Ajker Patrika

দিনাজপুর ফাজিলপুর ইউনিয়ন

পলাতক চেয়ারম্যানের কক্ষে মেম্বারের তালা, বারান্দায় চলছে কার্যক্রম

দিনাজপুর প্রতিনিধি
প্যানেল চেয়ারম্যান সিরাজুল ইসলাম বারান্দায় বসে দাপ্তরিক কাজ করছেন। ছবি: আজকের পত্রিকা
প্যানেল চেয়ারম্যান সিরাজুল ইসলাম বারান্দায় বসে দাপ্তরিক কাজ করছেন। ছবি: আজকের পত্রিকা

দিনাজপুর সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়ন পরিষদে কার্যক্রম কার্যত অচল হয়ে পড়েছে। বিগত তিন মাস ধরে ইউনিয়নের চেয়ারম্যানের কক্ষ তালাবদ্ধ। চেয়ারম্যান অভিজিৎ বসাক পলাতক থাকায় পরিষদের দায়িত্ব পালনে তৈরি হয়েছে সংকট। নিয়ম অনুযায়ী প্যানেল চেয়ারম্যান দায়িত্ব নেওয়ার কথা থাকলেও অধিকাংশ ইউপি সদস্য তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছেন। এতে পরিষদের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে, ভোগান্তিতে পড়ছেন ইউনিয়নের বাসিন্দারা।

ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান অভিজিৎ বসাক স্থানীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। গত ৫ আগস্ট সরকার পতনের পর তিনি আত্মগোপনে চলে যান। তার মোবাইল ফোনও বন্ধ রয়েছে।

সরকার পতনের পরদিনই চেয়ারম্যান ও সচিবের কক্ষে তালা ঝুলিয়ে দেন ৫ নম্বর ওয়ার্ডের সদস্য জালাল উদ্দীন। তিনি স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত।

নিয়ম অনুযায়ী, চেয়ারম্যানের অনুপস্থিতিতে পরিষদের কাঠামো অনুযায়ী ১ নম্বর প্যানেল চেয়ারম্যান বদিউর রহমান ও ২ নম্বর প্যানেল চেয়ারম্যান সুমিত্রা রানী রায় দায়িত্ব গ্রহণে অস্বীকৃতি জানান। হিসেব অনুযায়ী ৩ নম্বর প্যানেল চেয়ারম্যান সিরাজুল ইসলাম দায়িত্ব পালন করবেন। কিন্তু ইউপি সদস্য জালাল উদ্দিনের অনুসারী কয়েকজন সদস্যের বাধার মুখে চেয়ারম্যানের দায়িত্ব পালন করতে পারছেন না। এ বিষয়ে গত ১১ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে তিনি লিখিত অভিযোগও করেছেন।

প্যানেল চেয়ারম্যান সিরাজুল ইসলাম অভিযোগ করেছেন, ‘জালাল মেম্বার পরিষদের সদস্যদের হুমকি দিয়ে অনাস্থা প্রস্তাবে স্বাক্ষর করতে বাধ্য করেছেন। এতে পরিষদের স্বাভাবিক কাজ ব্যাহত হচ্ছে।’

গত বুধবার (২০ নভেম্বর) পরিষদ পরিদর্শনে দেখা যায়, প্যানেল চেয়ারম্যান সিরাজুল ইসলাম বারান্দায় বসে দাপ্তরিক কাজ পরিচালনা করছেন। পরিষদের কর্মক্ষেত্রের পরিবেশ নাজুক। সেবাগ্রহীতারাও কাঙ্ক্ষিত সেবা না পেয়ে ফেরত যাচ্ছেন। প্রাণহীন পরিষদ চত্বর, যত্রতত্র ময়লা আবর্জনার স্তূপ। ভবনের সঙ্গে লাগোয়া টয়লেট থেকে ভেসে আসছে দুর্গন্ধ। সেখানে নোংরা পানির সঙ্গে জমে আছে ময়লার স্তূপ।

