দিনাজপুর প্রতিনিধি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে স্বপ্ন দেখেছিলেন, একটি সুখী সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ, সেই বাংলাদেশকে আমরা নির্মাণ করার চেষ্টা করছি। আমরা একটি যুদ্ধে ছিলাম। সেই গণতান্ত্রিক যুদ্ধ শেষ হয়েছে। কিন্তু এখন পর্যন্ত আমরা ঐক্যের যে যুদ্ধ, সকলে মিলে একসঙ্গে দেশটাকে গঠন করব, তাকে নির্মাণ করব, তাকে একটা পথরেখা দেখাব, আমার কাছে মনে হয় এখানে আমাদের ব্যর্থতা আছে।’
আজ শুক্রবার সকালে দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণজয়ন্তী উৎসব ও গুণীজন সংবর্ধনা উপলক্ষে কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য মির্জা ফখরুল ইসলাম এসব কথা বলেন।
বিএনপির মহাসচিব বলেন, ‘আজকে সুযোগ সৃষ্টি হয়েছে, আমাদের ছেলেরা জীবন দিয়েছে, আমাদের রাজনৈতিক কর্মীরা দীর্ঘদিন অমানবিক নির্যাতন সহ্য করেছে। সাত থেকে আট শ রাজনৈতিক নেতা-কর্মীকে গুম করা হয়েছে। ৬০ লাখের অধিক নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। হাজার হাজার নেতা-কর্মীকে বিনা বিচারে হত্যা করা হয়েছে। এই অবস্থা আমরা পার হয়েছি। একটা নতুন সম্ভাবনা দেখা দিয়েছে। কিন্তু কেন জানি না আমরা সেই সংকীর্ণতার ঊর্ধ্বে উঠতে পারছি না। আমি সংশ্লিষ্ট সকলের কাছে এই আবেদন জানাব যে আমরা এই সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে দাঁড়াই। সকলে মিলে আমরা একটা সুস্পষ্ট সুন্দর পথ নির্ধারণ করি। যে স্বপ্ন আমরা দেখেছিলাম, সেই স্বপ্নকে আমরা বাস্তবায়ন করি।’
মির্জা ফখরুল আরও বলেন, ‘টেলিভিশন চ্যানেলে একটা কর্মসূচি হচ্ছে জেনজি। সকল বিশ্ববিদ্যালয়ে তরুণ ছাত্রদের দেশ সম্পর্কে মতামত নিচ্ছে, নতুন বাংলাদেশ নির্মাণ সম্পর্কে মতামত নিচ্ছে। আমি দেখলাম, এত অমিত সম্ভাবনাময় ছেলেমেয়েরা। তারা অত্যন্ত দেশপ্রেম নিয়ে পরিবর্তনের কথা বলছে। অনেকে আমাকে অভিভূত করেছে। সত্যিকার অর্থে বাংলাদেশ নির্মাণ করার একটা পথও তারা দেখাতে পারে। এই জায়গাগুলো আমাদের ধরতে হবে। নেতিবাচক চিন্তা করলে হবে না। আমাদের পরস্পরকে সহনশীলতার মধ্য দিয়ে যেতে হবে, সম্মান করতে হবে। আমি যে রাজনৈতিক চিন্তাই করি না কেন, দেশপ্রেম যদি আমার থাকে, দেশের প্রতি ভালোবাসা যদি থাকে তাহলে নিশ্চয়ই আমার আজকে যে সুযোগ এসেছে, সে সুযোগের সদ্ব্যবহার আমরা করতে পারি।’
ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করেছে। দেশের সমস্ত সম্পদ লুণ্ঠন করে প্রতিবছর ১৬ বিলিয়ন ডলার পাচার করেছে। সেই হিসাবে গত ১৫ বছরে ২৪০ বিলিয়নের ওপরে ডলার বিদেশে পাচার করেছে। বিগত ১৫টি বছর দেশের মানুষ ভোট দিতে পারেনি।’
দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক জাহেদা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম আল আব্দুল্লাহ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঠাকুরগাঁও সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক আ ন ম গোলাম রব্বানী, দিনাজপুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল জব্বার, যশোর এম এম কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক তসলিম উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন দিনাজপুর সরকারি কলেজের সদ্যবিদায়ী শিক্ষক অধ্যাপক মো. ইদ্রিস মিয়া। আরও বক্তব্য দেন দিনাজপুর সরকারি কলেজের সাবেক শিক্ষক অধ্যাপক ড. আব্দুর রাজ্জাক, কলেজের শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন মো. মতিয়ার রহমান।
এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো. আইয়ুব আলী, জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ প্রমুখ।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে স্বপ্ন দেখেছিলেন, একটি সুখী সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ, সেই বাংলাদেশকে আমরা নির্মাণ করার চেষ্টা করছি। আমরা একটি যুদ্ধে ছিলাম। সেই গণতান্ত্রিক যুদ্ধ শেষ হয়েছে। কিন্তু এখন পর্যন্ত আমরা ঐক্যের যে যুদ্ধ, সকলে মিলে একসঙ্গে দেশটাকে গঠন করব, তাকে নির্মাণ করব, তাকে একটা পথরেখা দেখাব, আমার কাছে মনে হয় এখানে আমাদের ব্যর্থতা আছে।’
আজ শুক্রবার সকালে দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণজয়ন্তী উৎসব ও গুণীজন সংবর্ধনা উপলক্ষে কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য মির্জা ফখরুল ইসলাম এসব কথা বলেন।
