মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি

পাঁচ বছরের অর্ণব জানে না বাবা বেঁচে নেই। তিন দিন আগেই বাবার কাছ থেকে নানা রকম খাবার জিনিস ও উপহার পেয়েছে সে। বাড়ি থেকে যাওয়ার সময় আদর করে বলেছিলেন—থাকো, আমি আবার আসার সময় অনেক কিছু নিয়ে আসব। সেভাবে আসা আর হলো না নেপালের। এলেন লাশ হয়ে!
জয়পুরহাট বিজিবি ক্যাম্পে কর্মরত অবস্থায় মারা যাওয়া নেপালের বাড়ি ফরিদপুরের মধুখালী উপজেলার মেগচামী ইউনিয়নের কলাগাছি গ্রামে। আজ শুক্রবার তাঁর বাড়িতে গিয়ে শুধু মাতম চোখে পড়ে। রাত ৮টার পরে অ্যাম্বুলেন্সে করে বাড়ি পৌঁছায় নেপালের লাশ। এ সময় স্বজনদের আহাজারিতে আকাশ-বাতাস ভারী হয়ে ওঠে।
পরিবারের সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে জয়পুরহাটের বিজিবি ক্যাম্পের প্রধান গেটে ডিউটিরত অবস্থায় গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন নেপাল। নেপালের চাচাতো ভাই মেগচামী আদর্শ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক তাপস দাস বলেন, ‘নেপাল গত মঙ্গলবার বাড়ি থেকে স্টেশনে চলে যায়। সকালে আমার জানতে পারি সে মারা গেছে।’
নেপালের বড় ভাইয়ের স্ত্রী বলেন, ‘আমার স্বামীসহ আমরা ঢাকায় থাকি। ভোরে মেগচামী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাড়িতে জানায় নেপাল মারা গেছে। বাড়ি থেকে মেবাইল ফোনে আমাদের জানায় নেপাল মারা গেছে। এরপর আমার স্বামী ঢাকা থেকে জয়পুরহাটের উদ্দেশে রওনা হয় এবং আমি মধুখালীর উদ্দেশে রওনা হই।’
নেপাল মধুখালী উপজেলার বামুন্দি বালিয়াকান্দি মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০০৯ সালে এসএসসি পাস করেন বলে জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ কুমার। তিনি বলেন, ‘নেপাল ভালো ছাত্র ছিল। শান্ত ও ভদ্র ছিল।’
নেপালের চাচাতো ভাই দেবাশিষ দাস জানান, নেপাল ২০১২ সালের ২২ এপ্রিল চাকরিতে যোগ দেন। সাত বছর আগে পাংশা উপজেলার বাগদুল গ্রামে বিয়ে করেন। তিন ভাইয়ের মধ্যে নেপাল ছিলেন মেজ। এলকায় কখনো কারো সঙ্গে খারাপ ব্যবহার করেছেন বলে তিনি শোনেননি।
ছেলের মৃত্যুসংবাদ পাওয়ার পর থেকে পাগলের মতো আহাজারি করছেন বাবা ও মা। তাঁদের কেউই সান্ত্বনা দিয়ে শান্ত করতে পারছেন না। তাঁদের সঙ্গে কথা বলার পরিস্থিতিও নেই।
মেগচামী ইউনিয়ন পলিষদের চেয়ারম্যান মো. সাবির উদ্দিন সেক বলেন, ‘সকালে জয়পুরহাটে বিজিবি ক্যাম্পের অধিনায়ক পরিচয়ে আমাকে ফোন দিয়ে জানায়, আপনার ইউনিয়নের কলাগাছি গ্রামের নেপাল মারা গেছে। সে সংবাদ নিয়ে আমি নেপালের বাড়িতে যাই।’

পাঁচ বছরের অর্ণব জানে না বাবা বেঁচে নেই। তিন দিন আগেই বাবার কাছ থেকে নানা রকম খাবার জিনিস ও উপহার পেয়েছে সে। বাড়ি থেকে যাওয়ার সময় আদর করে বলেছিলেন—থাকো, আমি আবার আসার সময় অনেক কিছু নিয়ে আসব। সেভাবে আসা আর হলো না নেপালের। এলেন লাশ হয়ে!
জয়পুরহাট বিজিবি ক্যাম্পে কর্মরত অবস্থায় মারা যাওয়া নেপালের বাড়ি ফরিদপুরের মধুখালী উপজেলার মেগচামী ইউনিয়নের কলাগাছি গ্রামে। আজ শুক্রবার তাঁর বাড়িতে গিয়ে শুধু মাতম চোখে পড়ে। রাত ৮টার পরে অ্যাম্বুলেন্সে করে বাড়ি পৌঁছায় নেপালের লাশ। এ সময় স্বজনদের আহাজারিতে আকাশ-বাতাস ভারী হয়ে ওঠে।
পরিবারের সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে জয়পুরহাটের বিজিবি ক্যাম্পের প্রধান গেটে ডিউটিরত অবস্থায় গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন নেপাল। নেপালের চাচাতো ভাই মেগচামী আদর্শ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক তাপস দাস বলেন, ‘নেপাল গত মঙ্গলবার বাড়ি থেকে স্টেশনে চলে যায়। সকালে আমার জানতে পারি সে মারা গেছে।’
নেপালের বড় ভাইয়ের স্ত্রী বলেন, ‘আমার স্বামীসহ আমরা ঢাকায় থাকি। ভোরে মেগচামী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাড়িতে জানায় নেপাল মারা গেছে। বাড়ি থেকে মেবাইল ফোনে আমাদের জানায় নেপাল মারা গেছে। এরপর আমার স্বামী ঢাকা থেকে জয়পুরহাটের উদ্দেশে রওনা হয় এবং আমি মধুখালীর উদ্দেশে রওনা হই।’
নেপাল মধুখালী উপজেলার বামুন্দি বালিয়াকান্দি মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০০৯ সালে এসএসসি পাস করেন বলে জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ কুমার। তিনি বলেন, ‘নেপাল ভালো ছাত্র ছিল। শান্ত ও ভদ্র ছিল।’
নেপালের চাচাতো ভাই দেবাশিষ দাস জানান, নেপাল ২০১২ সালের ২২ এপ্রিল চাকরিতে যোগ দেন। সাত বছর আগে পাংশা উপজেলার বাগদুল গ্রামে বিয়ে করেন। তিন ভাইয়ের মধ্যে নেপাল ছিলেন মেজ। এলকায় কখনো কারো সঙ্গে খারাপ ব্যবহার করেছেন বলে তিনি শোনেননি।
ছেলের মৃত্যুসংবাদ পাওয়ার পর থেকে পাগলের মতো আহাজারি করছেন বাবা ও মা। তাঁদের কেউই সান্ত্বনা দিয়ে শান্ত করতে পারছেন না। তাঁদের সঙ্গে কথা বলার পরিস্থিতিও নেই।
মেগচামী ইউনিয়ন পলিষদের চেয়ারম্যান মো. সাবির উদ্দিন সেক বলেন, ‘সকালে জয়পুরহাটে বিজিবি ক্যাম্পের অধিনায়ক পরিচয়ে আমাকে ফোন দিয়ে জানায়, আপনার ইউনিয়নের কলাগাছি গ্রামের নেপাল মারা গেছে। সে সংবাদ নিয়ে আমি নেপালের বাড়িতে যাই।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
১ ঘণ্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বান্দরবানে জামায়াতের জয় ঠেকাতে বিএনপিকে সমর্থন দিতে পারে। বিএনপি এবার পাশে পাচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকেও (জেএসএস)।
১ ঘণ্টা আগে
৭০ বছর বয়সী জাবেরুন নেছা। রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে সারা জীবনের অর্জিত অর্থ দিয়ে নিজের নামে এক কাঠা ও ছেলের নামে দুই কাঠা জমি কিনেছিলেন। ১৭ বছর আগে কেনা সেই জমি এখন হাতছাড়া হওয়ার পথে।
২ ঘণ্টা আগে
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ গেটসংলগ্ন রেললাইন এখন কার্যত রেলওয়ের নিয়ন্ত্রণে নেই। সরকারি বিধি, রেলওয়ে আইন ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে উপেক্ষা করে রেললাইনের গা ঘেঁষে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী অসংখ্য দোকান। এমনকি পরিত্যক্ত রেললাইনের ওপর দোকানঘর নির্মাণ করে নিয়মিত ভাড়া আদায় করা হচ্ছে।
২ ঘণ্টা আগে