পরিষদের সচিব মাসুদা আক্তার জানান, চেয়ারম্যানের অনুপস্থিতি এবং পরিষদ সদস্যদের দ্বন্দ্বে নাগরিক সেবা বিঘ্নিত হচ্ছে। মাতৃত্বকালীন ভাতা ও টিসিবির তালিকা প্রস্তুত করতেও সমস্যা হচ্ছে। নিয়মিত সভা না হওয়ায় অনেক কাজ পিছিয়ে যাচ্ছে।

সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়ন পরিষদ ভবন। ছবি: আজকের পত্রিকা
সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়ন পরিষদ ভবন। ছবি: আজকের পত্রিকা

ইউপি সদস্যদের মধ্যে অনেকেই নাম প্রকাশ না করার শর্তে জানান, ‘আমরা প্যানেল চেয়ারম্যানকে মেনে নিয়েছি। কিন্তু জালাল মেম্বারের প্রভাব ও হুমকির কারণে প্রকাশ্যে কিছু বলতে পারছি না। অনাস্থা প্রস্তাবে স্বাক্ষর করতে বাধ্য করা হয়েছে।

এ বিষয়ে চেয়ারম্যানের কক্ষে তালাবদ্ধ করা ইউপি সদস্য জালালউদ্দিন বলেন, ‘আমরা সিরাজুল মেম্বারের (প্যানেল চেয়ারম্যান) বিরুদ্ধে ১১ জন মেম্বার (ইউপি সদস্য) অনাস্থা আইনছি, আপনাদের কী করার আছে করেন। আমরা ওকে মানি না।’

কেন অনাস্থা এনেছেন, জানতে চাইলে তিনি ফোন কেটে দেন। পরে একাধিকবার কল করলেও তিনি আর ধরেননি।

দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল রায়হান জানান, চেয়ারম্যান পলাতক এবং সচিবের কক্ষের তালা খুলে দেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ী প্যানেল চেয়ারম্যান দায়িত্বে থাকার কথা। তবে অনাস্থার বিষয়টি বিবেচনা করে দুই পক্ষের সঙ্গে আলোচনা চলছে। দ্রুত সমস্যার সমাধানে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। "

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

বাগেরহাটের চারটি আসনে বিএনপির মনোনয়ন পেলেন যাঁরা

বাগেরহাট প্রতিনিধি
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাগেরহাটের চারটি সংসদীয় আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। গতকাল শুক্রবার রাজধানীর গুলশানে বিএনপি কার্যালয়ে এ ঘোষণা দেওয়া হয় বলে জানান মনোনয়নপ্রাপ্তরা।

মনোনয়ন পেলেন যাঁরা—বাগেরহাট-১ (চিতলমারী-মোল্লাহাট-ফকিরহাট) আসনে মতুয়া বহুজন সমাজ ঐক্য জোটের সাধারণ সম্পাদক কপিল কৃষ্ণ মণ্ডল, বাগেরহাট-২-এ (সদর ও কচুয়া) জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, বাগেরহাট-৩-এ (মোংলা-রামপাল) জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. শেখ ফরিদুল ইসলাম ও বাগেরহাট-৪-এ (মোরেলগঞ্জ-শরণখোলা) মতুয়া বহুজন সমাজ ঐক্য জোটের সভাপতি সোমনাথ দে।

মনোনয়নপ্রাপ্ত প্রার্থীরা মোবাইল ফোনে তাঁদের মনোনয়নের বিষয়টি নিশ্চিত করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

দিপুকে হত্যার পর ঝুলিয়ে পোড়ানোর ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগে সনাতন ধর্মাবলম্বী যুবক দিপু চন্দ্র দাসকে (২৭) পিটিয়ে হত্যা ও হত্যার পর লাশ গাছের সঙ্গে ঝুলিয়ে পোড়ানোর ঘটনায় আরও তিনজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। এর আগে র‍্যাব বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করে। এ ঘটনায় এ পর্যন্ত মোট ১০ জনকে গ্রেপ্তার করল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আজ শনিবার ময়মনসিংহের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

