ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ীতে বড়দিনের উৎসবে একই পরিবারের চারজনসহ মোট ১১ জন সনাতন ধর্ম থেকে খ্রিষ্টধর্ম গ্রহণ করেছেন। গতকাল শনিবার সকালে তাঁরা খ্রিষ্টধর্ম গ্রহণ করেন বলে নিশ্চিত করেছেন কোদবীর ক্যাথলিক চার্চের ইনচার্জ ফাদার জসিম ফিলিপ মুর্মু।
খ্রিষ্টধর্ম গ্রহণকারীরা হলেন—উপজেলার পারইল কোদবীর মিশনপাড়া এলাকার মৃত ইলিয়াস হেম্ব্রমের স্ত্রী মালতি আনারেখা কিস্কু (৩২) ও তাঁর ছেলে শুভ হেম্ব্রম (৯), স্যামুয়েল হেম্ব্রম (৬) ও সুব্রত হেম্ব্রম (৩) ; একই গ্রামের মৃত পাটোয়ারী মার্ডীর ছেলে অনিল মার্ডী (৫০), ইলিসন মার্ডীর দেড় বছরের মেয়ে ঈশিতা, উইনাল মার্ডীর স্ত্রী সঙ্গীতা হাঁসদা (১৯) ও তাঁর ছেলে উইলসন মার্ডী (১৪), বিশ্বনাথ টুডুর ছেলে রোহাল টুডু (১১)। তারা সবাই একই গ্রামের বাসিন্দা। ওই আচজন ছাড়া ঢাকার আরও তিনজন খ্রিষ্টধর্ম গ্রহণ করেন।
জানা যায়, গতকাল সকালে ফুলবাড়ী উপজেলার ৩ নম্বর কাজিহাল ইউনিয়নের পারইল কোদবীর ক্যাথলিক চার্চের ইনচার্জ ফাদার জসিম ফিলিপ মুর্মু ওই ১১ জনকে সনাতন ধর্ম থেকে খ্রিষ্টধর্মে দীক্ষিত করে ধর্মান্তরিত করেন।
এ বিষয়ে মালতি আনারেখা কিস্কু, অনিল মার্ডী ও সঙ্গীতা হাঁসদা বলেন, ‘সনাতন রীতিনীতিতে বিয়ে হওয়ার কারণে আমাদের বিয়ের কোনো কাগজপত্র নেই। এতে মিশন স্কুলগুলোতে ছেলেমেয়েদের ভর্তি করতে গিয়ে বিড়ম্বনায় পড়তে হচ্ছে। এ ছাড়া গ্রামের কেউ সনাতন আবার কেউ খ্রিষ্টান ধর্ম পালন করছেন। এ কারণে ছেলেমেয়েদের বিয়ে নিয়েও বিড়ম্বনায় পড়তে হয়। এসব বিড়ম্বনা থেকে মুক্ত হতেই সনাতন ধর্ম ত্যাগ করে খ্রিষ্টান ধর্ম গ্রহণ করেছি।’
ইনচার্জ ফাদার জসিম ফিলিপ মুর্মু বলেন, ‘খ্রিষ্টধর্ম গ্রহণকারীরা স্বেচ্ছায় শুভ বড়দিনে চার্চে এসে খ্রিষ্টধর্ম গ্রহণ করেছেন। আনুষ্ঠানিকভাবে তাঁদের খ্রিষ্টধর্ম গ্রহণের জন্য ধর্মীয় দীক্ষা দান করেছি।’
ওই আটজনের খ্রিষ্টধর্ম গ্রহণের সময় চার্চে স্থানীয় খ্রিষ্টধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।

দিনাজপুরের ফুলবাড়ীতে বড়দিনের উৎসবে একই পরিবারের চারজনসহ মোট ১১ জন সনাতন ধর্ম থেকে খ্রিষ্টধর্ম গ্রহণ করেছেন। গতকাল শনিবার সকালে তাঁরা খ্রিষ্টধর্ম গ্রহণ করেন বলে নিশ্চিত করেছেন কোদবীর ক্যাথলিক চার্চের ইনচার্জ ফাদার জসিম ফিলিপ মুর্মু।
