দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের পার্বতীপুরে মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. ফয়জার রহমান দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন। এই হামলার প্রতিবাদে আজ মঙ্গলবার সকাল থেকে পার্বতীপুরের চারটি রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছেন মোটর পরিবহন মালিক সমিতির কর্মীরা। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ যাত্রীরা। তাদের অটোরিকশায় করে গন্তব্যে যেতে হচ্ছে।
গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে শহরের গুলপাড়া এলাকায় মো. ফয়জার রহমানের ওপর হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল রাত ১১টার দিকে ফয়জার রহমান গুলপাড়া রাস্তার মোড়ে অবস্থান করছিলেন। এ সময় পেছন থেকে মাথায় হেলমেট পরা পাঁচ-সাতজন দুর্বৃত্ত এসে ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। আহত অবস্থায় পথচারীরা তাঁকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহমান মেডিকেল কলেজে ভর্তি করে।
আজ সকাল থেকে টার্মিনাল থেকে চারটি রুটে কোনো বাস ছেড়ে যায়নি। তাই বাধ্য হয়ে যাত্রীদের অটোরিকশায় করে গন্তব্যে যেতে হচ্ছে।
বাস টার্মিনালে কথা হয় মরিয়ম নেছা নামের এক যাত্রীর সঙ্গে। তিনি বলেন, তিনি রংপুরে যাওয়ার জন্য এসে জানতে পারেন বাস চলাচল বন্ধ। বাধ্য হয়ে তাঁকে অটোরিকশায় বেশি টাকা ভাড়া দিয়ে যেতে হচ্ছে।
জোহরাতুন নেছা নামে আরেক ছাত্রী বলেন, আজ দুপুর ১টার দিকে দিনাজপুর সরকারি কলেজে তাঁর স্নাতক প্রথম বর্ষের পরীক্ষা। কিন্তু বাস না পাওয়ায় বাধ্য হয়ে অটোরিকশায় করে পরীক্ষা দিতে যাচ্ছেন।
এ নিয়ে জানতে চাইলে পার্বতীপুর মোটর মালিক সমিতির সভাপতি এ জেড এম মিনহাজুল ইসলাম বলেন, মো. ফয়জার রহমানের ওপর হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মালিক ও শ্রমিকেরা বাস চলাচল বন্ধ রেখেছেন। জড়িতরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে। এ নিয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
পার্বতীপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম নুরুল ইসলাম বলেন, ‘মোটর মালিক সমিতির সম্পাদক ফয়জার রহমানের ওপর দুর্বৃত্তদের হামলার কথা শুনেছি। তবে এ নিয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

দিনাজপুরের পার্বতীপুরে মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. ফয়জার রহমান দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন। এই হামলার প্রতিবাদে আজ মঙ্গলবার সকাল থেকে পার্বতীপুরের চারটি রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছেন মোটর পরিবহন মালিক সমিতির কর্মীরা। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ যাত্রীরা। তাদের অটোরিকশায় করে গন্তব্যে যেতে হচ্ছে।
গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে শহরের গুলপাড়া এলাকায় মো. ফয়জার রহমানের ওপর হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল রাত ১১টার দিকে ফয়জার রহমান গুলপাড়া রাস্তার মোড়ে অবস্থান করছিলেন। এ সময় পেছন থেকে মাথায় হেলমেট পরা পাঁচ-সাতজন দুর্বৃত্ত এসে ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। আহত অবস্থায় পথচারীরা তাঁকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহমান মেডিকেল কলেজে ভর্তি করে।
আজ সকাল থেকে টার্মিনাল থেকে চারটি রুটে কোনো বাস ছেড়ে যায়নি। তাই বাধ্য হয়ে যাত্রীদের অটোরিকশায় করে গন্তব্যে যেতে হচ্ছে।
বাস টার্মিনালে কথা হয় মরিয়ম নেছা নামের এক যাত্রীর সঙ্গে। তিনি বলেন, তিনি রংপুরে যাওয়ার জন্য এসে জানতে পারেন বাস চলাচল বন্ধ। বাধ্য হয়ে তাঁকে অটোরিকশায় বেশি টাকা ভাড়া দিয়ে যেতে হচ্ছে।
জোহরাতুন নেছা নামে আরেক ছাত্রী বলেন, আজ দুপুর ১টার দিকে দিনাজপুর সরকারি কলেজে তাঁর স্নাতক প্রথম বর্ষের পরীক্ষা। কিন্তু বাস না পাওয়ায় বাধ্য হয়ে অটোরিকশায় করে পরীক্ষা দিতে যাচ্ছেন।
এ নিয়ে জানতে চাইলে পার্বতীপুর মোটর মালিক সমিতির সভাপতি এ জেড এম মিনহাজুল ইসলাম বলেন, মো. ফয়জার রহমানের ওপর হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মালিক ও শ্রমিকেরা বাস চলাচল বন্ধ রেখেছেন। জড়িতরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে। এ নিয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
পার্বতীপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম নুরুল ইসলাম বলেন, ‘মোটর মালিক সমিতির সম্পাদক ফয়জার রহমানের ওপর দুর্বৃত্তদের হামলার কথা শুনেছি। তবে এ নিয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

গ্রামীণ পর্যায়ে স্বাস্থ্য সুবিধা নিশ্চিত করতে কাজ করবে বিএনপি। মানুষ যাতে ঘরে বসে মৌলিক চিকিৎসাসেবা নিতে পারে, সে জন্য তৃণমূলে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে।
১০ মিনিট আগে
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, আগামী দিনে কোনো ফ্যাসিবাদ যেন না সৃষ্টি হয়, সে জন্যই গণভোট। আগামী দিনে যেন কোনো ফ্যাসিস্ট সৃষ্টি না হয়, সেটার জন্যই জুলাই সনদ। আজ সোমবার দুপুরে পিরোজপুর সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে গণভোট প্রচার ও উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে এক সুধী সমাবেশে...
২১ মিনিট আগে
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে অভিযানে গিয়ে দুর্বৃত্তদের হামলায় র্যাব-৭-এর এক কর্মকর্তা নিহত হয়েছেন। এ ছাড়া অভিযানে যাওয়া র্যাবের তিন সদস্যকে দুর্বৃত্তরা জিম্মি করে রেখেছে। ঘটনার পর সন্ধ্যায় র্যাবের অতিরিক্ত ফোর্স ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অভিযান শুরু করেছে।
২৬ মিনিট আগে
পিরোজপুরে একটি হত্যা মামলায় ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন পিরোজপুরের জেলা ও দায়রা জজ আদালত। আজ সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে পিরোজপুরের বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুজিবুর রহমান এ রায় দেন।
৩৩ মিনিট আগে