Ajker Patrika

গুলিতে নিহত বিজিবি সদস্য নেপালের বাড়িতে মাতম

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
আপডেট : ১৯ নভেম্বর ২০২২, ০৯: ৫৮
গুলিতে নিহত বিজিবি সদস্য নেপালের বাড়িতে মাতম

পাঁচ বছরের অর্ণব জানে না বাবা বেঁচে নেই। তিন দিন আগেই বাবার কাছ থেকে নানা রকম খাবার জিনিস ও উপহার পেয়েছে সে। বাড়ি থেকে যাওয়ার সময় আদর করে বলেছিলেন—থাকো, আমি আবার আসার সময় অনেক কিছু নিয়ে আসব। সেভাবে আসা আর হলো না নেপালের। এলেন লাশ হয়ে! 

জয়পুরহাট বিজিবি ক্যাম্পে কর্মরত অবস্থায় মারা যাওয়া নেপালের বাড়ি ফরিদপুরের মধুখালী উপজেলার মেগচামী ইউনিয়নের কলাগাছি গ্রামে। আজ শুক্রবার তাঁর বাড়িতে গিয়ে শুধু মাতম চোখে পড়ে। রাত ৮টার পরে অ্যাম্বুলেন্সে করে বাড়ি পৌঁছায় নেপালের লাশ। এ সময় স্বজনদের আহাজারিতে আকাশ-বাতাস ভারী হয়ে ওঠে। 

পরিবারের সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে জয়পুরহাটের বিজিবি ক্যাম্পের প্রধান গেটে ডিউটিরত অবস্থায় গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন নেপাল। নেপালের চাচাতো ভাই মেগচামী আদর্শ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক তাপস দাস বলেন, ‘নেপাল গত মঙ্গলবার বাড়ি থেকে স্টেশনে চলে যায়। সকালে আমার জানতে পারি সে মারা গেছে।’ 

নেপালের বড় ভাইয়ের স্ত্রী বলেন, ‘আমার স্বামীসহ আমরা ঢাকায় থাকি। ভোরে মেগচামী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাড়িতে জানায় নেপাল মারা গেছে। বাড়ি থেকে মেবাইল ফোনে আমাদের জানায় নেপাল মারা গেছে। এরপর আমার স্বামী ঢাকা থেকে জয়পুরহাটের উদ্দেশে রওনা হয় এবং আমি মধুখালীর উদ্দেশে রওনা হই।’ 

নেপাল মধুখালী উপজেলার বামুন্দি বালিয়াকান্দি মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০০৯ সালে এসএসসি পাস করেন বলে জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ কুমার। তিনি বলেন, ‘নেপাল ভালো ছাত্র ছিল। শান্ত ও ভদ্র ছিল।’ 

নেপালের চাচাতো ভাই দেবাশিষ দাস জানান, নেপাল ২০১২ সালের ২২ এপ্রিল চাকরিতে যোগ দেন। সাত বছর আগে পাংশা উপজেলার বাগদুল গ্রামে বিয়ে করেন। তিন ভাইয়ের মধ্যে নেপাল ছিলেন মেজ। এলকায় কখনো কারো সঙ্গে খারাপ ব্যবহার করেছেন বলে তিনি শোনেননি। 

ছেলের মৃত্যুসংবাদ পাওয়ার পর থেকে পাগলের মতো আহাজারি করছেন বাবা ও মা। তাঁদের কেউই সান্ত্বনা দিয়ে শান্ত করতে পারছেন না। তাঁদের সঙ্গে কথা বলার পরিস্থিতিও নেই। 

মেগচামী ইউনিয়ন পলিষদের চেয়ারম্যান মো. সাবির উদ্দিন সেক বলেন, ‘সকালে জয়পুরহাটে বিজিবি ক্যাম্পের অধিনায়ক পরিচয়ে আমাকে ফোন দিয়ে জানায়, আপনার ইউনিয়নের কলাগাছি গ্রামের নেপাল মারা গেছে। সে সংবাদ নিয়ে আমি নেপালের বাড়িতে যাই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নির্বাচনের পর কী করবেন ড. ইউনূস, জানাল প্রেস উইং

বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের নতুন ব্যাখ্যা দিল ইউরোপীয় ইউনিয়ন

৪০০ টাকায় ২০ এমবিপিএস ইন্টারনেট দেবে বিটিসিএল, সাশ্রয়ী আরও ৮ প্যাকেজ ঘোষণা

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত