ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

প্রকৃতিতে বইতে শুরু করেছে শীতের আমেজ। উত্তরের জেলা দিনাজপুরের ফুলবাড়ীতে এখনই বেশ শীত অনুভূত হচ্ছে। শীতের শুরুতেই রাস্তার মোড়ে মোড়ে জমে উঠেছে পিঠার দোকানগুলো। এসব পিঠার দোকানে ভিড় করছেন পিঠাপ্রেমী নানা বয়সী মানুষ। দোকানিরাও পার করছেন ব্যস্ত সময়।
সরেজমিনে দেখা যায়, দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরের কাঁটাবাড়ি, বাংলা স্কুলের মোড়, রেল স্টেশন, নিমতলা মোড়ে রিকশাভ্যানে ভ্রাম্যমাণ পিঠার দোকানগুলোতে সন্ধ্যার পর থেকেই ভিড় করছেন তরুণ-তরুণীসহ সব বয়সী মানুষ। অনেকেই আবার এসব পিঠা বাড়িতে নিয়ে যাচ্ছেন। পিঠার দোকানে কয়েকজনের সঙ্গে কথা হয়। তারা জানান, বাড়িতে এত সব পিঠা তৈরি করার ঝামেলা এড়াতেই দোকানের পিঠা খাচ্ছেন এবং বাড়িতেও নিয়ে যাচ্ছেন। গ্রামীণ ঐতিহ্যের অনেক কিছুই এখন বিলুপ্তির পথে কিন্তু বিশেষ বিশেষ ক্ষেত্র আছে যা বাঙালিরা কখনো বিলুপ্তি হতে দেয়নি। তারই একটি অংশ হলো শীতের এই পিঠা।
কাঁটাবাড়ি গ্রামের বাজার সড়কের পিঠার দোকানি মেহেদুল ইসলাম বলেন, সকালে এবং সন্ধ্যায় শীতের আভাস দেখা দিয়েছে। তাইতো মানুষ সিরিয়াল নিয়ে পিঠার দোকানে ভিড় জমাচ্ছে। তারা নানা ধরণের মুখরোচক পিঠা খাচ্ছেন এবং সময়টাকে উপভোগ করছেন। শীত যত বাড়বে পিঠা তৈরির ব্যস্ততা এবং চাহিদাও বাড়বে। বিশেষ করে বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গেই সিদ্ধ ডিম, চিতই পিঠা, নারিকেল আর গুড়ের সঙ্গে ভাপা পিঠা, ডিম পিঠার অতুলনীয় স্বাদ গ্রহণ করছেন তারা। তারা এসব পিঠা খাচ্ছেন ঝাল চাটনি, ধনে পাতার চাটনি, সরিষার চাটনি কিংবা খেজুরের গুড় দিয়ে।

প্রকৃতিতে বইতে শুরু করেছে শীতের আমেজ। উত্তরের জেলা দিনাজপুরের ফুলবাড়ীতে এখনই বেশ শীত অনুভূত হচ্ছে। শীতের শুরুতেই রাস্তার মোড়ে মোড়ে জমে উঠেছে পিঠার দোকানগুলো। এসব পিঠার দোকানে ভিড় করছেন পিঠাপ্রেমী নানা বয়সী মানুষ। দোকানিরাও পার করছেন ব্যস্ত সময়।
সরেজমিনে দেখা যায়, দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরের কাঁটাবাড়ি, বাংলা স্কুলের মোড়, রেল স্টেশন, নিমতলা মোড়ে রিকশাভ্যানে ভ্রাম্যমাণ পিঠার দোকানগুলোতে সন্ধ্যার পর থেকেই ভিড় করছেন তরুণ-তরুণীসহ সব বয়সী মানুষ। অনেকেই আবার এসব পিঠা বাড়িতে নিয়ে যাচ্ছেন। পিঠার দোকানে কয়েকজনের সঙ্গে কথা হয়। তারা জানান, বাড়িতে এত সব পিঠা তৈরি করার ঝামেলা এড়াতেই দোকানের পিঠা খাচ্ছেন এবং বাড়িতেও নিয়ে যাচ্ছেন। গ্রামীণ ঐতিহ্যের অনেক কিছুই এখন বিলুপ্তির পথে কিন্তু বিশেষ বিশেষ ক্ষেত্র আছে যা বাঙালিরা কখনো বিলুপ্তি হতে দেয়নি। তারই একটি অংশ হলো শীতের এই পিঠা।
কাঁটাবাড়ি গ্রামের বাজার সড়কের পিঠার দোকানি মেহেদুল ইসলাম বলেন, সকালে এবং সন্ধ্যায় শীতের আভাস দেখা দিয়েছে। তাইতো মানুষ সিরিয়াল নিয়ে পিঠার দোকানে ভিড় জমাচ্ছে। তারা নানা ধরণের মুখরোচক পিঠা খাচ্ছেন এবং সময়টাকে উপভোগ করছেন। শীত যত বাড়বে পিঠা তৈরির ব্যস্ততা এবং চাহিদাও বাড়বে। বিশেষ করে বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গেই সিদ্ধ ডিম, চিতই পিঠা, নারিকেল আর গুড়ের সঙ্গে ভাপা পিঠা, ডিম পিঠার অতুলনীয় স্বাদ গ্রহণ করছেন তারা। তারা এসব পিঠা খাচ্ছেন ঝাল চাটনি, ধনে পাতার চাটনি, সরিষার চাটনি কিংবা খেজুরের গুড় দিয়ে।

গভীর রাতে হঠাৎ বিএনপি কার্যালয় থেকে আগুনের শিখা উঠতে দেখে এক ব্যক্তি চিৎকার শুরু করেন। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেলেও কার্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ পুড়ে যায়।
২১ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় তিন বাংলাদেশি যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাঁদের ভারতে যেতে সহায়তাকারী মানব পাচার চক্রের এক সদস্যকে আটক করা হয়। বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার বকচর সীমান্ত এলাকা থেকে তাঁদেরকে আটক করা হয়।
২৯ মিনিট আগে
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় চলতি শীতে ঠান্ডাজনিত রোগে গত তিন মাসে প্রায় দেড় হাজার ছাগল মারা গেছে বলে দাবি করেছেন স্থানীয় খামারি ও পশু চিকিৎসা কর্মীরা। খামারিদের হিসাব অনুযায়ী, এতে আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ১ কোটি টাকা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন চরাঞ্চলের প্রান্তিক খামারিরা।
৩৬ মিনিট আগে
বরগুনার আমতলী উপজেলার টিয়াখালী কলেজ ভবনের দুটি তলার কক্ষে খনিজ সম্পদ অনুসন্ধানসামগ্রী রাখা হয়েছে। বাইরে তৈরি করা হয়েছে খোলা শৌচাগার। ভবনে আবাস গড়েছেন শ্রমিকেরা। এ অবস্থায় প্রতিষ্ঠানটির পড়াশোনার পরিবেশ নষ্ট হচ্ছে। আট দিন ধরে পাঠদান বন্ধ রয়েছে। প্রতিষ্ঠানটিতে আসছেন না শিক্ষার্থীরা।
৪২ মিনিট আগে