দিনাজপুর প্রতিনিধি

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেছেন, ‘বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে দেশের সব মানুষের সমান অধিকার নিশ্চিত করেছেন। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ক্ষুদ্র নৃগোষ্ঠীরা অবহেলিত ছিল। শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই আজ তাঁরা রাষ্ট্রের বিভিন্ন জায়গায় প্রতিনিধিত্ব করছেন। উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও দেশের মানুষের সেবা করছেন।’
আজ শুক্রবার দিনাজপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ক্ষুদ্র নৃগোষ্ঠীর উপকারভোগীদের মধ্যে ঘর, বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন।
উপজেলা প্রশাসন আয়োজিত প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা’ কর্মসূচির আওতায় এসব বিতরণ করা হয়।
হুইপ ইকবালুর রহিম বলেন, ‘দেশের উন্নয়নের স্বার্থে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে আবারও বিজয়ী করতে হবে। কারণ শেখ হাসিনা ছাড়া এ দেশের উন্নয়ন সম্ভব নয়। এ জন্য আগামী নির্বাচনে সবাইকে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে।’
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রমিজ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইমদাদ সরকার, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শাহ ইয়াজদান মার্শাল, পৌর আওয়ামী লীগের সভাপতি শামীম আলম সরকার বাবু, সাধারণ সম্পাদক এনাম উল্লাহ জ্যামী প্রমুখ।
অনুষ্ঠানে ক্ষুদ্র নৃগোষ্ঠী উপকারভোগীদের মধ্যে ২৫টি বাড়ি, ১০টি বাইসাইকেল, ৪০ জনকে প্রাথমিক শিক্ষাবৃত্তি, ২০ শিক্ষার্থীকে মাধ্যমিক শিক্ষাবৃত্তি ও ১০ জনকে উচ্চশিক্ষাবৃত্তি দেওয়া হয়।

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেছেন, ‘বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে দেশের সব মানুষের সমান অধিকার নিশ্চিত করেছেন। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ক্ষুদ্র নৃগোষ্ঠীরা অবহেলিত ছিল। শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই আজ তাঁরা রাষ্ট্রের বিভিন্ন জায়গায় প্রতিনিধিত্ব করছেন। উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও দেশের মানুষের সেবা করছেন।’
আজ শুক্রবার দিনাজপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ক্ষুদ্র নৃগোষ্ঠীর উপকারভোগীদের মধ্যে ঘর, বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন।
উপজেলা প্রশাসন আয়োজিত প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা’ কর্মসূচির আওতায় এসব বিতরণ করা হয়।
হুইপ ইকবালুর রহিম বলেন, ‘দেশের উন্নয়নের স্বার্থে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে আবারও বিজয়ী করতে হবে। কারণ শেখ হাসিনা ছাড়া এ দেশের উন্নয়ন সম্ভব নয়। এ জন্য আগামী নির্বাচনে সবাইকে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে।’
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রমিজ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইমদাদ সরকার, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শাহ ইয়াজদান মার্শাল, পৌর আওয়ামী লীগের সভাপতি শামীম আলম সরকার বাবু, সাধারণ সম্পাদক এনাম উল্লাহ জ্যামী প্রমুখ।
অনুষ্ঠানে ক্ষুদ্র নৃগোষ্ঠী উপকারভোগীদের মধ্যে ২৫টি বাড়ি, ১০টি বাইসাইকেল, ৪০ জনকে প্রাথমিক শিক্ষাবৃত্তি, ২০ শিক্ষার্থীকে মাধ্যমিক শিক্ষাবৃত্তি ও ১০ জনকে উচ্চশিক্ষাবৃত্তি দেওয়া হয়।

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অতিরিক্ত পরিচালক (জনসংযোগ, তথ্য ও প্রকাশনা) জাহাঙ্গীর কবির মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৭টা ২০ মিনিটের দিকে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।
৯ মিনিট আগে
বগুড়ায় পুলিশ ও সাংবাদিক পরিচয়ে এক প্রকৌশলীকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যদের কাছে ধরা পড়েছেন যুবদলের তিন নেতা-কর্মী। পরে ডিবি পুলিশ মুক্তিপণ হিসেবে আদায় করা টাকার মধ্যে ১ লাখ ১৬ হাজার টাকা উদ্ধার করেছে। অপহৃত প্রকৌশলীর নাম জাহাঙ্গীর আলম বিপ্লব (৫৫)।
১৮ মিনিট আগে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন চলাকালে দায়িত্ব পালন করতে গিয়ে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করা চারুকলা বিভাগের প্রভাষক জান্নাতুল ফেরদৌস মৌমিতার স্মরণে তাঁর নামে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের নামকরণ করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
১৯ মিনিট আগে
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদকে প্রধান অভিযুক্ত করে তাঁর দলের অর্ধশতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে চট্টগ্রামের সাতকানিয়া থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের বিএনপি প্রার্থী জসিম উদ্দিনের নির্বাচনী প্রধান সমন্বয়ক ও ছাত্রদলের সাবেক
৪৪ মিনিট আগে