ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

চলছে মধু মাস জ্যৈষ্ঠ। বাজারে হরেক রকম ফলের সমাহার। সব ফলের চেয়ে লিচুর কদর একটু বেশিই। অন্যান্য ফল কেজি দরে বিক্রির কথা শোনা গেলেও লিচু বিক্রির কথা শোনা যায়নি। কিন্তু এবার দিনাজপুরের ফুলবাড়ী পৌর বাজারে কেজি দরে বিক্রি হচ্ছে লিচু। বিক্রেতাকে ঘিরে ভিড় করছেন আগ্রহী উৎসুক ক্রেতারা।
ফুলবাড়ী পৌর বাজারে গতকাল রোববার সন্ধ্যার পর ভ্যানে ফেরি করে কেজি দরে লিচু বিক্রির এমন দৃশ্য চোখে পড়ে। বোঁটা ছাড়া এসব লিচু ৮০-১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
বিক্রেতারা বলছেন, দিনাজপুরে চিরিরবন্দরে উপজেলার বিভিন্ন বাগান থেকে এসব মণ দরে লিচু সংগ্রহ করে ফুলবাড়ীতে এনে কেজি দরে বিক্রি করছেন তাঁরা। বাজারে বিভিন্ন জাতের লিচু আঁটি করে বোঁটাসহ (থোকা) শ দরে ৭০০ থেকে ২৫০ টাকায় বিক্রি হচ্ছে। তবে বোঁটা ছাড়া ফেরি করে এসব লিচু কেজিপ্রতি বিক্রি হচ্ছে মাত্র ৮০ টাকা থেকে ১০০ টাকায়। স্বল্প আয়ের মানুষ কম দামে এসব লিচু কিনতে ভিড় জমাচ্ছেন। প্রতিদিন পৌর শহরের নিমতলা মোড়, ননীগোপালমোড়, বাসস্ট্যান্ড, রেলস্টেশন, টিটিরমোড়সহ বিভিন্ন স্থানে লিচুর বাজার বসছে।
মিলন ও এমাজ উদ্দিন নামে দুই ক্রেতা জানান, ৮০ টাকা দরে এক কেজি করে লিচু কিনেছেন তাঁরা। আগে খেয়ে দেখেছেন, এরপর খেতে ভালো লাগায় পরিবারের জন্য এক কেজি করে লিচু কিনেছেন তাঁরা। ৮০ টাকায় এক কেজি লিচু গুনে প্রায় ৭৫টি পেয়েছেন। তবে কিছু কিছু লিচু নষ্ট আছে। তারপরও দাম কম হিসেবে খুব একটা খারাপ না এবং খেতেও সুমিষ্ট বলে জানান তাঁরা। বাজারে আঁটি করা একশত লিচু কিনতে গেলে ২৫০ টাকা থেকে ৭০০ টাকা দাম পড়ে কম দামে এসব লিচু পেয়ে খুশি তাঁরা।
বিক্রেতা জিয়ারুল শেখ বলেন, ‘এগুলো দেশিসহ বিভিন্ন জাতের লিচু। জেলার চিরিরবন্দর উপজেলার বিভিন্ন বাগানে লিচু পাড়ার সময় গাছ থেকে ঝরে পড়ে যাওয়া লিচুগুলো একসঙ্গে করে কম দামে মন দরে কিনে নেই। এরপর উপজেলার বিভিন্ন হাট-বাজারে বিক্রি করি। বেশির ভাগ লিচু বিভিন্ন রোগ-বালাইয়ের কারণে ঝরে পড়ে যায়। তবে খেতে অন্যান্য লিচুর মতোই মিষ্টি।’

চলছে মধু মাস জ্যৈষ্ঠ। বাজারে হরেক রকম ফলের সমাহার। সব ফলের চেয়ে লিচুর কদর একটু বেশিই। অন্যান্য ফল কেজি দরে বিক্রির কথা শোনা গেলেও লিচু বিক্রির কথা শোনা যায়নি। কিন্তু এবার দিনাজপুরের ফুলবাড়ী পৌর বাজারে কেজি দরে বিক্রি হচ্ছে লিচু। বিক্রেতাকে ঘিরে ভিড় করছেন আগ্রহী উৎসুক ক্রেতারা।
ফুলবাড়ী পৌর বাজারে গতকাল রোববার সন্ধ্যার পর ভ্যানে ফেরি করে কেজি দরে লিচু বিক্রির এমন দৃশ্য চোখে পড়ে। বোঁটা ছাড়া এসব লিচু ৮০-১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
বিক্রেতারা বলছেন, দিনাজপুরে চিরিরবন্দরে উপজেলার বিভিন্ন বাগান থেকে এসব মণ দরে লিচু সংগ্রহ করে ফুলবাড়ীতে এনে কেজি দরে বিক্রি করছেন তাঁরা। বাজারে বিভিন্ন জাতের লিচু আঁটি করে বোঁটাসহ (থোকা) শ দরে ৭০০ থেকে ২৫০ টাকায় বিক্রি হচ্ছে। তবে বোঁটা ছাড়া ফেরি করে এসব লিচু কেজিপ্রতি বিক্রি হচ্ছে মাত্র ৮০ টাকা থেকে ১০০ টাকায়। স্বল্প আয়ের মানুষ কম দামে এসব লিচু কিনতে ভিড় জমাচ্ছেন। প্রতিদিন পৌর শহরের নিমতলা মোড়, ননীগোপালমোড়, বাসস্ট্যান্ড, রেলস্টেশন, টিটিরমোড়সহ বিভিন্ন স্থানে লিচুর বাজার বসছে।
মিলন ও এমাজ উদ্দিন নামে দুই ক্রেতা জানান, ৮০ টাকা দরে এক কেজি করে লিচু কিনেছেন তাঁরা। আগে খেয়ে দেখেছেন, এরপর খেতে ভালো লাগায় পরিবারের জন্য এক কেজি করে লিচু কিনেছেন তাঁরা। ৮০ টাকায় এক কেজি লিচু গুনে প্রায় ৭৫টি পেয়েছেন। তবে কিছু কিছু লিচু নষ্ট আছে। তারপরও দাম কম হিসেবে খুব একটা খারাপ না এবং খেতেও সুমিষ্ট বলে জানান তাঁরা। বাজারে আঁটি করা একশত লিচু কিনতে গেলে ২৫০ টাকা থেকে ৭০০ টাকা দাম পড়ে কম দামে এসব লিচু পেয়ে খুশি তাঁরা।
বিক্রেতা জিয়ারুল শেখ বলেন, ‘এগুলো দেশিসহ বিভিন্ন জাতের লিচু। জেলার চিরিরবন্দর উপজেলার বিভিন্ন বাগানে লিচু পাড়ার সময় গাছ থেকে ঝরে পড়ে যাওয়া লিচুগুলো একসঙ্গে করে কম দামে মন দরে কিনে নেই। এরপর উপজেলার বিভিন্ন হাট-বাজারে বিক্রি করি। বেশির ভাগ লিচু বিভিন্ন রোগ-বালাইয়ের কারণে ঝরে পড়ে যায়। তবে খেতে অন্যান্য লিচুর মতোই মিষ্টি।’

মির্জাপুরের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে (পিটিসি) ফায়ারিং প্রশিক্ষণের সময় মাসুম নামের এক কনস্টেবল গুলিবিদ্ধ হয়েছেন। গুলিটি তাঁর বুকে লাগে। আজ সোমবার সকালে পুলিশ ট্রেনিং সেন্টারে এ ঘটনা ঘটে।
৯ মিনিট আগে
কুমিল্লার চৌদ্দগ্রামে বিএনপি-জামায়াতের দফায় দফায় সংঘর্ষে উপজেলা বিএনপির প্রচার সম্পাদকসহ দুই পক্ষের অন্তত ছয়জন আহত হয়েছেন বলে জানা গেছে। এ সময় বিএনপি সমর্থকদের চারটি মোটরসাইকেল জ্বালিয়ে দেওয়ার ঘটনাও ঘটে। আজ সোমবার (১৯ জানুয়ারি) উপজেলার শুভপুর ইউনিয়নের ধনিজকরা ও মুন্সিরহাট বাজারে সংঘর্ষের ঘটনা ঘটে।
১৫ মিনিট আগে
তিস্তা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন শেষে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ধরনের ভূরাজনৈতিক চাপ নেই। এটি বাংলাদেশের নিজস্ব প্রকল্প এবং চীন এতে বিনিয়োগ করতে আগ্রহী। আজ সোমবার সকালে রংপুরের কাউনিয়া সেতু পরিদর্শন করেন পানিসম্পদ ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান
৩১ মিনিট আগে
নাটোর আদালত প্রাঙ্গণে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। জমি নিয়ে বিরোধজনিত মামলার জেরে আজ সোমবার (১৯ জানুয়ারি) বেলা আড়াইটার দিকে আদালত চত্বরে এ সংঘর্ষ হয়।
৩৪ মিনিট আগে