দিনাজপুর প্রতিনিধি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘আমরা ২৪-এর গণ-অভ্যুত্থানের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার জন্যই মাঠে নেমেছি। সেই ফ্যাসিবাদী কাঠামোর বিলোপ করে নতুন রাষ্ট্রকাঠামো, গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্যই আমাদের এই যাত্রা। আমরা বাংলাদেশ থেকে চিরতরে অর্থনৈতিক ও আঞ্চলিক বৈষম্য বিতাড়িত করতে চাই।’
দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে আজ শুক্রবার সন্ধ্যায় দিনাজপুর ইনস্টিটিউট মাঠে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই ঘোষণাপত্র নিয়ে টালবাহানা হচ্ছে। আমরা জানিয়ে দিতে চাই, জুলাই ঘোষণাপত্র অবশ্যই সংবিধানে যুক্ত করতে হবে। যারা অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে, শহীদ হয়েছে, আহত হয়েছে, তাদের মর্যাদা ও স্বীকৃতি দিতে হবে। একই সঙ্গে তাদের রাজনৈতিক নিরাপত্তার কথা জুলাই ঘোষণাপত্রে ও বাংলাদেশের নতুন সংবিধানে থাকতে হবে। আগামী ৩ আগস্ট জাতীয় নাগরিক পার্টি কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই ঘোষণাপত্র সনদের দাবিতে বিশাল জমায়েত থেকে অন্তর্বর্তী সরকারের কাছ থেকে আমাদের প্রাপ্য বুঝে নেবে।’
দিনাজপুর জেলা উত্তরাঞ্চলের অর্থনৈতিক ও সাংস্কৃতিক রাজধানী মন্তব্য করে নাহিদ ইসলাম বলেন, ‘দিনাজপুরের মাটি ইতিহাসের সাক্ষী। সেই ব্রিটিশ আমলের নীল বিদ্রোহ থেকে শুরু করে ২৪-এর গণ-অভ্যুত্থানে দিনাজপুরের মানুষ সংগ্রাম গড়ে তুলেছিল। এই জেলা বাংলাদেশের মধ্যে শস্য উৎপাদনে একটি গুরুত্বপূর্ণ জেলা। কিন্তু আমরা দেখি, যে কৃষক শস্য ফলান, তিনি শস্যের ন্যায্যমূল্য পান না। সিন্ডিকেট ও মধ্যস্বত্বভোগীদের দুর্নীতির কারণে কৃষকেরা তাঁদের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হন। এই বৈষম্যের দেশ আমরা চাই না। আমরা চাই, যেখানে উৎপাদন হবে, সেখানে সুষম বণ্টন হতে হবে।’
এ সময় আরও ছিলেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী প্রমুখ।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘আমরা ২৪-এর গণ-অভ্যুত্থানের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার জন্যই মাঠে নেমেছি। সেই ফ্যাসিবাদী কাঠামোর বিলোপ করে নতুন রাষ্ট্রকাঠামো, গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্যই আমাদের এই যাত্রা। আমরা বাংলাদেশ থেকে চিরতরে অর্থনৈতিক ও আঞ্চলিক বৈষম্য বিতাড়িত করতে চাই।’
দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে আজ শুক্রবার সন্ধ্যায় দিনাজপুর ইনস্টিটিউট মাঠে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই ঘোষণাপত্র নিয়ে টালবাহানা হচ্ছে। আমরা জানিয়ে দিতে চাই, জুলাই ঘোষণাপত্র অবশ্যই সংবিধানে যুক্ত করতে হবে। যারা অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে, শহীদ হয়েছে, আহত হয়েছে, তাদের মর্যাদা ও স্বীকৃতি দিতে হবে। একই সঙ্গে তাদের রাজনৈতিক নিরাপত্তার কথা জুলাই ঘোষণাপত্রে ও বাংলাদেশের নতুন সংবিধানে থাকতে হবে। আগামী ৩ আগস্ট জাতীয় নাগরিক পার্টি কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই ঘোষণাপত্র সনদের দাবিতে বিশাল জমায়েত থেকে অন্তর্বর্তী সরকারের কাছ থেকে আমাদের প্রাপ্য বুঝে নেবে।’
দিনাজপুর জেলা উত্তরাঞ্চলের অর্থনৈতিক ও সাংস্কৃতিক রাজধানী মন্তব্য করে নাহিদ ইসলাম বলেন, ‘দিনাজপুরের মাটি ইতিহাসের সাক্ষী। সেই ব্রিটিশ আমলের নীল বিদ্রোহ থেকে শুরু করে ২৪-এর গণ-অভ্যুত্থানে দিনাজপুরের মানুষ সংগ্রাম গড়ে তুলেছিল। এই জেলা বাংলাদেশের মধ্যে শস্য উৎপাদনে একটি গুরুত্বপূর্ণ জেলা। কিন্তু আমরা দেখি, যে কৃষক শস্য ফলান, তিনি শস্যের ন্যায্যমূল্য পান না। সিন্ডিকেট ও মধ্যস্বত্বভোগীদের দুর্নীতির কারণে কৃষকেরা তাঁদের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হন। এই বৈষম্যের দেশ আমরা চাই না। আমরা চাই, যেখানে উৎপাদন হবে, সেখানে সুষম বণ্টন হতে হবে।’
এ সময় আরও ছিলেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী প্রমুখ।

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৪ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৫ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৫ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
৫ ঘণ্টা আগে