মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি

পাঁচ বছরের অর্ণব জানে না বাবা বেঁচে নেই। তিন দিন আগেই বাবার কাছ থেকে নানা রকম খাবার জিনিস ও উপহার পেয়েছে সে। বাড়ি থেকে যাওয়ার সময় আদর করে বলেছিলেন—থাকো, আমি আবার আসার সময় অনেক কিছু নিয়ে আসব। সেভাবে আসা আর হলো না নেপালের। এলেন লাশ হয়ে!
জয়পুরহাট বিজিবি ক্যাম্পে কর্মরত অবস্থায় মারা যাওয়া নেপালের বাড়ি ফরিদপুরের মধুখালী উপজেলার মেগচামী ইউনিয়নের কলাগাছি গ্রামে। আজ শুক্রবার তাঁর বাড়িতে গিয়ে শুধু মাতম চোখে পড়ে। রাত ৮টার পরে অ্যাম্বুলেন্সে করে বাড়ি পৌঁছায় নেপালের লাশ। এ সময় স্বজনদের আহাজারিতে আকাশ-বাতাস ভারী হয়ে ওঠে।
পরিবারের সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে জয়পুরহাটের বিজিবি ক্যাম্পের প্রধান গেটে ডিউটিরত অবস্থায় গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন নেপাল। নেপালের চাচাতো ভাই মেগচামী আদর্শ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক তাপস দাস বলেন, ‘নেপাল গত মঙ্গলবার বাড়ি থেকে স্টেশনে চলে যায়। সকালে আমার জানতে পারি সে মারা গেছে।’
নেপালের বড় ভাইয়ের স্ত্রী বলেন, ‘আমার স্বামীসহ আমরা ঢাকায় থাকি। ভোরে মেগচামী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাড়িতে জানায় নেপাল মারা গেছে। বাড়ি থেকে মেবাইল ফোনে আমাদের জানায় নেপাল মারা গেছে। এরপর আমার স্বামী ঢাকা থেকে জয়পুরহাটের উদ্দেশে রওনা হয় এবং আমি মধুখালীর উদ্দেশে রওনা হই।’
নেপাল মধুখালী উপজেলার বামুন্দি বালিয়াকান্দি মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০০৯ সালে এসএসসি পাস করেন বলে জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ কুমার। তিনি বলেন, ‘নেপাল ভালো ছাত্র ছিল। শান্ত ও ভদ্র ছিল।’
নেপালের চাচাতো ভাই দেবাশিষ দাস জানান, নেপাল ২০১২ সালের ২২ এপ্রিল চাকরিতে যোগ দেন। সাত বছর আগে পাংশা উপজেলার বাগদুল গ্রামে বিয়ে করেন। তিন ভাইয়ের মধ্যে নেপাল ছিলেন মেজ। এলকায় কখনো কারো সঙ্গে খারাপ ব্যবহার করেছেন বলে তিনি শোনেননি।
ছেলের মৃত্যুসংবাদ পাওয়ার পর থেকে পাগলের মতো আহাজারি করছেন বাবা ও মা। তাঁদের কেউই সান্ত্বনা দিয়ে শান্ত করতে পারছেন না। তাঁদের সঙ্গে কথা বলার পরিস্থিতিও নেই।
মেগচামী ইউনিয়ন পলিষদের চেয়ারম্যান মো. সাবির উদ্দিন সেক বলেন, ‘সকালে জয়পুরহাটে বিজিবি ক্যাম্পের অধিনায়ক পরিচয়ে আমাকে ফোন দিয়ে জানায়, আপনার ইউনিয়নের কলাগাছি গ্রামের নেপাল মারা গেছে। সে সংবাদ নিয়ে আমি নেপালের বাড়িতে যাই।’

পাঁচ বছরের অর্ণব জানে না বাবা বেঁচে নেই। তিন দিন আগেই বাবার কাছ থেকে নানা রকম খাবার জিনিস ও উপহার পেয়েছে সে। বাড়ি থেকে যাওয়ার সময় আদর করে বলেছিলেন—থাকো, আমি আবার আসার সময় অনেক কিছু নিয়ে আসব। সেভাবে আসা আর হলো না নেপালের। এলেন লাশ হয়ে!
জয়পুরহাট বিজিবি ক্যাম্পে কর্মরত অবস্থায় মারা যাওয়া নেপালের বাড়ি ফরিদপুরের মধুখালী উপজেলার মেগচামী ইউনিয়নের কলাগাছি গ্রামে। আজ শুক্রবার তাঁর বাড়িতে গিয়ে শুধু মাতম চোখে পড়ে। রাত ৮টার পরে অ্যাম্বুলেন্সে করে বাড়ি পৌঁছায় নেপালের লাশ। এ সময় স্বজনদের আহাজারিতে আকাশ-বাতাস ভারী হয়ে ওঠে।
পরিবারের সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে জয়পুরহাটের বিজিবি ক্যাম্পের প্রধান গেটে ডিউটিরত অবস্থায় গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন নেপাল। নেপালের চাচাতো ভাই মেগচামী আদর্শ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক তাপস দাস বলেন, ‘নেপাল গত মঙ্গলবার বাড়ি থেকে স্টেশনে চলে যায়। সকালে আমার জানতে পারি সে মারা গেছে।’
নেপালের বড় ভাইয়ের স্ত্রী বলেন, ‘আমার স্বামীসহ আমরা ঢাকায় থাকি। ভোরে মেগচামী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাড়িতে জানায় নেপাল মারা গেছে। বাড়ি থেকে মেবাইল ফোনে আমাদের জানায় নেপাল মারা গেছে। এরপর আমার স্বামী ঢাকা থেকে জয়পুরহাটের উদ্দেশে রওনা হয় এবং আমি মধুখালীর উদ্দেশে রওনা হই।’
নেপাল মধুখালী উপজেলার বামুন্দি বালিয়াকান্দি মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০০৯ সালে এসএসসি পাস করেন বলে জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ কুমার। তিনি বলেন, ‘নেপাল ভালো ছাত্র ছিল। শান্ত ও ভদ্র ছিল।’
নেপালের চাচাতো ভাই দেবাশিষ দাস জানান, নেপাল ২০১২ সালের ২২ এপ্রিল চাকরিতে যোগ দেন। সাত বছর আগে পাংশা উপজেলার বাগদুল গ্রামে বিয়ে করেন। তিন ভাইয়ের মধ্যে নেপাল ছিলেন মেজ। এলকায় কখনো কারো সঙ্গে খারাপ ব্যবহার করেছেন বলে তিনি শোনেননি।
ছেলের মৃত্যুসংবাদ পাওয়ার পর থেকে পাগলের মতো আহাজারি করছেন বাবা ও মা। তাঁদের কেউই সান্ত্বনা দিয়ে শান্ত করতে পারছেন না। তাঁদের সঙ্গে কথা বলার পরিস্থিতিও নেই।
মেগচামী ইউনিয়ন পলিষদের চেয়ারম্যান মো. সাবির উদ্দিন সেক বলেন, ‘সকালে জয়পুরহাটে বিজিবি ক্যাম্পের অধিনায়ক পরিচয়ে আমাকে ফোন দিয়ে জানায়, আপনার ইউনিয়নের কলাগাছি গ্রামের নেপাল মারা গেছে। সে সংবাদ নিয়ে আমি নেপালের বাড়িতে যাই।’

দারিদ্র্য যেখানে নিত্যসঙ্গী, সেখানে নতুন ফসল হয়ে উঠেছে মুক্তির পথ। বাগেরহাটের ফকিরহাট উপজেলার হাজেরা বেগম (৪৫) ব্রকলি চাষ করে প্রমাণ করেছেন—সঠিক পরামর্শ ও সহায়তা পেলে গ্রামীণ নারীরাও লাভজনক কৃষিতে সফল হতে পারেন।
৪ ঘণ্টা আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম মণ্ডল দীর্ঘদিন ধরে পরিষদে অনুপস্থিত থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নের সাধারণ মানুষ। জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ নিত্যপ্রয়োজনীয় সেবা নিতে এসে দিনের পর দিন ঘুরে ফিরছেন সেবাপ্রত্যাশীরা।
৪ ঘণ্টা আগে
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝিনাই নদের ওপর ১৭ কোটি টাকা বরাদ্দে নবনির্মিত পিসি গার্ডার সেতুটি যানবাহন পারাপারে কাজে আসছে না। সেতুর উভয় পাড়ে সংযোগ সড়ক পাকা না করে কাজ ফেলে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ ছাড়া সেতুর উভয় অংশে ১২০ মিটার নালা ও নদীভাঙন থেকে রক্ষায় ব্লক স্থাপন করা হয়নি। এতে সড়কটি দিয়ে প্রতি
৪ ঘণ্টা আগে
বাংলাদেশের ওষুধশিল্প বর্তমানে গভীর সংকটের মুখে। গুটিকয়েক বড় প্রতিষ্ঠানের বাইরে দেশের প্রায় ৬০ শতাংশ ওষুধ কোম্পানি রুগ্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার পথে। নীতিসহায়তা ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত না এলে দেশের ওষুধে স্বয়ংসম্পূর্ণতা মারাত্মক ঝুঁকিতে পড়বে বলে
৪ ঘণ্টা আগে