খ্রিষ্টধর্ম গ্রহণকারীরা হলেন—উপজেলার পারইল কোদবীর মিশনপাড়া এলাকার মৃত ইলিয়াস হেম্ব্রমের স্ত্রী মালতি আনারেখা কিস্কু (৩২) ও তাঁর ছেলে শুভ হেম্ব্রম (৯), স্যামুয়েল হেম্ব্রম (৬) ও সুব্রত হেম্ব্রম (৩) ; একই গ্রামের মৃত পাটোয়ারী মার্ডীর ছেলে অনিল মার্ডী (৫০), ইলিসন মার্ডীর দেড় বছরের মেয়ে ঈশিতা, উইনাল মার্ডীর স্ত্রী সঙ্গীতা হাঁসদা (১৯) ও তাঁর ছেলে উইলসন মার্ডী (১৪), বিশ্বনাথ টুডুর ছেলে রোহাল টুডু (১১)। তারা সবাই একই গ্রামের বাসিন্দা। ওই আচজন ছাড়া ঢাকার আরও তিনজন খ্রিষ্টধর্ম গ্রহণ করেন।
জানা যায়, গতকাল সকালে ফুলবাড়ী উপজেলার ৩ নম্বর কাজিহাল ইউনিয়নের পারইল কোদবীর ক্যাথলিক চার্চের ইনচার্জ ফাদার জসিম ফিলিপ মুর্মু ওই ১১ জনকে সনাতন ধর্ম থেকে খ্রিষ্টধর্মে দীক্ষিত করে ধর্মান্তরিত করেন।
এ বিষয়ে মালতি আনারেখা কিস্কু, অনিল মার্ডী ও সঙ্গীতা হাঁসদা বলেন, ‘সনাতন রীতিনীতিতে বিয়ে হওয়ার কারণে আমাদের বিয়ের কোনো কাগজপত্র নেই। এতে মিশন স্কুলগুলোতে ছেলেমেয়েদের ভর্তি করতে গিয়ে বিড়ম্বনায় পড়তে হচ্ছে। এ ছাড়া গ্রামের কেউ সনাতন আবার কেউ খ্রিষ্টান ধর্ম পালন করছেন। এ কারণে ছেলেমেয়েদের বিয়ে নিয়েও বিড়ম্বনায় পড়তে হয়। এসব বিড়ম্বনা থেকে মুক্ত হতেই সনাতন ধর্ম ত্যাগ করে খ্রিষ্টান ধর্ম গ্রহণ করেছি।’
ইনচার্জ ফাদার জসিম ফিলিপ মুর্মু বলেন, ‘খ্রিষ্টধর্ম গ্রহণকারীরা স্বেচ্ছায় শুভ বড়দিনে চার্চে এসে খ্রিষ্টধর্ম গ্রহণ করেছেন। আনুষ্ঠানিকভাবে তাঁদের খ্রিষ্টধর্ম গ্রহণের জন্য ধর্মীয় দীক্ষা দান করেছি।’
ওই আটজনের খ্রিষ্টধর্ম গ্রহণের সময় চার্চে স্থানীয় খ্রিষ্টধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।

পটুয়াখালীর পায়রা বন্দরে সাড়ে ৬ হাজার কোটি টাকা খরচ করে ড্রেজিং করা হলেও বন্দরটিতে জাহাজ ভিড়তে পারছে না। নাব্যতা-সংকট থাকায় পায়রা বন্দরের জাহাজগুলো ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। পায়রা বন্দর কর্তৃপক্ষ জানায়, পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র এবং আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল)...
২ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
৫ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৫ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
৫ ঘণ্টা আগে