এস. এম. রকি, খানসামা (দিনাজপুর)

সংকট থাকায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য না পেয়ে প্রায় ৭ হাজার মানুষ খালি হাতে ফেরত গেছেন। দিনাজপুরের খানসামা উপজেলার আংগারপাড়া ইউনিয়ন ও খামারপাড়া ইউনিয়নে আজ শনিবার এ ঘটনা ঘটে। এর মধ্যে আংগারপাড়া ইউনিয়নের ৩৪৩০ জন এবং খামারপাড়া ইউনিয়নের ৩২৭৫ জন কার্ডধারী খালি হাতে ফেরত যান।
টিসিবির পণ্য সরবরাহকারী দুই প্রতিষ্ঠান মনিরা ট্রেডার্স ও মুহিত ট্রেডার্স বলছে, সংকট থাকায় নির্ধারিত সময়ে পণ্য দেওয়া সম্ভব হচ্ছে না।
জানা গেছে, টিসিবি থেকে ফ্যামিলি কার্ড অনুযায়ী প্রতি মাসে ডিলারের মাধ্যমে ইউনিয়ন পরিষদ চত্বরে সরকার নির্ধারিত মূল্যে পণ্য সরবরাহ করা হয়। নিম্ন আয়ের মানুষের জন্য সরকার ভর্তুকি মূল্যে এই পণ্য সরবরাহ করে ।
আজ শনিবার সকালে খামারপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে সরেজমিনে ঘুরে জানা গেছে, পূর্বের ঘোষণা অনুযায়ী ১৪ ও ১৫ জুন খামারপাড়া ইউনিয়ন এবং ১৫ ও ১৬ জুন আংগারপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে টিসিবি কার্ডধারীদের ৫ কেজি চাল, ২ লিটার তেল ও ২ কেজি মসুর ডাল ৪৭০ টাকায় দেওয়ার কথা। কিন্তু ইউনিয়ন পরিষদ চত্বরে এসে টিসিবির পণ্য না পেয়ে খালি হাতে ফেরত যান কার্ডধারীরা। এতে নিম্ন আয়ের মানুষের মধ্যে ক্ষোভ দেখা গেছে।
বোর্ডেরহাট এলাকার রবিউল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, চেয়ারম্যান-মেম্বাররা বলছিল আজকে টিসিবি পণ্য দেবে। তাই নিতে আসলাম। কিন্তু এসে শুনি মাল নাকি আজকে দেবে না। ঈদের আগে খবর দিয়ে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে।
এ বিষয়ে খামারপাড়া ইউনিয়নে টিসিবি পণ্য সরবরাহকারী মনিরা ট্রেডার্সের স্বত্বাধিকারী বাইজিত আজকের পত্রিকাকে বলেন, ঈদের আগে টিসিবি পণ্য বিতরণের জন্য পণ্য উত্তোলন বাবদ টাকা ডিও করেছি। কিন্তু গত সপ্তাহে পণ্য বিতরণ করতে চাইলে ইউপি চেয়ারম্যানরা বলেন যে ভিজিএফ এর চাল বিতরণে ইউনিয়ন পরিষদ চত্বরে লোকজনের সমাগম থাকায় পড়ে বিতরণ করতে।
তিনি আরও বলেন, এতে পণ্য উত্তোলন দেরি হওয়ায় বৃহস্পতিবার ও শুক্রবার পণ্য উত্তোলন করতে গিয়ে সয়াবিন তেল সংকট দেখা দেয়। যে কারণে পণ্য উত্তোলন না করায় ঈদের আগে আর বিতরণ করা সম্ভব হচ্ছে না।
খামারপাড়া ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী ১৪ ও ১৫ জুন টিসিবি পণ্য বিতরণের কথা প্রচার করা হয়েছিল। সেই অনুযায়ী কার্ডধারীরা পণ্য নিতে আসছে কিন্তু পণ্য না আসায় তাদের হাতে টিসিবি পণ্য তুলে দেওয়া সম্ভব হচ্ছে না। গত ঈদুল ফিতরেও এমন হয়েছে। এতে টিসিবি পণ্য নিতে এসে মানুষ ফেরত যাওয়ায় চেয়ারম্যানের প্রতি ক্ষুব্ধ হচ্ছেন।
টিসিবি দিনাজপুর ক্যাম্প অফিসের সহকারী পরিচালক (অফিস প্রধান) মো. মাহমুদুল হাসানের মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।
খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাজ উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, টিসিবি কার্ডধারীদের মধ্যে পণ্য বিতরণে উপজেলা প্রশাসনের দিক থেকে কোনো গ্যাপ ছিল না। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাহেবদের আরও অধিক তৎপরতা থাকলে এমন ঘটনা এড়ানো যেত। পণ্য না পেয়ে ফেরত যাওয়ার বিষয়টি খুবই দুঃখজনক।

সংকট থাকায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য না পেয়ে প্রায় ৭ হাজার মানুষ খালি হাতে ফেরত গেছেন। দিনাজপুরের খানসামা উপজেলার আংগারপাড়া ইউনিয়ন ও খামারপাড়া ইউনিয়নে আজ শনিবার এ ঘটনা ঘটে। এর মধ্যে আংগারপাড়া ইউনিয়নের ৩৪৩০ জন এবং খামারপাড়া ইউনিয়নের ৩২৭৫ জন কার্ডধারী খালি হাতে ফেরত যান।
টিসিবির পণ্য সরবরাহকারী দুই প্রতিষ্ঠান মনিরা ট্রেডার্স ও মুহিত ট্রেডার্স বলছে, সংকট থাকায় নির্ধারিত সময়ে পণ্য দেওয়া সম্ভব হচ্ছে না।
জানা গেছে, টিসিবি থেকে ফ্যামিলি কার্ড অনুযায়ী প্রতি মাসে ডিলারের মাধ্যমে ইউনিয়ন পরিষদ চত্বরে সরকার নির্ধারিত মূল্যে পণ্য সরবরাহ করা হয়। নিম্ন আয়ের মানুষের জন্য সরকার ভর্তুকি মূল্যে এই পণ্য সরবরাহ করে ।
আজ শনিবার সকালে খামারপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে সরেজমিনে ঘুরে জানা গেছে, পূর্বের ঘোষণা অনুযায়ী ১৪ ও ১৫ জুন খামারপাড়া ইউনিয়ন এবং ১৫ ও ১৬ জুন আংগারপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে টিসিবি কার্ডধারীদের ৫ কেজি চাল, ২ লিটার তেল ও ২ কেজি মসুর ডাল ৪৭০ টাকায় দেওয়ার কথা। কিন্তু ইউনিয়ন পরিষদ চত্বরে এসে টিসিবির পণ্য না পেয়ে খালি হাতে ফেরত যান কার্ডধারীরা। এতে নিম্ন আয়ের মানুষের মধ্যে ক্ষোভ দেখা গেছে।
বোর্ডেরহাট এলাকার রবিউল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, চেয়ারম্যান-মেম্বাররা বলছিল আজকে টিসিবি পণ্য দেবে। তাই নিতে আসলাম। কিন্তু এসে শুনি মাল নাকি আজকে দেবে না। ঈদের আগে খবর দিয়ে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে।
এ বিষয়ে খামারপাড়া ইউনিয়নে টিসিবি পণ্য সরবরাহকারী মনিরা ট্রেডার্সের স্বত্বাধিকারী বাইজিত আজকের পত্রিকাকে বলেন, ঈদের আগে টিসিবি পণ্য বিতরণের জন্য পণ্য উত্তোলন বাবদ টাকা ডিও করেছি। কিন্তু গত সপ্তাহে পণ্য বিতরণ করতে চাইলে ইউপি চেয়ারম্যানরা বলেন যে ভিজিএফ এর চাল বিতরণে ইউনিয়ন পরিষদ চত্বরে লোকজনের সমাগম থাকায় পড়ে বিতরণ করতে।
তিনি আরও বলেন, এতে পণ্য উত্তোলন দেরি হওয়ায় বৃহস্পতিবার ও শুক্রবার পণ্য উত্তোলন করতে গিয়ে সয়াবিন তেল সংকট দেখা দেয়। যে কারণে পণ্য উত্তোলন না করায় ঈদের আগে আর বিতরণ করা সম্ভব হচ্ছে না।
খামারপাড়া ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী ১৪ ও ১৫ জুন টিসিবি পণ্য বিতরণের কথা প্রচার করা হয়েছিল। সেই অনুযায়ী কার্ডধারীরা পণ্য নিতে আসছে কিন্তু পণ্য না আসায় তাদের হাতে টিসিবি পণ্য তুলে দেওয়া সম্ভব হচ্ছে না। গত ঈদুল ফিতরেও এমন হয়েছে। এতে টিসিবি পণ্য নিতে এসে মানুষ ফেরত যাওয়ায় চেয়ারম্যানের প্রতি ক্ষুব্ধ হচ্ছেন।
টিসিবি দিনাজপুর ক্যাম্প অফিসের সহকারী পরিচালক (অফিস প্রধান) মো. মাহমুদুল হাসানের মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।
খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাজ উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, টিসিবি কার্ডধারীদের মধ্যে পণ্য বিতরণে উপজেলা প্রশাসনের দিক থেকে কোনো গ্যাপ ছিল না। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাহেবদের আরও অধিক তৎপরতা থাকলে এমন ঘটনা এড়ানো যেত। পণ্য না পেয়ে ফেরত যাওয়ার বিষয়টি খুবই দুঃখজনক।

চট্টগ্রামমুখী লেনে চলন্ত এলপিজি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের বিভাজকের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এ সময় দাঁড়িয়ে থাকা আব্দুর রহমান ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান।
১১ মিনিট আগে
বাদীর অভিযোগ, ওই বক্তব্যের মাধ্যমে মরহুম আরাফাত রহমান কোকো, তাঁর পরিবার, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের পাশাপাশি আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের নেতা-কর্মী ও সমর্থকদের চরমভাবে মানহানি করা হয়েছে। এতে সামাজিকভাবে অপূরণীয় ক্ষতি হয়েছে বলেও নালিশে উল্লেখ করা হয়।
১৬ মিনিট আগে
এবার রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে কারণ দর্শানোর নোটিশ পেলেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, ঔদ্ধত্যপূর্ণ ও অসৌজন্যমূলক আচরণ করে...
৪০ মিনিট আগে
খুব সকালে কড়া নিরাপত্তার মাধ্যমে চিন্ময়সহ ২৩ আসামিকে আদালতে হাজির করা হয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি মিলিয়ে শতাধিক সদস্য আদালত প্রাঙ্গণে মোতায়েন করা হয়। খুব কম সময়ের মধ্যে আদালতে মামলার কার্যক্রম শেষ করা হয়।
১ ঘণ্টা আগে