি এবং সহযোগী সংগঠনের প্রথম সারির ৩২ জনের নাম উল্লেখসহ আরও চার শতাধিক নেতা-কর্মীকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
মামলার এজাহারে তাঁদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা করে চার-পাঁচজন পুলিশ সদস্যকে আহত করা, পুলিশের গাড়ি ভাঙচুর ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
মামলার বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেছ আলী বলেন, ‘গত রোববার বিকেলে বিনা উসকানিতে পুলিশ প্রথমে আমাদের ওপর চড়াও হয়েছে। এরপর পুলিশের প্রশ্রয়েই আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলা চালিয়ে আমাদের অসংখ্য নেতা-কর্মীর ওপর হামলা চালিয়ে আহত করেছেন। আর পুলিশ এখন আর আইনশৃঙ্খলা রক্ষাকারীর ভূমিকায় নেই। তারা সন্ত্রাসীদের প্রশ্রয়দাতা বাহিনী হয়ে উঠেছে।’
এ বিষয়ে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার বলেন, ‘গত রোববার বিকেলে পুলিশের ওপর বিএনপির নেতা-কর্মীদের হামলার ভিডিও ফুটেজ দেখে যাদের শনাক্ত করা গেছে, তাদের আসামি করে মামলা করা হয়েছে। ভিডিওতে যাদের চেনা সম্ভব হয়নি, তাদের পরিচয় খোঁজা হচ্ছে। তবে গতকাল পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ।’

ফরিদপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে হামলার ঘটনায় সাবেক এমপি শাহ মো. আবু জাফরসহ অঙ্গসংগঠনের চার শতাধিক নেতা-কর্মীকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় ফরিদপুরের কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ ফকির বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
জানা গেছে, গত রোববার বিকেলে শহরের কোর্ট চত্বরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশের আয়োজন করা হয়। ওই সমাবেশে প্রথমে পুলিশের বাধা ও নেতা-কর্মীদের টেনেহিঁচড়ে গাড়িতে তুলে নেওয়ার চেষ্টা করা হয়। পরে পুলিশের উপস্থিতিতে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও শ্রমিক লীগের নেতা-কর্মীরা হামলা চালান। এ সময় কেন্দ্রীয় নেতাসহ আহত হন ২৫ জন কর্মী।
এ ঘটনায় গতকাল সন্ধ্যায় ফরিদপুরে-১ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা শাহ মো. আবু জাফর, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল ও কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম-সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফসহ জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেছ আলী ঈসা, যুগ্ম আহ্বায়ক আজম খান, সদস্যসচিব একেএম কিবরিয়া স্বপনসহ বিএনপি এবং সহযোগী সংগঠনের প্রথম সারির ৩২ জনের নাম উল্লেখসহ আরও চার শতাধিক নেতা-কর্মীকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
মামলার এজাহারে তাঁদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা করে চার-পাঁচজন পুলিশ সদস্যকে আহত করা, পুলিশের গাড়ি ভাঙচুর ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
মামলার বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেছ আলী বলেন, ‘গত রোববার বিকেলে বিনা উসকানিতে পুলিশ প্রথমে আমাদের ওপর চড়াও হয়েছে। এরপর পুলিশের প্রশ্রয়েই আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলা চালিয়ে আমাদের অসংখ্য নেতা-কর্মীর ওপর হামলা চালিয়ে আহত করেছেন। আর পুলিশ এখন আর আইনশৃঙ্খলা রক্ষাকারীর ভূমিকায় নেই। তারা সন্ত্রাসীদের প্রশ্রয়দাতা বাহিনী হয়ে উঠেছে।’
এ বিষয়ে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার বলেন, ‘গত রোববার বিকেলে পুলিশের ওপর বিএনপির নেতা-কর্মীদের হামলার ভিডিও ফুটেজ দেখে যাদের শনাক্ত করা গেছে, তাদের আসামি করে মামলা করা হয়েছে। ভিডিওতে যাদের চেনা সম্ভব হয়নি, তাদের পরিচয় খোঁজা হচ্ছে। তবে গতকাল পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ।’

জীবনে কোনো ইবাদত না করেও কেউ যদি বিড়ি (সিগারেট) টেনে দাঁড়িপাল্লার দাওয়াত দেয় আর তা আল্লাহ কবুল করেন, তাহলে তার পেছনের সব গুনাহ মাফ—এমন মন্তব্য করেছেন ঝালকাঠি-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. ফয়জুল হক।
১৭ মিনিট আগে
খাগড়াছড়ির রামগড় স্থলবন্দর প্রকল্পের জমি ভরাটের কাজে পাহাড় কাটার অভিযোগের বিষয়ে সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করেছে তদন্ত কমিটি। আজ শুক্রবার (৯ জানুয়ারি) নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব নুরুন্নাহার চৌধুরী রামগড় আন্তর্জাতিক যাত্রী টার্মিনাল (স্থলবন্দর) এলাকা সরেজমিন পরিদর্শন করেন।
২০ মিনিট আগে
হবিগঞ্জের লাখাই উপজেলার বুল্লা ইউনিয়নে দুই ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। শুক্রবার (৯ জানুয়ারি) সকাল ১০টার দিকে ইউনিয়নের ফরিদপুর গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষে নিহত ব্যক্তির নাম হিরাজ মিয়া (৫৫)।
২৬ মিনিট আগে
কিশোরগঞ্জ জেলা শহরের একটি আবাসিক হোটেলের লিফটে আটকে পড়া বরসহ ১০ জনকে উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। শুক্রবার (৯ জানুয়ারি) বিকেল পৌনে ৪টার দিকে শহরের স্টেশন রোড এলাকার খান টাওয়ারে অবস্থিত হোটেল শেরাটনের নিচতলার একটি দেয়াল ভেঙে তাঁদের উদ্ধার করা হয়।
৩০ মিনিট আগে