ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। আন্দোলনকারীদের বিক্ষোভ মিছিলে টিয়ারশেল, সাউন্ড গ্রেনেডসহ মুহুর্মুহু ফাঁকা গুলি ছুড়েছে পুলিশ। এতে গুলিবিদ্ধ হয়ে সঞ্জয় বৈরাগী (২৩) নামের এক শিক্ষার্থী ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ছাড়া রাবার বুলেটের আঘাতে আহত হয়েছেন সাংবাদিকসহ অনেক শিক্ষার্থী।
আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা শহরের পুরোনো বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে শহরের ভাঙ্গা রাস্তার মোড়ে বিক্ষোভের ডাক দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এদিন সকাল থেকেই ওই এলাকায় আওয়ামী লীগ ও শ্রমিক লীগের নেতা-কর্মীরা সেখানে লাঠিসোঁটা নিয়ে অবস্থান নেন। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও অবস্থান নেয়।
অন্যদিকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতাল এলাকায় অবস্থান নেন মেডিকেল কলেজের শিক্ষার্থীসহ অন্যরা। সেখানে বিজিবি ও পুলিশ সাঁজোয়া যান নিয়ে অবস্থান নেন। একপর্যায়ে বেলা ১১টার দিকে সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বের হন শিক্ষার্থীরা। মিছিলটি ঢাকা-বরিশাল মহাসড়ক দিয়ে ভাঙ্গা রাস্তার মোড়ের দিকে আসতে শুরু করে। শহরের পুরোনো বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে পুলিশ চড়াও হয়।
সরেজমিনে জানা গেছে, পুলিশ প্রথমে আন্দোলনকারীদের থামানোর চেষ্টা করে। এর পরই সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট, টিয়ারশেল মারতে শুরু করে। পাল্টা বিক্ষোভকারীরাও ইটপাটকেল মারতে শুরু করে। এ সময় পুলিশের সঙ্গে আওয়ামী লীগের নেতা-কর্মীরাও ইটপাটকেল মারতে শুরু করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ মুহুর্মুহু গুলি ছোড়ে আন্দোলনকারীদের দিকে। একপর্যায়ে সেখানে রণক্ষেত্রে রূপ নেয়। প্রায় আধা ঘণ্টা পাল্টাপাল্টি ধাওয়া চলে। পরে পুলিশ আন্দোলনকারীদের ধাওয়া দিয়ে পশ্চিম খাবাসপুর এলাকায় গিয়ে ছত্রভঙ্গ করে দেয়। এরপর বিক্ষোভকারীরা মেডিকেল কলেজ এলাকায় ঢুকে পড়ে। সেখানেও তাঁদের বিক্ষোভ করতে দেখা গেছে।
আন্দোলনরত মেডিকেল কলেজের এক শিক্ষার্থী বলেন, ‘আমরা মিছিল নিয়ে ভাঙ্গা রাস্তার মোড়ের দিকে গেলেই পুলিশ আমাদের ওপর সাউন্ড গ্রেনেড মেরে দেয়। আমাদের অনেকের গুলি লেগেছে। তারপর আমরা পালিয়ে এখানে চলে আসি। এর পরও আমাদের মেডিকেল হাসপাতাল পর্যন্ত ধাওয়া দিতে থাকে।’
সংঘর্ষে সঞ্জয় বৈরাগী নামের এক নার্সিং শিক্ষার্থী আহত হয়েছেন। বর্তমানে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন। তাঁর শরীরে ১৮টি রাবার বুলেটের আঘাত রয়েছে বলে কর্তব্যরত সিনিয়র নার্স আফসানা আফরোজ জানান।
সঞ্জয় বৈরাগী বলেন, ‘আমি বিক্ষোভে গিয়েছিলাম। মিছিলটি ভাঙ্গা সড়কের মোড়ের দিকে গেলে পুলিশের পাশ থেকে আওয়ামী লীগের লোকজন ইটপাটকেল মারতে শুরু করেন। এর পরই পুলিশ মুহুর্মুহু গুলি ছুড়তে শুরু করে। আমার শরীরে ১৮টি রাবার বুলেটের আঘাত রয়েছে।’
এ বিষয়ে জানতে পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলমের মোবাইল ফোনে কল দেওয়া হলে কেটে দেন।

ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। আন্দোলনকারীদের বিক্ষোভ মিছিলে টিয়ারশেল, সাউন্ড গ্রেনেডসহ মুহুর্মুহু ফাঁকা গুলি ছুড়েছে পুলিশ। এতে গুলিবিদ্ধ হয়ে সঞ্জয় বৈরাগী (২৩) নামের এক শিক্ষার্থী ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ছাড়া রাবার বুলেটের আঘাতে আহত হয়েছেন সাংবাদিকসহ অনেক শিক্ষার্থী।
আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা শহরের পুরোনো বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে শহরের ভাঙ্গা রাস্তার মোড়ে বিক্ষোভের ডাক দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এদিন সকাল থেকেই ওই এলাকায় আওয়ামী লীগ ও শ্রমিক লীগের নেতা-কর্মীরা সেখানে লাঠিসোঁটা নিয়ে অবস্থান নেন। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও অবস্থান নেয়।