বিএনপির মহাসচিব বলেন, ‘আজকে সুযোগ সৃষ্টি হয়েছে, আমাদের ছেলেরা জীবন দিয়েছে, আমাদের রাজনৈতিক কর্মীরা দীর্ঘদিন অমানবিক নির্যাতন সহ্য করেছে। সাত থেকে আট শ রাজনৈতিক নেতা-কর্মীকে গুম করা হয়েছে। ৬০ লাখের অধিক নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। হাজার হাজার নেতা-কর্মীকে বিনা বিচারে হত্যা করা হয়েছে। এই অবস্থা আমরা পার হয়েছি। একটা নতুন সম্ভাবনা দেখা দিয়েছে। কিন্তু কেন জানি না আমরা সেই সংকীর্ণতার ঊর্ধ্বে উঠতে পারছি না। আমি সংশ্লিষ্ট সকলের কাছে এই আবেদন জানাব যে আমরা এই সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে দাঁড়াই। সকলে মিলে আমরা একটা সুস্পষ্ট সুন্দর পথ নির্ধারণ করি। যে স্বপ্ন আমরা দেখেছিলাম, সেই স্বপ্নকে আমরা বাস্তবায়ন করি।’
মির্জা ফখরুল আরও বলেন, ‘টেলিভিশন চ্যানেলে একটা কর্মসূচি হচ্ছে জেনজি। সকল বিশ্ববিদ্যালয়ে তরুণ ছাত্রদের দেশ সম্পর্কে মতামত নিচ্ছে, নতুন বাংলাদেশ নির্মাণ সম্পর্কে মতামত নিচ্ছে। আমি দেখলাম, এত অমিত সম্ভাবনাময় ছেলেমেয়েরা। তারা অত্যন্ত দেশপ্রেম নিয়ে পরিবর্তনের কথা বলছে। অনেকে আমাকে অভিভূত করেছে। সত্যিকার অর্থে বাংলাদেশ নির্মাণ করার একটা পথও তারা দেখাতে পারে। এই জায়গাগুলো আমাদের ধরতে হবে। নেতিবাচক চিন্তা করলে হবে না। আমাদের পরস্পরকে সহনশীলতার মধ্য দিয়ে যেতে হবে, সম্মান করতে হবে। আমি যে রাজনৈতিক চিন্তাই করি না কেন, দেশপ্রেম যদি আমার থাকে, দেশের প্রতি ভালোবাসা যদি থাকে তাহলে নিশ্চয়ই আমার আজকে যে সুযোগ এসেছে, সে সুযোগের সদ্ব্যবহার আমরা করতে পারি।’
ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করেছে। দেশের সমস্ত সম্পদ লুণ্ঠন করে প্রতিবছর ১৬ বিলিয়ন ডলার পাচার করেছে। সেই হিসাবে গত ১৫ বছরে ২৪০ বিলিয়নের ওপরে ডলার বিদেশে পাচার করেছে। বিগত ১৫টি বছর দেশের মানুষ ভোট দিতে পারেনি।’
দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক জাহেদা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম আল আব্দুল্লাহ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঠাকুরগাঁও সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক আ ন ম গোলাম রব্বানী, দিনাজপুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল জব্বার, যশোর এম এম কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক তসলিম উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন দিনাজপুর সরকারি কলেজের সদ্যবিদায়ী শিক্ষক অধ্যাপক মো. ইদ্রিস মিয়া। আরও বক্তব্য দেন দিনাজপুর সরকারি কলেজের সাবেক শিক্ষক অধ্যাপক ড. আব্দুর রাজ্জাক, কলেজের শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন মো. মতিয়ার রহমান।
এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো. আইয়ুব আলী, জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ প্রমুখ।

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় তিন বাংলাদেশি যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাঁদের ভারতে যেতে সহায়তাকারী মানব পাচার চক্রের এক সদস্যকে আটক করা হয়। বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার বকচর সীমান্ত এলাকা থেকে তাঁদেরকে আটক করা হয়।
৭ মিনিট আগে
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় চলতি শীতে ঠান্ডাজনিত রোগে গত তিন মাসে প্রায় দেড় হাজার ছাগল মারা গেছে বলে দাবি করেছেন স্থানীয় খামারি ও পশু চিকিৎসা কর্মীরা। খামারিদের হিসাব অনুযায়ী, এতে আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ১ কোটি টাকা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন চরাঞ্চলের প্রান্তিক খামারিরা।
১৪ মিনিট আগে
বরগুনার আমতলী উপজেলার টিয়াখালী কলেজ ভবনের দুটি তলার কক্ষে খনিজ সম্পদ অনুসন্ধানসামগ্রী রাখা হয়েছে। বাইরে তৈরি করা হয়েছে খোলা শৌচাগার। ভবনে আবাস গড়েছেন শ্রমিকেরা। এ অবস্থায় প্রতিষ্ঠানটির পড়াশোনার পরিবেশ নষ্ট হচ্ছে। আট দিন ধরে পাঠদান বন্ধ রয়েছে। প্রতিষ্ঠানটিতে আসছেন না শিক্ষার্থীরা।
২০ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার ৬টি আসনের দুটি শরিকদের ছেড়ে দিয়েছে বিএনপি। ফলে ওই দুই আসনে সুযোগ নিতে চায় জামায়াত নেতৃত্বাধীন ১২ দলীয় সমমনা জোট ও স্বতন্ত্র প্রার্থীরা। ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর): এবার আসনটিতে বিএনপির প্রার্থী এম এ হান্নান, বাংলাদেশ জামায়াত ইসলামীর অধ্যাপক...
২৬ মিনিট আগে