দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের গোর-এ-শহীদ বড় ময়দানে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। মৃদু বাতাসে রোদের তীব্রতা উপেক্ষা করে দৃষ্টিনন্দন নির্মাণশৈলীতে নির্মিত এই ঈদগাহে আজ শনিবার সকাল ৭টা থেকেই স্বতঃস্ফূর্তভাবে মুসল্লিরা সমবেত হতে শুরু করেন। নির্বিঘ্নে নামাজ আদায়ের সব রকম ব্যবস্থা থাকায় ঈদগাহ মাঠে মুসল্লিদের ব্যাপক সমাগম ঘটে।
সকাল ৯টায় অনুষ্ঠিত জামাতে কয়েক লাখ মুসল্লি অংশ নেন। এতে ইমামতি করেন দিনাজপুরের জেনারেল হাসপাতাল জামে মসজিদের ইমাম শামসুল হক কাসেমি।
এবারও একসঙ্গে লক্ষাধিক মুসল্লি নামাজ আদায় করেছেন বলে দাবি আয়োজকদের। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নামাজ আদায় করতে পেরে খুশি দিনাজপুরসহ দেশের বিভিন্ন স্থান থেকে আগত মুসল্লিরা।
নামাজে অংশ নেন স্থানীয় সংসদ সদস্য জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এনায়েতুর রহিম, জেলা প্রশাসক শাকিল আহম্মেদ, পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ, দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী এবং প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা।
ঈদের নামাজে অংশ নিতে সদর উপজেলা ছাড়াও জেলার বিভিন্ন উপজেলা ও আশপাশের জেলার মুসল্লিরা ছুটে আসেন। বৃহৎ এই ঈদ জামাত ঘিরে ঈদগাহ মাঠজুড়ে ছিল কঠোর নিরাপত্তাব্যবস্থা। সিসিটিভি ক্যামেরার পাশাপাশি ছিল কঠোর গোয়েন্দা নজরদারি। মাঠের আশপাশে র্যাব, পুলিশ, আনসার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও ছিলেন তৎপর। মাঠে যেকোনো দুর্ঘটনায় ত্বরিত ব্যবস্থা নিতে প্রস্তুত ছিলেন ফায়ার সার্ভিসের কর্মীরা। প্রস্তুত ছিল মেডিকেল টিমও।
দিনাজপুর ঈদগাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফজলুর রহমান বলেন, ‘যদিও প্রচণ্ড রোদ ছিল, তবে মৃদু বাতাস থাকায় আবহাওয়া ছিল চমৎকার। একসঙ্গে লাখ লাখ লোকের উপস্থিতিতে নামাজ আদায় এটি একটি স্মরণীয় মুহূর্ত।’
সৈয়দ মোহাম্মদ আজম নামের সংবাদকর্মী বলেন, ‘চমৎকার পরিবেশে ঈদের নামাজ আদায় করলাম। কয়েক লাখ লোকের উপস্থিতিতে নামাজ আদায় করতে পেরে বেশ ভালো লাগছে।’
নামাজ শেষে শুভেচ্ছা বক্তব্যে হুইপ ইকবালুর রহিম বলেন, ‘একসঙ্গে ৬ লাখ ধর্মপ্রাণ মুসল্লি শান্তিপূর্ণভাবে নামাজ আদায় করেছেন এ জামাতে। সেই সঙ্গে সফলভাবে ঈদের জামাত সম্পন্ন হওয়ায় সবার প্রতি কৃতজ্ঞতাও জানাই।’
গোর-এ-শহীদ বড় ময়দানের নির্মাণকাজ শুরু হয়েছিল ২০১৫ সালে। ঈদগাহটি তৈরি করা হয়েছে মোগল স্থাপত্যরীতির অনুসরণে। মেহরাবের উচ্চতা ৫৫ ফুট। ৫২ গম্বুজবিশিষ্ট এই ঈদগাহে রয়েছে দুটি মিনার, প্রতিটির উচ্চতা ৬০ ফুট। মাঝের ফটক দুটি ৪৭ ফুট করে চওড়া। এতে খিলান আছে ৩২টি। জাতীয় সংসদের হুইপ ও দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য ইকবালুর রহিমের পরিকল্পনায় ঈদগাহটি নির্মাণ করা হয়েছে। ঈদগাহ মিনারের মূল অংশ নির্মাণে খরচ হয়েছে ৩ কোটি ৮০ লাখ টাকা। ৫২টি গম্বুজ ২০ ফুট উচ্চতায় স্থাপন করা হয়েছে। ফটক দুটির উচ্চতা ৩০ ফুট।
গোর-এ-শহীদ ময়দানের পশ্চিম দিকের প্রায় অর্ধেক জায়গাজুড়ে প্রতিষ্ঠিত হয়েছে মিনারটি। দৃষ্টিনন্দনভাবে উপস্থাপন করতে প্রতিটি গম্বুজে আছে আলোকসজ্জা। সন্ধ্যার পর থেকেই মিনার আলো ঝলমল করে ওঠে। এ ছাড়া ৫১৬ ফুট লম্বায় ৩২টি খিলান নির্মাণ করা হয়েছে।

দিনাজপুরের গোর-এ-শহীদ বড় ময়দানে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। মৃদু বাতাসে রোদের তীব্রতা উপেক্ষা করে দৃষ্টিনন্দন নির্মাণশৈলীতে নির্মিত এই ঈদগাহে আজ শনিবার সকাল ৭টা থেকেই স্বতঃস্ফূর্তভাবে মুসল্লিরা সমবেত হতে শুরু করেন। নির্বিঘ্নে নামাজ আদায়ের সব রকম ব্যবস্থা থাকায় ঈদগাহ মাঠে মুসল্লিদের ব্যাপক সমাগম ঘটে।
সকাল ৯টায় অনুষ্ঠিত জামাতে কয়েক লাখ মুসল্লি অংশ নেন। এতে ইমামতি করেন দিনাজপুরের জেনারেল হাসপাতাল জামে মসজিদের ইমাম শামসুল হক কাসেমি।
এবারও একসঙ্গে লক্ষাধিক মুসল্লি নামাজ আদায় করেছেন বলে দাবি আয়োজকদের। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নামাজ আদায় করতে পেরে খুশি দিনাজপুরসহ দেশের বিভিন্ন স্থান থেকে আগত মুসল্লিরা।
নামাজে অংশ নেন স্থানীয় সংসদ সদস্য জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এনায়েতুর রহিম, জেলা প্রশাসক শাকিল আহম্মেদ, পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ, দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী এবং প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা।
ঈদের নামাজে অংশ নিতে সদর উপজেলা ছাড়াও জেলার বিভিন্ন উপজেলা ও আশপাশের জেলার মুসল্লিরা ছুটে আসেন। বৃহৎ এই ঈদ জামাত ঘিরে ঈদগাহ মাঠজুড়ে ছিল কঠোর নিরাপত্তাব্যবস্থা। সিসিটিভি ক্যামেরার পাশাপাশি ছিল কঠোর গোয়েন্দা নজরদারি। মাঠের আশপাশে র্যাব, পুলিশ, আনসার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও ছিলেন তৎপর। মাঠে যেকোনো দুর্ঘটনায় ত্বরিত ব্যবস্থা নিতে প্রস্তুত ছিলেন ফায়ার সার্ভিসের কর্মীরা। প্রস্তুত ছিল মেডিকেল টিমও।
দিনাজপুর ঈদগাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফজলুর রহমান বলেন, ‘যদিও প্রচণ্ড রোদ ছিল, তবে মৃদু বাতাস থাকায় আবহাওয়া ছিল চমৎকার। একসঙ্গে লাখ লাখ লোকের উপস্থিতিতে নামাজ আদায় এটি একটি স্মরণীয় মুহূর্ত।’
সৈয়দ মোহাম্মদ আজম নামের সংবাদকর্মী বলেন, ‘চমৎকার পরিবেশে ঈদের নামাজ আদায় করলাম। কয়েক লাখ লোকের উপস্থিতিতে নামাজ আদায় করতে পেরে বেশ ভালো লাগছে।’
নামাজ শেষে শুভেচ্ছা বক্তব্যে হুইপ ইকবালুর রহিম বলেন, ‘একসঙ্গে ৬ লাখ ধর্মপ্রাণ মুসল্লি শান্তিপূর্ণভাবে নামাজ আদায় করেছেন এ জামাতে। সেই সঙ্গে সফলভাবে ঈদের জামাত সম্পন্ন হওয়ায় সবার প্রতি কৃতজ্ঞতাও জানাই।’
গোর-এ-শহীদ বড় ময়দানের নির্মাণকাজ শুরু হয়েছিল ২০১৫ সালে। ঈদগাহটি তৈরি করা হয়েছে মোগল স্থাপত্যরীতির অনুসরণে। মেহরাবের উচ্চতা ৫৫ ফুট। ৫২ গম্বুজবিশিষ্ট এই ঈদগাহে রয়েছে দুটি মিনার, প্রতিটির উচ্চতা ৬০ ফুট। মাঝের ফটক দুটি ৪৭ ফুট করে চওড়া। এতে খিলান আছে ৩২টি। জাতীয় সংসদের হুইপ ও দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য ইকবালুর রহিমের পরিকল্পনায় ঈদগাহটি নির্মাণ করা হয়েছে। ঈদগাহ মিনারের মূল অংশ নির্মাণে খরচ হয়েছে ৩ কোটি ৮০ লাখ টাকা। ৫২টি গম্বুজ ২০ ফুট উচ্চতায় স্থাপন করা হয়েছে। ফটক দুটির উচ্চতা ৩০ ফুট।
গোর-এ-শহীদ ময়দানের পশ্চিম দিকের প্রায় অর্ধেক জায়গাজুড়ে প্রতিষ্ঠিত হয়েছে মিনারটি। দৃষ্টিনন্দনভাবে উপস্থাপন করতে প্রতিটি গম্বুজে আছে আলোকসজ্জা। সন্ধ্যার পর থেকেই মিনার আলো ঝলমল করে ওঠে। এ ছাড়া ৫১৬ ফুট লম্বায় ৩২টি খিলান নির্মাণ করা হয়েছে।

নিহত ব্যক্তিদের মধ্যে সবচেয়ে হৃদয়বিদারক মৃত্যু ১৬ মাস বয়সী শিশু হোসাইনের। সে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মাঝেরচর গ্রামের সুমন মিয়ার ছেলে। পরিবারের সঙ্গে বাসে করে কুমিল্লার দেবিদ্বারে আত্মীয়ের বাড়িতে যাচ্ছিল শিশুটি। কিন্তু পথেই থেমে গেল তার ছোট্ট জীবনের গল্প।
২৪ মিনিট আগে
জীবনে কোনো ইবাদত না করেও কেউ যদি বিড়ি (সিগারেট) টেনে দাঁড়িপাল্লার দাওয়াত দেয় আর তা আল্লাহ কবুল করেন, তাহলে তার পেছনের সব গুনাহ মাফ—এমন মন্তব্য করেছেন ঝালকাঠি-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. ফয়জুল হক।
১ ঘণ্টা আগে
খাগড়াছড়ির রামগড় স্থলবন্দর প্রকল্পের জমি ভরাটের কাজে পাহাড় কাটার অভিযোগের বিষয়ে সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করেছে তদন্ত কমিটি। আজ শুক্রবার (৯ জানুয়ারি) নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব নুরুন্নাহার চৌধুরী রামগড় আন্তর্জাতিক যাত্রী টার্মিনাল (স্থলবন্দর) এলাকা সরেজমিন পরিদর্শন করেন।
১ ঘণ্টা আগে
হবিগঞ্জের লাখাই উপজেলার বুল্লা ইউনিয়নে দুই ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। শুক্রবার (৯ জানুয়ারি) সকাল ১০টার দিকে ইউনিয়নের ফরিদপুর গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষে নিহত ব্যক্তির নাম হিরাজ মিয়া (৫৫)।
১ ঘণ্টা আগে