অন্যদিকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতাল এলাকায় অবস্থান নেন মেডিকেল কলেজের শিক্ষার্থীসহ অন্যরা। সেখানে বিজিবি ও পুলিশ সাঁজোয়া যান নিয়ে অবস্থান নেন। একপর্যায়ে বেলা ১১টার দিকে সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বের হন শিক্ষার্থীরা। মিছিলটি ঢাকা-বরিশাল মহাসড়ক দিয়ে ভাঙ্গা রাস্তার মোড়ের দিকে আসতে শুরু করে। শহরের পুরোনো বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে পুলিশ চড়াও হয়।
সরেজমিনে জানা গেছে, পুলিশ প্রথমে আন্দোলনকারীদের থামানোর চেষ্টা করে। এর পরই সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট, টিয়ারশেল মারতে শুরু করে। পাল্টা বিক্ষোভকারীরাও ইটপাটকেল মারতে শুরু করে। এ সময় পুলিশের সঙ্গে আওয়ামী লীগের নেতা-কর্মীরাও ইটপাটকেল মারতে শুরু করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ মুহুর্মুহু গুলি ছোড়ে আন্দোলনকারীদের দিকে। একপর্যায়ে সেখানে রণক্ষেত্রে রূপ নেয়। প্রায় আধা ঘণ্টা পাল্টাপাল্টি ধাওয়া চলে। পরে পুলিশ আন্দোলনকারীদের ধাওয়া দিয়ে পশ্চিম খাবাসপুর এলাকায় গিয়ে ছত্রভঙ্গ করে দেয়। এরপর বিক্ষোভকারীরা মেডিকেল কলেজ এলাকায় ঢুকে পড়ে। সেখানেও তাঁদের বিক্ষোভ করতে দেখা গেছে।
আন্দোলনরত মেডিকেল কলেজের এক শিক্ষার্থী বলেন, ‘আমরা মিছিল নিয়ে ভাঙ্গা রাস্তার মোড়ের দিকে গেলেই পুলিশ আমাদের ওপর সাউন্ড গ্রেনেড মেরে দেয়। আমাদের অনেকের গুলি লেগেছে। তারপর আমরা পালিয়ে এখানে চলে আসি। এর পরও আমাদের মেডিকেল হাসপাতাল পর্যন্ত ধাওয়া দিতে থাকে।’
সংঘর্ষে সঞ্জয় বৈরাগী নামের এক নার্সিং শিক্ষার্থী আহত হয়েছেন। বর্তমানে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন। তাঁর শরীরে ১৮টি রাবার বুলেটের আঘাত রয়েছে বলে কর্তব্যরত সিনিয়র নার্স আফসানা আফরোজ জানান।
সঞ্জয় বৈরাগী বলেন, ‘আমি বিক্ষোভে গিয়েছিলাম। মিছিলটি ভাঙ্গা সড়কের মোড়ের দিকে গেলে পুলিশের পাশ থেকে আওয়ামী লীগের লোকজন ইটপাটকেল মারতে শুরু করেন। এর পরই পুলিশ মুহুর্মুহু গুলি ছুড়তে শুরু করে। আমার শরীরে ১৮টি রাবার বুলেটের আঘাত রয়েছে।’
এ বিষয়ে জানতে পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলমের মোবাইল ফোনে কল দেওয়া হলে কেটে দেন।

নেত্রকোনায় দাম্পত্য কলহের জেরে স্বামীকে কুপিয়ে হত্যার দায়ে স্ত্রী রুবিনা আক্তারকে (৩৫) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ সোমবার নেত্রকোনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোছা মরিয়ম মুন মুঞ্জুরি এ রায় ঘোষণা করেন।
৭ মিনিট আগে
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বিএনপিপন্থী শিক্ষকের টানানো ব্যানার ছিঁড়ে ফেলায় রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারকে মানসিক চিকিৎসা নেওয়ার দাবি জানিয়েছে শাখা ছাত্রদল। আজ সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের...
১৩ মিনিট আগে
সালেহউদ্দিন আহমেদ বলেছেন, দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর অবস্থায় নেই। রিজার্ভ ১৮ বিলিয়ন থেকে ৩২ বিলিয়নে উন্নীত হয়েছে। অন্তর্বর্তী সরকারের দেড় বছরে দেশের অর্থনৈতিক অবস্থা আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর হয়েছে।
২৪ মিনিট আগে
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, ‘প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন। তাতে দেশের বিদ্যমান আইনে কোনো বাধা নেই। কারণ, আপনারা ভোটার, আপনাদের নিঃসন্দেহে রাজনৈতিক পক্ষপাত, পছন্দ থাকবেই, থাকারই কথা। আপনারা নাগরিকদের উৎসাহিত করেন। সাদা ব্যালটে যেন তাঁরা
৩০ মিনিট আগে