দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের পার্বতীপুর থেকে তৃতীয় দিনের মতো সব রুটে বন্ধ রয়েছে বাস চলাচল। জেলা মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক ফয়জার রহমানকে হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বাস চলাচল বন্ধ রেখে প্রতিবাদ করছেন বাসের মালিক ও শ্রমিকেরা। এ নিয়ে আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে কেন্দ্রীয় বাসটার্মিনালে অবস্থান কর্মসূচি পালন করেছেন জেলা মোটর মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতা-কর্মীরা।
এ সময় বক্তব্য দেন মোটর মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আফসার আলী, শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বাবুল আক্তার বাবু প্রমুখ।
কর্মসূচিতে বক্তারা বলেন, ফয়জার রহমানকে হামলার ঘটনায় পার্বতীপুর রেলওয়ে থানায় মামলা হলেও এখনো কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা না হলে আন্তজেলা তথা উত্তরবঙ্গের সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন তাঁরা।
এদিকে বাস চলাচল বন্ধ থাকায় বিড়ম্বনায় পড়েছেন সাধারণ যাত্রীরা। রহিম শেখ নামের এক যাত্রী বলেন, ‘সৈয়দপুরে যাওয়ার জন্য এসে দেখি বাস বন্ধ। বাধ্য হয়ে বেশি ভাড়া দিয়ে অটোরিকশায় যেতে হচ্ছে।’
বুলবুলি বেগম নামে আরেক যাত্রী বলেন, ‘বৃদ্ধ মাকে ডাক্তার দেখাতে রংপুরে যাব। এসে দেখছি বাস বন্ধ। এখন অটোরিকশায় যেতে হবে। বাস বন্ধ থাকার সুযোগ কাজে লাগিয়ে অনেক অটোরিকশাচালকও ইচ্ছেমতো ভাড়া নিচ্ছেন।
এ বিষয়ে পার্বতীপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়ামাত্রই মামলা নেওয়া হয়েছে। আসামিদের ধরতে পুলিশের অভিযান চলছে।
গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে শহরের গুলপাড়া এলাকায় মো. ফয়জার রহমানের ওপর হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দিনাজপুরের পার্বতীপুর থেকে তৃতীয় দিনের মতো সব রুটে বন্ধ রয়েছে বাস চলাচল। জেলা মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক ফয়জার রহমানকে হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বাস চলাচল বন্ধ রেখে প্রতিবাদ করছেন বাসের মালিক ও শ্রমিকেরা। এ নিয়ে আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে কেন্দ্রীয় বাসটার্মিনালে অবস্থান কর্মসূচি পালন করেছেন জেলা মোটর মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতা-কর্মীরা।
এ সময় বক্তব্য দেন মোটর মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আফসার আলী, শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বাবুল আক্তার বাবু প্রমুখ।
কর্মসূচিতে বক্তারা বলেন, ফয়জার রহমানকে হামলার ঘটনায় পার্বতীপুর রেলওয়ে থানায় মামলা হলেও এখনো কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা না হলে আন্তজেলা তথা উত্তরবঙ্গের সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন তাঁরা।
এদিকে বাস চলাচল বন্ধ থাকায় বিড়ম্বনায় পড়েছেন সাধারণ যাত্রীরা। রহিম শেখ নামের এক যাত্রী বলেন, ‘সৈয়দপুরে যাওয়ার জন্য এসে দেখি বাস বন্ধ। বাধ্য হয়ে বেশি ভাড়া দিয়ে অটোরিকশায় যেতে হচ্ছে।’
বুলবুলি বেগম নামে আরেক যাত্রী বলেন, ‘বৃদ্ধ মাকে ডাক্তার দেখাতে রংপুরে যাব। এসে দেখছি বাস বন্ধ। এখন অটোরিকশায় যেতে হবে। বাস বন্ধ থাকার সুযোগ কাজে লাগিয়ে অনেক অটোরিকশাচালকও ইচ্ছেমতো ভাড়া নিচ্ছেন।
এ বিষয়ে পার্বতীপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়ামাত্রই মামলা নেওয়া হয়েছে। আসামিদের ধরতে পুলিশের অভিযান চলছে।
গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে শহরের গুলপাড়া এলাকায় মো. ফয়জার রহমানের ওপর হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুরে ঘরের মধ্যে বিস্ফোরণে দুজনের মৃত্যুর ঘটনায় এলাকাটিতে বড় ধরনের অভিযান চালিয়েছে পুলিশ ও সেনাবাহিনী। যৌথ অভিযানে ৪৫টি ককটেল, ককটেল তৈরির সরঞ্জাম ও দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য তিন নারীসহ চারজনকে আটক করা হয়েছে।
১ মিনিট আগে
সরকারি বরাদ্দ নয়ছয়ের মাধ্যমে অর্থ আত্মসাতের আরেকটি মামলায় কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা নুরুল আবছারকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় আজ সোমবার (১২ জানুয়ারি) চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এই রায় ঘোষণা করেন।
২০ মিনিট আগে
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় চম্পা খাতুন (৩৬) নামের এক সৌদিপ্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১২ জানুয়ারি) দুপুরে উপজেলার আড়িয়া ইউনিয়নের ইউসুফপুর গ্রাম থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
২০ মিনিট আগে
হোটেল কর্মচারী মিলন নিলিকে অনৈতিক প্রস্তাব দিয়েছিলেন। এতে সাড়া না দেওয়ায় এবং প্রতিবাদ করায় নিলির ওপর ক্ষিপ্ত হন মিলন। পরে তিনি তাকে হত্যা করেন। এ ঘটনার পর মিলন মল্লিক তাঁর গ্রামের বাড়ি বাগেরহাটের মান্ডা বাঁশখালী এলাকায় পালিয়ে যান।
৩৬ মিনিট আগে