দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে ডিসি অফিসের ম্যাজিস্ট্রেট সেজে সরকারি চাকরি দেওয়ার নামে মানুষের কাছ থেকে প্রায় ৯ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক নারীসহ দুজনকে আটক করেছে কোতোয়ালি থানা-পুলিশ। গতকাল বুধবার দিনাজপুর সদরের আউলিয়াপুর ইউনিয়নের ঘুঘুডাঙা থেকে তাঁদের আটক করা হয়।
আটক দুজন হলেন ইসরাত জাহান তিষা ও মো. শাহাদত হোসেন।
আজ বৃহস্পতিবার বিকেলে কোতোয়ালি থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ জিন্নাহ আল মামুন।
সংবাদ সম্মেলনে শেখ জিন্নাহ আল মামুন বলেন, আল আমিন নামে চাকরিপ্রত্যাশী এক যুবক বিভিন্ন ধাপে দেড় লাখ টাকা দিয়ে একপর্যায়ে প্রতারিত হওয়ার বিষয়টি বুঝতে পারেন। পরে এলাকাবাসীর সহায়তায় এই দুজনকে আটক করে ৯৯৯-এ ফোন দিলে ঘুঘুডাঙা থেকে তাঁদের আটক করে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেলে তাঁদের আদালতে সোপর্দ করা হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, সরকারি ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি বানিয়ে ডিসি অফিসের গাড়িচালকসহ বিভিন্ন পদে চাকরি দেওয়ার জন্য শাহাদত হোসেনের সহযোগিতায় চাকরিপ্রত্যাশীদের টার্গেট করে সাতজনের কাছ থেকে ৮ লাখ ৩৫ হাজার টাকা হাতিয়ে নেন তিনি। ডিসি অফিসের ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে বিভিন্ন ছদ্মনাম ব্যবহার করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগ রয়েছে ইসরাত জাহানের বিরুদ্ধে।
শেখ জিন্নাহ আল মামুন আরও বলেন, গত বছরের ১৬ জানুয়ারি ইসরাত জাহান দিনাজপুর জেলা প্রশাসকের স্বাক্ষর স্ক্যান করে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি বানিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের অভিযোগে কথিত স্বামীসহ আটক হয়েছিলেন। তাঁর বিরুদ্ধে প্রতারণার একাধিক মামলা রয়েছে।

দিনাজপুরে ডিসি অফিসের ম্যাজিস্ট্রেট সেজে সরকারি চাকরি দেওয়ার নামে মানুষের কাছ থেকে প্রায় ৯ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক নারীসহ দুজনকে আটক করেছে কোতোয়ালি থানা-পুলিশ। গতকাল বুধবার দিনাজপুর সদরের আউলিয়াপুর ইউনিয়নের ঘুঘুডাঙা থেকে তাঁদের আটক করা হয়।
আটক দুজন হলেন ইসরাত জাহান তিষা ও মো. শাহাদত হোসেন।
আজ বৃহস্পতিবার বিকেলে কোতোয়ালি থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ জিন্নাহ আল মামুন।
সংবাদ সম্মেলনে শেখ জিন্নাহ আল মামুন বলেন, আল আমিন নামে চাকরিপ্রত্যাশী এক যুবক বিভিন্ন ধাপে দেড় লাখ টাকা দিয়ে একপর্যায়ে প্রতারিত হওয়ার বিষয়টি বুঝতে পারেন। পরে এলাকাবাসীর সহায়তায় এই দুজনকে আটক করে ৯৯৯-এ ফোন দিলে ঘুঘুডাঙা থেকে তাঁদের আটক করে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেলে তাঁদের আদালতে সোপর্দ করা হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, সরকারি ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি বানিয়ে ডিসি অফিসের গাড়িচালকসহ বিভিন্ন পদে চাকরি দেওয়ার জন্য শাহাদত হোসেনের সহযোগিতায় চাকরিপ্রত্যাশীদের টার্গেট করে সাতজনের কাছ থেকে ৮ লাখ ৩৫ হাজার টাকা হাতিয়ে নেন তিনি। ডিসি অফিসের ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে বিভিন্ন ছদ্মনাম ব্যবহার করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগ রয়েছে ইসরাত জাহানের বিরুদ্ধে।
শেখ জিন্নাহ আল মামুন আরও বলেন, গত বছরের ১৬ জানুয়ারি ইসরাত জাহান দিনাজপুর জেলা প্রশাসকের স্বাক্ষর স্ক্যান করে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি বানিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের অভিযোগে কথিত স্বামীসহ আটক হয়েছিলেন। তাঁর বিরুদ্ধে প্রতারণার একাধিক মামলা রয়েছে।

রাজধানীর উত্তরায় নিরাপত্তাকর্মী মাহবুব আলমের (৫৭) কাছ থেকে ছিনতাই হওয়া শটগানটি শেরেবাংলা নগর থেকে উদ্ধার করেছে র্যাব। গতকাল শনিবার (১৭ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ২টার দিকে শেরেবাংলা নগরের শ্যামলী কল্যাণ সমিতি এলাকার একটি বাসা থেকে উদ্ধার করা হয়। এ সময় চারটি গুলিও উদ্ধার করা হয়।
১ মিনিট আগে
নরসিংদীর রায়পুরায় এক তরুণীকে ধর্ষণচেষ্টার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।গতকাল শনিবার ভুক্তভোগী তরুণী পাঁচজনকে অভিযুক্ত করে পর্নোগ্রাফি আইনে রায়পুরা থানায় মামলা করেন।
১৮ মিনিট আগে
মাদারীপুর সদরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। আজ রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় ঘটকচরে ঢাকা-বরিশাল মহাসড়কে এ র্ঘটনা ঘটে।
২২ মিনিট আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রশনী পলি ফাইবার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ফ্যাক্টরিতে থারমাল অয়েল হিটার মেশিন বিস্ফোরণে মো. আসাদুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তি নিহতসহ তিনজন আহত হয়েছেন।
৩৬ মিনিট আগে