দিনাজপুর প্রতিনিধি

চতুর্থ ও শেষ ধাপে দিনাজপুরের পার্বতীপুর, ফুলবাড়ী ও নবাবগঞ্জ উপজেলা নির্বাচনে ৫ জুন ভোট গ্রহণ হবে। উপজেলা নির্বাচনে বিএনপিসহ সমমনা দল বর্জন করলেও একাধিক প্রার্থী থাকায় প্রচার জমে উঠেছে।
ক্ষমতাসীন দলের মন্ত্রী-এমপি পরিবারের নিকটাত্মীয়দের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর নির্দেশ থাকলেও ফুলবাড়ী উপজেলায় (ঘোড়া) প্রতীকে প্রার্থী হয়েছেন ৮ বারের এমপি মোস্তাফিজুর রহমান ফিজারের ছোট ভাই ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল।
তাঁর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান মিল্টন (মোটরসাইকেল) ও রফিকুল ইসলাম মন্টু (আনারস)।
ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান মঞ্জুরায় চৌধুরী (চশমা), মকলেছার রহমান (উড়োজাহাজ), মামুনুর রশিদ (তালা) ও সোলায়মান মণ্ডল (টিউবওয়েল)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান নীরু সামসুন্নাহার (কলস), শিউলি রানী রায় (ফুটবল) ও হাজরা বিবি (হাঁস) প্রতিদ্বন্দ্বিতা করছেন।
উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বর্তমান চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন ও মুশফিকুর রহমান বাবুলের মধ্যে। দুজনই দিনরাত পাড়া-মহল্লা চষে বেড়াচ্ছেন। করছেন জনসংযোগ, উঠান বৈঠক ও পথসভা। আশ্বাস দিচ্ছেন বিভিন্ন উন্নয়নের। করছেন পাল্টাপাল্টি অভিযোগও।
এ বিষয়ে জানতে চাইলে মুশফিকুর রহমান বাবুল আজকের পত্রিকাকে জানান, তিনি এমপির ভাই হিসেবে নয়, টানা ৪১ বছর ধরে রাজনীতি করেন। রাজনৈতিক জীবনের ক্যারিয়ারের অংশ হিসেবে তিনি নির্বাচন করছেন।
গত বছর দল তাঁকে মনোনয়ন দিলেও তিনি মিল্টনকে (প্রতিদ্বন্দ্বী প্রার্থী) ছাড় দিয়েছিলেন। কিন্তু এ বছর দলের সবাই তাঁকে সমর্থন দিয়েছেন। তিনি নির্বাচন করায় কেউ তাঁকে নিষেধ করেননি বা তিনি সরে দাঁড়ানোর জন্য কোনো চিঠিও পাননি।
অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘কাউকে হুমকি-ধমকি দেওয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমার ভাই টানা আটবারের নির্বাচিত এমপি। ফুলবাড়ীতে চমৎকার রাজনৈতিক সহাবস্থান আছে।’ এ সময় কোনো ধরনের সংঘর্ষ কিংবা অপ্রীতিকর ঘটনার সম্ভাবনা সম্পূর্ণ নাকচ করে দেন এই নেতা।
অপর প্রার্থী আতাউর রহমান মিল্টন বলেন, ‘দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবারের উপজেলা নির্বাচনকে উন্মুক্ত ঘোষণা করেছেন। এ কারণে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি।’
তিনি বলেন, ‘প্রতিটি এলাকায় ব্যাপক সাড়া পাচ্ছি, জনগণ আমার সঙ্গে আছে। তাই বিজয়ের বিষয়ে আমি শতভাগ আশাবাদী। আমার নিশ্চিত বিজয় জেনেই প্রতিপক্ষ আমার বিরুদ্ধে বিষোদ্গার করছে।’
আতাউর রহমান মিল্টন আরও বলেন, ‘স্থানীয় এমপির ছোট ভাই মুশফিকুর রহমান বাবুল ঈর্ষান্বিত হয়ে আমার নেতা-কর্মীদের বিভিন্নভাবে ভয়ভীতিসহ হুমকি প্রদর্শন করছেন। জনগণ আমার সঙ্গে আছে, তাই আগামী ৫ তারিখে আমিই বিজয়ী হব ইনশা আল্লাহ।’
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ফুলবাড়ী উপজেলায় ১ লাখ ৫২ হাজার ৪৭৬ জন ভোটার। তাঁদের মধ্যে মহিলা ভোটার ৭৬ হাজার ২০৪ জন ও পুরুষ ভোটার ৭৬ হাজার ২৭১ জন এবং তৃতীয় লিঙ্গের ১ জন।

চতুর্থ ও শেষ ধাপে দিনাজপুরের পার্বতীপুর, ফুলবাড়ী ও নবাবগঞ্জ উপজেলা নির্বাচনে ৫ জুন ভোট গ্রহণ হবে। উপজেলা নির্বাচনে বিএনপিসহ সমমনা দল বর্জন করলেও একাধিক প্রার্থী থাকায় প্রচার জমে উঠেছে।
ক্ষমতাসীন দলের মন্ত্রী-এমপি পরিবারের নিকটাত্মীয়দের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর নির্দেশ থাকলেও ফুলবাড়ী উপজেলায় (ঘোড়া) প্রতীকে প্রার্থী হয়েছেন ৮ বারের এমপি মোস্তাফিজুর রহমান ফিজারের ছোট ভাই ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল।
তাঁর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান মিল্টন (মোটরসাইকেল) ও রফিকুল ইসলাম মন্টু (আনারস)।
ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান মঞ্জুরায় চৌধুরী (চশমা), মকলেছার রহমান (উড়োজাহাজ), মামুনুর রশিদ (তালা) ও সোলায়মান মণ্ডল (টিউবওয়েল)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান নীরু সামসুন্নাহার (কলস), শিউলি রানী রায় (ফুটবল) ও হাজরা বিবি (হাঁস) প্রতিদ্বন্দ্বিতা করছেন।
উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বর্তমান চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন ও মুশফিকুর রহমান বাবুলের মধ্যে। দুজনই দিনরাত পাড়া-মহল্লা চষে বেড়াচ্ছেন। করছেন জনসংযোগ, উঠান বৈঠক ও পথসভা। আশ্বাস দিচ্ছেন বিভিন্ন উন্নয়নের। করছেন পাল্টাপাল্টি অভিযোগও।
এ বিষয়ে জানতে চাইলে মুশফিকুর রহমান বাবুল আজকের পত্রিকাকে জানান, তিনি এমপির ভাই হিসেবে নয়, টানা ৪১ বছর ধরে রাজনীতি করেন। রাজনৈতিক জীবনের ক্যারিয়ারের অংশ হিসেবে তিনি নির্বাচন করছেন।
গত বছর দল তাঁকে মনোনয়ন দিলেও তিনি মিল্টনকে (প্রতিদ্বন্দ্বী প্রার্থী) ছাড় দিয়েছিলেন। কিন্তু এ বছর দলের সবাই তাঁকে সমর্থন দিয়েছেন। তিনি নির্বাচন করায় কেউ তাঁকে নিষেধ করেননি বা তিনি সরে দাঁড়ানোর জন্য কোনো চিঠিও পাননি।
অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘কাউকে হুমকি-ধমকি দেওয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমার ভাই টানা আটবারের নির্বাচিত এমপি। ফুলবাড়ীতে চমৎকার রাজনৈতিক সহাবস্থান আছে।’ এ সময় কোনো ধরনের সংঘর্ষ কিংবা অপ্রীতিকর ঘটনার সম্ভাবনা সম্পূর্ণ নাকচ করে দেন এই নেতা।
অপর প্রার্থী আতাউর রহমান মিল্টন বলেন, ‘দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবারের উপজেলা নির্বাচনকে উন্মুক্ত ঘোষণা করেছেন। এ কারণে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি।’
তিনি বলেন, ‘প্রতিটি এলাকায় ব্যাপক সাড়া পাচ্ছি, জনগণ আমার সঙ্গে আছে। তাই বিজয়ের বিষয়ে আমি শতভাগ আশাবাদী। আমার নিশ্চিত বিজয় জেনেই প্রতিপক্ষ আমার বিরুদ্ধে বিষোদ্গার করছে।’
আতাউর রহমান মিল্টন আরও বলেন, ‘স্থানীয় এমপির ছোট ভাই মুশফিকুর রহমান বাবুল ঈর্ষান্বিত হয়ে আমার নেতা-কর্মীদের বিভিন্নভাবে ভয়ভীতিসহ হুমকি প্রদর্শন করছেন। জনগণ আমার সঙ্গে আছে, তাই আগামী ৫ তারিখে আমিই বিজয়ী হব ইনশা আল্লাহ।’
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ফুলবাড়ী উপজেলায় ১ লাখ ৫২ হাজার ৪৭৬ জন ভোটার। তাঁদের মধ্যে মহিলা ভোটার ৭৬ হাজার ২০৪ জন ও পুরুষ ভোটার ৭৬ হাজার ২৭১ জন এবং তৃতীয় লিঙ্গের ১ জন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৩ ঘণ্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বান্দরবানে জামায়াতের জয় ঠেকাতে বিএনপিকে সমর্থন দিতে পারে। বিএনপি এবার পাশে পাচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকেও (জেএসএস)।
৩ ঘণ্টা আগে
৭০ বছর বয়সী জাবেরুন নেছা। রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে সারা জীবনের অর্জিত অর্থ দিয়ে নিজের নামে এক কাঠা ও ছেলের নামে দুই কাঠা জমি কিনেছিলেন। ১৭ বছর আগে কেনা সেই জমি এখন হাতছাড়া হওয়ার পথে।
৪ ঘণ্টা আগে
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ গেটসংলগ্ন রেললাইন এখন কার্যত রেলওয়ের নিয়ন্ত্রণে নেই। সরকারি বিধি, রেলওয়ে আইন ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে উপেক্ষা করে রেললাইনের গা ঘেঁষে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী অসংখ্য দোকান। এমনকি পরিত্যক্ত রেললাইনের ওপর দোকানঘর নির্মাণ করে নিয়মিত ভাড়া আদায় করা হচ্ছে।
৪ ঘণ্টা আগে