র‍্যাবের হাতে গ্রেপ্তারকৃতরা হলেন মো. লিমন সরকার (১৯), মো. তারেক হোসেন (১৯), মো. মানিক মিয়া (২০), এরশাদ আলী (৩৯), নিজুম উদ্দিন (২০), আলমগীর হোসেন (৩৮) ও মো. মিরাজ হোসেন আকন (৪৬)।

ডিবির হাতে গ্রেপ্তারকৃতরা হলেন মো. আজমল হাসান সগীর (২৬), মো. শাহিন মিয়া (১৯) ও মো. নাজমুল।

র‍্যাব ও পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই ব্যক্তিদের গ্রেপ্তার করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

ঝিনাইদহে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আরোহী নিহত, বন্ধু আহত

ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ সদর উপজেলায় আজ শনিবার সন্ধ্যায় সড়ক দুর্ঘটনাস্থলে স্থানীয় লোকজন ভিড় করে। ছবি: আজকের পত্রিকা
ঝিনাইদহ সদর উপজেলায় আজ শনিবার সন্ধ্যায় সড়ক দুর্ঘটনাস্থলে স্থানীয় লোকজন ভিড় করে। ছবি: আজকের পত্রিকা

ঝিনাইদহ জেলা শহরে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে এক আরোহী নিহত হয়েছেন। তাঁর নাম তানভির হাসান (৩৬)। এ ঘটনায় তাঁর এক বন্ধু আহত হয়েছেন। আজ শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার ক্যাডেট কলেজের সামনে এ ঘটনা ঘটে।

তানভির হাসান শহরের কালিকাপুর এলাকার আবুল বাসার বিশ্বাসের ছেলে। এ ঘটনায় আকাশ হোসেন নামের আরেক আরোহী আহত হয়েছেন। তাঁকে সদর হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।

ঝিনাইদহ ফায়ার সার্ভিসের পরিদর্শক তানভির হাসান জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বন্ধু আকাশ হোসেনকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে ঝিনাইদহ শহর থেকে শৈলকুপার দিকে যাচ্ছিল তানভির হাসান। পথিমধ্যে ক্যাডেট কলেজের সামনে সড়কের গতিরোধকে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন দুই বন্ধু। এ সময় তানভিরকে একটি গাড়ি এসে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আহত আকাশ উদ্ধার করে সদর হাসপাতালে পাঠান এবং তানভিরের লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

তানভিরের বাবা আবুল বাসার বিশ্বাস বলেন, ‘ছেলে তার বন্ধুর মোটরসাইকেল নিয়ে বাইরে বের হয়েছিল। এখন ফিরল লাশ হয়ে। আমার বুক খালি হয়ে গেল।’

আরাপপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃত্যুঞ্জয় বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় নিহত ও আহত যুবকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়। মোটরসাইকেলটি হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

নাটোরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নাটোরের নলডাঙ্গার মাধনগর রেলস্টেশন থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ ডিসেম্বর) সকালে মরদেহটি উদ্ধার করা হয়। পরে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সান্তাহার জিআরপি পুলিশকে সংবাদ দেওয়া হয়।

স্থানীয়রা জানান, মাধনগর রেলস্টেশনের প্ল্যাটফর্মে একজন মধ্যবয়সী নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন তাঁরা। প্রথমে স্থানীয়রা মনে করেন ওই নারী কোনো কারণে অসুস্থ অবস্থায় শুয়ে রয়েছেন। পরে অনেক সময় কোনো নড়াচড়া না করায় তাঁদের মধ্যে সন্দেহ হলে তাঁরা ওই নারীকে ডেকে তোলার চেষ্টা করেও পারেননি। পরে রেলওয়ে কর্তৃপক্ষ জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে স্থানীয় চিকিৎসকের মাধ্যমে নিশ্চিত হন ওই নারী মারা গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করছে সান্তাহার জিআরপি পুলিশ।

সান্তাহার জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান হাবিব জানান, তাঁরা মাধনগর রেলস্টেশনের কর্মকর্তাদের মাধ্যমে খবর পেয়ে সেখানে একটি টিম পাঠিয়ে আইনগত ব্যবস্থা নিচ্ছেন। মরদেহের পরিচয় শনাক্তের জন্য কাজ করছে পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত