খানসামা (দিনাজপুর) প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৪ (খানসামা ও চিরিরবন্দর) সংসদীয় আসনে নৌকা প্রতীকের প্রার্থী ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীকে ভোট দিয়ে আলোচনা-সমালোচনার মুখে পড়েছেন বিএনপি নেতা এটিএম সুজাউদ্দীন লুহিন শাহ্।
এটিএম সুজাউদ্দীন খানসামা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক।
তাঁর উপজেলার মারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটদান শেষে স্থানীয় সংবাদকর্মীদের দেওয়া সাক্ষাৎকারের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
বিষয়টি নিয়ে আজ সোমবার (৮ জানুয়ারি) আওয়ামী লীগ, বিএনপির নেতা-কর্মী ও সাধারণ জনগণের মধ্যে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
সেই ভিডিওতে বিএনপি নেতা লুহিন শাহ বলেন, ‘এই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠিত হবে। আমি যেহেতু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান আর এর প্রধান উপদেষ্টা হলো আবুল হাসান মাহমুদ আলী এমপি মহোদয়। তাই জনস্বার্থে তাঁকে বিপুল ভোট দিয়ে জয়যুক্ত করতে তরুণ ও যুব প্রজন্মসহ খানসামা-চিরিরবন্দর উপজেলার ভোটারদের আহ্বান জানাচ্ছি।’
এই নেতার ভোট দেওয়া ছবি ও ভিডিও পোস্ট করে উপজেলা ছাত্রদলের সদস্যসচিব রুবেল ইসলাম ফেসবুকে এক পোস্টে লিখেন, ‘নির্বাচন না আসলে দলের মধ্যে ঘাপটি মেরে থাকা বেঈমানগুলারে চেনা যেত না। এখনি সময় দল থেকে এসব আগাছা ছাঁটাই করে ফেলার। আজীবনের জন্য বহিষ্কার করতে হবে এসব শাহাজাহান ওমরদের।’
ফেসবুক পোস্টে রুবেল ইসলাম আরও লিখেন, ‘যদিও পূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাঁকে বহিষ্কার করা হয়েছিল, পরবর্তীতে আবার বহিষ্কারাদেশ প্রত্যাহার হয়েছিল। কিন্তু তারপরও উনি শোধরায়নি। ছাত্রদলের একজন কর্মী হিসেবে আমার ভাবতেই অবাক লাগতেছে উনি এক সময় ছাত্রদলের প্রতিনিধিত্ব করছেন।’
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রবিউল আলম তুহিন আজকের পত্রিকাকে বলেন, ‘দলের দুর্দিনে যারা দলীয় সিদ্ধান্ত অমান্য করে তাঁরা হল সুবিধাবাদী। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষণ করছি।’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৪ (খানসামা ও চিরিরবন্দর) সংসদীয় আসনে নৌকা প্রতীকের প্রার্থী ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীকে ভোট দিয়ে আলোচনা-সমালোচনার মুখে পড়েছেন বিএনপি নেতা এটিএম সুজাউদ্দীন লুহিন শাহ্।
এটিএম সুজাউদ্দীন খানসামা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক।
তাঁর উপজেলার মারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটদান শেষে স্থানীয় সংবাদকর্মীদের দেওয়া সাক্ষাৎকারের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
বিষয়টি নিয়ে আজ সোমবার (৮ জানুয়ারি) আওয়ামী লীগ, বিএনপির নেতা-কর্মী ও সাধারণ জনগণের মধ্যে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
সেই ভিডিওতে বিএনপি নেতা লুহিন শাহ বলেন, ‘এই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠিত হবে। আমি যেহেতু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান আর এর প্রধান উপদেষ্টা হলো আবুল হাসান মাহমুদ আলী এমপি মহোদয়। তাই জনস্বার্থে তাঁকে বিপুল ভোট দিয়ে জয়যুক্ত করতে তরুণ ও যুব প্রজন্মসহ খানসামা-চিরিরবন্দর উপজেলার ভোটারদের আহ্বান জানাচ্ছি।’
এই নেতার ভোট দেওয়া ছবি ও ভিডিও পোস্ট করে উপজেলা ছাত্রদলের সদস্যসচিব রুবেল ইসলাম ফেসবুকে এক পোস্টে লিখেন, ‘নির্বাচন না আসলে দলের মধ্যে ঘাপটি মেরে থাকা বেঈমানগুলারে চেনা যেত না। এখনি সময় দল থেকে এসব আগাছা ছাঁটাই করে ফেলার। আজীবনের জন্য বহিষ্কার করতে হবে এসব শাহাজাহান ওমরদের।’
ফেসবুক পোস্টে রুবেল ইসলাম আরও লিখেন, ‘যদিও পূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাঁকে বহিষ্কার করা হয়েছিল, পরবর্তীতে আবার বহিষ্কারাদেশ প্রত্যাহার হয়েছিল। কিন্তু তারপরও উনি শোধরায়নি। ছাত্রদলের একজন কর্মী হিসেবে আমার ভাবতেই অবাক লাগতেছে উনি এক সময় ছাত্রদলের প্রতিনিধিত্ব করছেন।’
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রবিউল আলম তুহিন আজকের পত্রিকাকে বলেন, ‘দলের দুর্দিনে যারা দলীয় সিদ্ধান্ত অমান্য করে তাঁরা হল সুবিধাবাদী। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষণ করছি।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৩ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৩ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৩ ঘণ্টা আগে