দিনাজপুর প্রতিনিধি

ট্রেন পরিচালকের (গার্ড) দায়িত্ব অবহেলায় বিলম্বে গন্তব্যের উদ্দেশে ছেড়ে গেছে পঞ্চগড়গামী ‘কাঞ্চন এক্সপ্রেস’। আজ সোমবার সকালে পার্বতীপুর রেলওয়ে স্টেশন থেকে নির্ধারিত সময়ের ১ ঘণ্টা ২০ মিনিট পর ছেড়ে যায় ট্রেনটি।
পার্বতীপুর রেলওয়ে স্টেশনমাস্টারের অফিস সূত্রে জানা গেছে, ‘কাঞ্চন এক্সপ্রেস’ পার্বতীপুর থেকে ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় ছিল সকাল ৮টা। এর আগেই সিগন্যাল থেকে শুরু করে ছেড়ে যাওয়ার সব প্রস্তুতি সম্পন্ন করা হয়। কিন্তু সব প্রস্তুতি থাকলেও ট্রেনের পরিচালক যথাসময়ে উপস্থিত না হওয়ায় ট্রেনটি গন্তব্যে রওনা হতে পারছিল না। পরে ট্রেন পরিচালককে কোথাও খুঁজে না পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষ তার সঙ্গে ফোনে যোগাযোগ করলে তিনি অসুস্থ বলে জানান। কিন্তু অসুস্থ হলে বা কোনো সমস্যা থাকলে তা অফিসকে অবহিত করার নিয়ম থাকলেও তিনি তা পালন করেননি। ফলে নির্ধারিত সময়ের ১ ঘণ্টা ২০ মিনিট বিলম্বে অন্য একজন পরিচালককে দিয়ে ট্রেনটি গন্তব্যে রওনা দেয়। এতে বিপাকে পড়েন স্টেশনে অপেক্ষমাণ ওই ট্রেনের শত শত যাত্রী।
বিজয় কুমার নামে এক যাত্রী বলেন, ‘আমি প্রতিদিন এ ট্রেনেই দিনাজপুরে যাই। ৯টায় অফিসে উপস্থিত হই। কিন্তু আজ গার্ডের কারণে এখানেই ৯টা পার হয়ে গেল। এ জন্য অফিসে আমাকে জবাবদিহি করতে হবে।’
নয়ন নামে আরেক যাত্রী জানান, তাঁর বাড়ি পার্বতীপুরের বাসুপাড়া এলাকায়। বিশেষ কাজে আজ দিনাজপুর যাওয়ার জন্য এসে দেখেন ট্রেন লেট। এখন বাধ্য হয়ে বাসেই যেতে হচ্ছে তাঁকে।
ট্রেন বিলম্বে ছেড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে পার্বতীপুর স্টেশনের মাস্টার শওকত আলী বলেন, রোস্টার অনুযায়ী ইকবাল বাহারের ওই ট্রেনের পরিচালক হিসেবে ডিউটি ছিল। তবে ট্রেন ছাড়ার সময় পার হলেও ট্রেন না ছাড়ায় জানতে পারি ট্রেন পরিচালক নেই। খোঁজ করা হলে তিনি অসুস্থ বলে জানান। তবে অসুস্থ হলেও যথারীতি অফিসকে অবহিত করার নিয়ম থাকলেও তিনি তা করেননি। পরে অন্য একজন পরিচালককে দিয়ে ১ ঘণ্টা ২০ মিনিট বিলম্বে ৯টা ২০ মিনিটে ট্রেনটি পঞ্চগড়ের উদ্দেশে পাঠানো হয়। এ বিষয়ে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
এ ঘটনায় লালমনিরহাটের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘বিষয়টি প্রমাণিত হওয়ায় তদন্ত কমিটি ছাড়াই এরই মধ্যে তাঁকে কাজ থেকে অবমুক্ত করা হয়েছে। আগামীকাল আমার দপ্তরে তাঁকে উপস্থিত হতে বলা হয়েছে। সেই সঙ্গে তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের কাজ শুরু হয়ে গেছে।’
এ বিষয়ে ট্রেনের পরিচালক অভিযুক্ত ইকবাল বাহারের মোবাইলে একাধিকবার যোগাযোগ করা হলেও তা বন্ধ পাওয়া যায়।

ট্রেন পরিচালকের (গার্ড) দায়িত্ব অবহেলায় বিলম্বে গন্তব্যের উদ্দেশে ছেড়ে গেছে পঞ্চগড়গামী ‘কাঞ্চন এক্সপ্রেস’। আজ সোমবার সকালে পার্বতীপুর রেলওয়ে স্টেশন থেকে নির্ধারিত সময়ের ১ ঘণ্টা ২০ মিনিট পর ছেড়ে যায় ট্রেনটি।
পার্বতীপুর রেলওয়ে স্টেশনমাস্টারের অফিস সূত্রে জানা গেছে, ‘কাঞ্চন এক্সপ্রেস’ পার্বতীপুর থেকে ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় ছিল সকাল ৮টা। এর আগেই সিগন্যাল থেকে শুরু করে ছেড়ে যাওয়ার সব প্রস্তুতি সম্পন্ন করা হয়। কিন্তু সব প্রস্তুতি থাকলেও ট্রেনের পরিচালক যথাসময়ে উপস্থিত না হওয়ায় ট্রেনটি গন্তব্যে রওনা হতে পারছিল না। পরে ট্রেন পরিচালককে কোথাও খুঁজে না পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষ তার সঙ্গে ফোনে যোগাযোগ করলে তিনি অসুস্থ বলে জানান। কিন্তু অসুস্থ হলে বা কোনো সমস্যা থাকলে তা অফিসকে অবহিত করার নিয়ম থাকলেও তিনি তা পালন করেননি। ফলে নির্ধারিত সময়ের ১ ঘণ্টা ২০ মিনিট বিলম্বে অন্য একজন পরিচালককে দিয়ে ট্রেনটি গন্তব্যে রওনা দেয়। এতে বিপাকে পড়েন স্টেশনে অপেক্ষমাণ ওই ট্রেনের শত শত যাত্রী।
বিজয় কুমার নামে এক যাত্রী বলেন, ‘আমি প্রতিদিন এ ট্রেনেই দিনাজপুরে যাই। ৯টায় অফিসে উপস্থিত হই। কিন্তু আজ গার্ডের কারণে এখানেই ৯টা পার হয়ে গেল। এ জন্য অফিসে আমাকে জবাবদিহি করতে হবে।’
নয়ন নামে আরেক যাত্রী জানান, তাঁর বাড়ি পার্বতীপুরের বাসুপাড়া এলাকায়। বিশেষ কাজে আজ দিনাজপুর যাওয়ার জন্য এসে দেখেন ট্রেন লেট। এখন বাধ্য হয়ে বাসেই যেতে হচ্ছে তাঁকে।
ট্রেন বিলম্বে ছেড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে পার্বতীপুর স্টেশনের মাস্টার শওকত আলী বলেন, রোস্টার অনুযায়ী ইকবাল বাহারের ওই ট্রেনের পরিচালক হিসেবে ডিউটি ছিল। তবে ট্রেন ছাড়ার সময় পার হলেও ট্রেন না ছাড়ায় জানতে পারি ট্রেন পরিচালক নেই। খোঁজ করা হলে তিনি অসুস্থ বলে জানান। তবে অসুস্থ হলেও যথারীতি অফিসকে অবহিত করার নিয়ম থাকলেও তিনি তা করেননি। পরে অন্য একজন পরিচালককে দিয়ে ১ ঘণ্টা ২০ মিনিট বিলম্বে ৯টা ২০ মিনিটে ট্রেনটি পঞ্চগড়ের উদ্দেশে পাঠানো হয়। এ বিষয়ে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
এ ঘটনায় লালমনিরহাটের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘বিষয়টি প্রমাণিত হওয়ায় তদন্ত কমিটি ছাড়াই এরই মধ্যে তাঁকে কাজ থেকে অবমুক্ত করা হয়েছে। আগামীকাল আমার দপ্তরে তাঁকে উপস্থিত হতে বলা হয়েছে। সেই সঙ্গে তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের কাজ শুরু হয়ে গেছে।’
এ বিষয়ে ট্রেনের পরিচালক অভিযুক্ত ইকবাল বাহারের মোবাইলে একাধিকবার যোগাযোগ করা হলেও তা বন্ধ পাওয়া যায়।

চট্টগ্রামের কক্সবাজারে রহিদ বড়ুয়া (১৯) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১৯ জানুয়ারি) সকালে শহরের বিজিবি ক্যাম্পের পশ্চিমপাড়ায় বাড়ির কাছে একটি গাছ থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
১৯ মিনিট আগে
অনেকটা পাগলের মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী, এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন মশিউর রহমান ওরফে সম্রাট (৪০)। এসব খুনের ঘটনায় পুলিশের হাতে গ্রেপ্তারের পর আজ সোমবার (১৯ জানুয়ারি) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তিনি স্বীকারোক্তিমূলক...
২০ মিনিট আগে
সাভারের আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে মেডলার গ্রুপ নামের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করেন। এ সময় শ্রমিকদের ইটপাটকেলের আঘাতে আশুলিয়া শিল্প পুলিশের পাঁচ সদস্য আহত হন। সোমবার (১৯ জানুয়ারি) সকালে আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহত পুলিশ সদস্যদের নাম-পরিচয় জানা যা
১ ঘণ্টা আগে
আওয়ামী লীগ সরকারের শাসনামলে জয়েন্ট ইন্টারোগেশন সেলে (জেআইসি) গুম করে রাখার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন হুম্মাম কাদের চৌধুরী। গুমের অভিজ্ঞতার বর্ণনা দিতে গিয়ে একপর্যায়ে তিনি বলেন, ‘দিন গুনতাম খাবার দেখে। খাবারের জন্য রুটি আসলে বুঝতে পারতাম নতুন দিন শুরু
১ ঘণ্টা আগে