Ajker Patrika

পার্বতীপুরে ট্রাকের চাপায় প্রাণ গেল দুই যাত্রীর 

দিনাজপুর প্রতিনিধি
আপডেট : ০৩ মে ২০২৩, ১৩: ৩৯
পার্বতীপুরে ট্রাকের চাপায় প্রাণ গেল দুই যাত্রীর 

দিনাজপুরের পার্বতীপুরে ট্রাকের চাপায় ভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন। আজ বুধবার সকাল ৯টার দিকে পার্বতীপুর-ফুলবাড়ী আঞ্চলিক সড়কের চান্দাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

এ ঘটনায় নিহতরা হলেন পৌর শহরের ধুপিপাড়া এলাকার মৃত সুলতানের ছেলে আবুল কালাম (৫৫) এবং একই এলাকার আব্দুল মান্নানের ছেলে আশরাফুল ইসলাম (২৪)। তাঁরা সম্পর্কে খালু-ভাগনে বলে জানা গেছে। 

স্থানীয়রা জানান, পার্বতীপুর থেকে ভ্যানে তাঁরা দুজন ভবানীপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় ফুলবাড়ী থেকে আসা একটি ট্রাক চান্দাপাড়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যানে থাকা দুই যাত্রীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। তাঁরা একত্রে ভাঙ্গারির মালামাল বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করে বাজারে নিয়ে বিক্রি করতেন বলে এলাকাবাসী জানান। 

পার্বতীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুই যাত্রীর মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। ট্রাক ও ট্রাকের চালককে আটক করা হয়েছে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নির্বাচনের পর কী করবেন ড. ইউনূস, জানাল প্রেস উইং

বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের নতুন ব্যাখ্যা দিল ইউরোপীয় ইউনিয়ন

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত