দিনাজপুর প্রতিনিধি

গোপালগঞ্জে এনসিপি নেতাদের সামরিক বাহিনীর সাঁজোয়া যানে (এপিসি) ওঠা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ায় দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মোসফেকুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে। গতকাল বুধবার রাতে তাঁকে প্রত্যাহার করা হয়েছে।
এর আগে তাঁকে অপসারণ ও গ্রেপ্তারের দাবিতে রাত ৮টা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা জেলা পুলিশ সুপার কার্যালয়ের প্রধান ফটকে বিক্ষোভ করেন।
জানা যায়, গতকাল সন্ধ্যায় ওই পুলিশ কর্মকর্তা ব্যক্তিগত ফেসবুক ওয়ালে লিখেন, ‘ট্যাংকের এসি খুব আরামদায়ক শুনেছি।’ এর পর থেকে তাঁর ওই স্ট্যাটাস নিয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। শহরের বিভিন্ন প্রান্ত থেকে নেতৃবৃন্দ জড়ো হয়ে পুলিশ সুপার কার্যালয়ের সামনে গিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে তাঁকে জেলা থেকে প্রত্যাহার করা হয়।
এ বিষয়ে সংগঠনের আহ্বায়ক একরামুল হক আবির আজকের পত্রিকাকে বলেন, ‘জুলাই বিপ্লবে সামনের সারিতে থেকে নেতৃত্ব দেওয়া আমাদের নেতা নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম গোপালগঞ্জে সন্ত্রাসীদের হামলার স্বীকার হলে সেটি নিয়ে তিনি ফেসবুকে ট্রল করলেন। তাঁকে প্রত্যাহার করা হয়েছে শুনেছি। কিন্তু আমরা স্পষ্টভাবে বলতে চাই, শুধু প্রত্যাহার নয়, তাঁর নামে মামলা দিয়ে দ্রুত গ্রেপ্তার করতে হবে। অন্যথায় আমরা আন্দোলন চালিয়ে যাব।’
দিনাজপুরের পুলিশ সুপার মারুফাত হোসাইন আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের এক সহকর্মীর ফেসবুকে একটি স্ট্যাটাস দেওয়ার বিষয়ে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়েছেন। এরই মধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সংশ্লিষ্ট সহকর্মীকে দায়িত্ব থেকে এবং দিনাজপুর জেলা থেকে প্রত্যাহার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

গোপালগঞ্জে এনসিপি নেতাদের সামরিক বাহিনীর সাঁজোয়া যানে (এপিসি) ওঠা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ায় দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মোসফেকুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে। গতকাল বুধবার রাতে তাঁকে প্রত্যাহার করা হয়েছে।
এর আগে তাঁকে অপসারণ ও গ্রেপ্তারের দাবিতে রাত ৮টা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা জেলা পুলিশ সুপার কার্যালয়ের প্রধান ফটকে বিক্ষোভ করেন।
জানা যায়, গতকাল সন্ধ্যায় ওই পুলিশ কর্মকর্তা ব্যক্তিগত ফেসবুক ওয়ালে লিখেন, ‘ট্যাংকের এসি খুব আরামদায়ক শুনেছি।’ এর পর থেকে তাঁর ওই স্ট্যাটাস নিয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। শহরের বিভিন্ন প্রান্ত থেকে নেতৃবৃন্দ জড়ো হয়ে পুলিশ সুপার কার্যালয়ের সামনে গিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে তাঁকে জেলা থেকে প্রত্যাহার করা হয়।
এ বিষয়ে সংগঠনের আহ্বায়ক একরামুল হক আবির আজকের পত্রিকাকে বলেন, ‘জুলাই বিপ্লবে সামনের সারিতে থেকে নেতৃত্ব দেওয়া আমাদের নেতা নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম গোপালগঞ্জে সন্ত্রাসীদের হামলার স্বীকার হলে সেটি নিয়ে তিনি ফেসবুকে ট্রল করলেন। তাঁকে প্রত্যাহার করা হয়েছে শুনেছি। কিন্তু আমরা স্পষ্টভাবে বলতে চাই, শুধু প্রত্যাহার নয়, তাঁর নামে মামলা দিয়ে দ্রুত গ্রেপ্তার করতে হবে। অন্যথায় আমরা আন্দোলন চালিয়ে যাব।’
দিনাজপুরের পুলিশ সুপার মারুফাত হোসাইন আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের এক সহকর্মীর ফেসবুকে একটি স্ট্যাটাস দেওয়ার বিষয়ে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়েছেন। এরই মধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সংশ্লিষ্ট সহকর্মীকে দায়িত্ব থেকে এবং দিনাজপুর জেলা থেকে প্রত্যাহার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

নরসিংদীর রায়পুরায় ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে দুটি ফার্মেসির মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-সংলগ্ন তুলাতুলি এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনমুন পাল।
১৭ মিনিট আগে
শরীয়তপুরের জাজিরা উপজেলায় ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনায় নয়ন মোল্লা (২৩) নামের আরও এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ৯টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে ওই বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল তিনজনে।
১৯ মিনিট আগে
হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক বহিষ্কৃত নেতাসহ তিনজনকে আটক করেছে যৌথ বাহিনী। চাঁদাবাজির অভিযোগে গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে জেলা শহরের চৌধুরী বাজার এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
৩২ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৮ লাখ ৯৭ হাজার ১১৭ জন সদস্য দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
৩৪ মিনিট আগে