দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর জেলা কারাগারে দুইটি চেক জালিয়াতির মামলায় দেড় বছরের সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে আজ বুধবার দুপুরে তাঁর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
দিনাজপুর জেল সুপার মোকাম্মেল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। মৃত শফিকুল ইসলাম (৫০) জেলার বিরামপুর উপজেলার চক পাতলা গ্রামের হাসান আলীর ছেলে। তিনি হৃদ্রোগ, কিডনি জটিলতাসহ নানাবিধ জটিল রোগে আক্রান্ত ছিলেন।
দিনাজপুর জেলা কারাগার সূত্রে জানা গেছে, শফিকুল ইসলামের বিরুদ্ধে ১৬ লাখ ও ৩ লাখ টাকার দুটি চেক জালিয়াতির মামলা হয়। মামলায় রায়ে তাঁকে এক বছর ও ছয় মাসের মোট দেড় বছরের সাজা প্রদান করেন বিচারক। ২০২১ সালের ২৩ জুলাই তাঁকে দিনাজপুর জেলা কারাগারে আনা হয়। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় টয়লেটে গিয়ে তিনি দীর্ঘক্ষণ না ফেরায় খোঁজ করতে গিয়ে দেখা যায় তিনি টয়লেটে অজ্ঞান অবস্থায় পড়ে আছেন। পরে তাঁকে উদ্ধার করে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক ওই রাতেই ৮টা ৩৫ মিনিটে তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
দিনাজপুর জেল সুপার মোকাম্মেল হোসেন আজকের পত্রিকাকে জানান, শফিকুল ইসলাম দুটি চেক জালিয়াতির মামলায় দেড় বছরের সাজা খাটছিলেন। আগে থেকেই তিনি নানাবিধ রোগে আক্রান্ত ছিলেন। তাঁর হার্টের সার্জারি করা হয়েছে। এ ছাড়াও তিনি কিডনি রোগে ভুগছিলেন। তাঁর ক্রিয়েটিনিন লেভেল স্বাভাবিকের তুলনায় অনেক বেশি ছিল। আজ বুধবার দুপুরে ময়নাতদন্ত শেষে তাঁর মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

দিনাজপুর জেলা কারাগারে দুইটি চেক জালিয়াতির মামলায় দেড় বছরের সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে আজ বুধবার দুপুরে তাঁর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
দিনাজপুর জেল সুপার মোকাম্মেল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। মৃত শফিকুল ইসলাম (৫০) জেলার বিরামপুর উপজেলার চক পাতলা গ্রামের হাসান আলীর ছেলে। তিনি হৃদ্রোগ, কিডনি জটিলতাসহ নানাবিধ জটিল রোগে আক্রান্ত ছিলেন।
দিনাজপুর জেলা কারাগার সূত্রে জানা গেছে, শফিকুল ইসলামের বিরুদ্ধে ১৬ লাখ ও ৩ লাখ টাকার দুটি চেক জালিয়াতির মামলা হয়। মামলায় রায়ে তাঁকে এক বছর ও ছয় মাসের মোট দেড় বছরের সাজা প্রদান করেন বিচারক। ২০২১ সালের ২৩ জুলাই তাঁকে দিনাজপুর জেলা কারাগারে আনা হয়। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় টয়লেটে গিয়ে তিনি দীর্ঘক্ষণ না ফেরায় খোঁজ করতে গিয়ে দেখা যায় তিনি টয়লেটে অজ্ঞান অবস্থায় পড়ে আছেন। পরে তাঁকে উদ্ধার করে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক ওই রাতেই ৮টা ৩৫ মিনিটে তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
দিনাজপুর জেল সুপার মোকাম্মেল হোসেন আজকের পত্রিকাকে জানান, শফিকুল ইসলাম দুটি চেক জালিয়াতির মামলায় দেড় বছরের সাজা খাটছিলেন। আগে থেকেই তিনি নানাবিধ রোগে আক্রান্ত ছিলেন। তাঁর হার্টের সার্জারি করা হয়েছে। এ ছাড়াও তিনি কিডনি রোগে ভুগছিলেন। তাঁর ক্রিয়েটিনিন লেভেল স্বাভাবিকের তুলনায় অনেক বেশি ছিল। আজ বুধবার দুপুরে ময়নাতদন্ত শেষে তাঁর মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ভারত থেকে কারাভোগ শেষে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ১৭ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বুধবার ভোর সাড়ে ৫টার দিকে নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) অধীন চাড়ালডাংগা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ২১৯/২৯-আর-সংলগ্ন এলাকায় এই অভিযান চালানো হয়।
৬ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নে গুলিবিদ্ধ শিশু আফনান ও নাফ নদীতে মাইন বিস্ফোরণে আহত যুবক মো. হানিফের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন। পাশাপাশি জেলা পরিষদের পক্ষ থেকেও আরও কিছু অনুদান দেওয়ার কথা জানানো হয়েছে।
১ ঘণ্টা আগে
ডা. মহিউদ্দিনকে কারাগার থেকে আজ আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর থানার পুলিশ পরিদর্শক মো. মিজানুর রহমান তাঁকে জুলাই আন্দোলনে মিরপুর থানার মাহফুজ আলম শ্রাবণ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
১ ঘণ্টা আগে
ঘটনার প্রতিক্রিয়ায় খাগড়াছড়ি জেলা জামায়াতের আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন বলেন, নির্বাচনের পরিবেশ নষ্ট করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। তিনি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
২ ঘণ্টা আগে