দিনাজপুর প্রতিনিধি

গোপালগঞ্জে এনসিপি নেতাদের সামরিক বাহিনীর সাঁজোয়া যানে (এপিসি) ওঠা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ায় দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মোসফেকুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে। গতকাল বুধবার রাতে তাঁকে প্রত্যাহার করা হয়েছে।
এর আগে তাঁকে অপসারণ ও গ্রেপ্তারের দাবিতে রাত ৮টা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা জেলা পুলিশ সুপার কার্যালয়ের প্রধান ফটকে বিক্ষোভ করেন।
জানা যায়, গতকাল সন্ধ্যায় ওই পুলিশ কর্মকর্তা ব্যক্তিগত ফেসবুক ওয়ালে লিখেন, ‘ট্যাংকের এসি খুব আরামদায়ক শুনেছি।’ এর পর থেকে তাঁর ওই স্ট্যাটাস নিয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। শহরের বিভিন্ন প্রান্ত থেকে নেতৃবৃন্দ জড়ো হয়ে পুলিশ সুপার কার্যালয়ের সামনে গিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে তাঁকে জেলা থেকে প্রত্যাহার করা হয়।
এ বিষয়ে সংগঠনের আহ্বায়ক একরামুল হক আবির আজকের পত্রিকাকে বলেন, ‘জুলাই বিপ্লবে সামনের সারিতে থেকে নেতৃত্ব দেওয়া আমাদের নেতা নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম গোপালগঞ্জে সন্ত্রাসীদের হামলার স্বীকার হলে সেটি নিয়ে তিনি ফেসবুকে ট্রল করলেন। তাঁকে প্রত্যাহার করা হয়েছে শুনেছি। কিন্তু আমরা স্পষ্টভাবে বলতে চাই, শুধু প্রত্যাহার নয়, তাঁর নামে মামলা দিয়ে দ্রুত গ্রেপ্তার করতে হবে। অন্যথায় আমরা আন্দোলন চালিয়ে যাব।’
দিনাজপুরের পুলিশ সুপার মারুফাত হোসাইন আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের এক সহকর্মীর ফেসবুকে একটি স্ট্যাটাস দেওয়ার বিষয়ে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়েছেন। এরই মধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সংশ্লিষ্ট সহকর্মীকে দায়িত্ব থেকে এবং দিনাজপুর জেলা থেকে প্রত্যাহার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

গোপালগঞ্জে এনসিপি নেতাদের সামরিক বাহিনীর সাঁজোয়া যানে (এপিসি) ওঠা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ায় দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মোসফেকুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে। গতকাল বুধবার রাতে তাঁকে প্রত্যাহার করা হয়েছে।
এর আগে তাঁকে অপসারণ ও গ্রেপ্তারের দাবিতে রাত ৮টা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা জেলা পুলিশ সুপার কার্যালয়ের প্রধান ফটকে বিক্ষোভ করেন।
জানা যায়, গতকাল সন্ধ্যায় ওই পুলিশ কর্মকর্তা ব্যক্তিগত ফেসবুক ওয়ালে লিখেন, ‘ট্যাংকের এসি খুব আরামদায়ক শুনেছি।’ এর পর থেকে তাঁর ওই স্ট্যাটাস নিয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। শহরের বিভিন্ন প্রান্ত থেকে নেতৃবৃন্দ জড়ো হয়ে পুলিশ সুপার কার্যালয়ের সামনে গিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে তাঁকে জেলা থেকে প্রত্যাহার করা হয়।
এ বিষয়ে সংগঠনের আহ্বায়ক একরামুল হক আবির আজকের পত্রিকাকে বলেন, ‘জুলাই বিপ্লবে সামনের সারিতে থেকে নেতৃত্ব দেওয়া আমাদের নেতা নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম গোপালগঞ্জে সন্ত্রাসীদের হামলার স্বীকার হলে সেটি নিয়ে তিনি ফেসবুকে ট্রল করলেন। তাঁকে প্রত্যাহার করা হয়েছে শুনেছি। কিন্তু আমরা স্পষ্টভাবে বলতে চাই, শুধু প্রত্যাহার নয়, তাঁর নামে মামলা দিয়ে দ্রুত গ্রেপ্তার করতে হবে। অন্যথায় আমরা আন্দোলন চালিয়ে যাব।’
দিনাজপুরের পুলিশ সুপার মারুফাত হোসাইন আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের এক সহকর্মীর ফেসবুকে একটি স্ট্যাটাস দেওয়ার বিষয়ে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়েছেন। এরই মধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সংশ্লিষ্ট সহকর্মীকে দায়িত্ব থেকে এবং দিনাজপুর জেলা থেকে প্রত্যাহার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৩ ঘণ্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বান্দরবানে জামায়াতের জয় ঠেকাতে বিএনপিকে সমর্থন দিতে পারে। বিএনপি এবার পাশে পাচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকেও (জেএসএস)।
৪ ঘণ্টা আগে
৭০ বছর বয়সী জাবেরুন নেছা। রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে সারা জীবনের অর্জিত অর্থ দিয়ে নিজের নামে এক কাঠা ও ছেলের নামে দুই কাঠা জমি কিনেছিলেন। ১৭ বছর আগে কেনা সেই জমি এখন হাতছাড়া হওয়ার পথে।
৪ ঘণ্টা আগে
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ গেটসংলগ্ন রেললাইন এখন কার্যত রেলওয়ের নিয়ন্ত্রণে নেই। সরকারি বিধি, রেলওয়ে আইন ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে উপেক্ষা করে রেললাইনের গা ঘেঁষে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী অসংখ্য দোকান। এমনকি পরিত্যক্ত রেললাইনের ওপর দোকানঘর নির্মাণ করে নিয়মিত ভাড়া আদায় করা হচ্ছে।
৫ ঘণ্টা আগে