দিনাজপুর প্রতিনিধি

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘আমরা অন্তর্বর্তীকালীন সরকারে উপদেষ্টারা অল্পদিনের দায়িত্ব পেয়েছি। আমার হজের প্যাকেজ নিয়ে কাজ করছি। এবার হজের খরচ কমানো হচ্ছে। দুয়েক দিনের মধ্যে তা ঘোষণা করা হবে।’
আজ সোমবার দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আমতলী উচ্চ বিদ্যালয় মাঠে সিরাতুন্নবী (সা.) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আ ফ ম খালিদ হোসেন বলেন, ‘২৫ সালের জুনে যে হজ হবে, তাতে যেন বাংলাদেশর মানুষ কম খরচে–সুন্দরভাবে করতে পারে, সেই চেষ্টা করছি দিন–রাত। ডলারের দাম বাড়ার কারণে রিয়ালের দাম বেড়েছে। এ জন্য সমস্যা হচ্ছে কিছুটা।’
তিনি বলেন, ‘আমি নিজে মক্কা–মদিনা সফর করেছি, সে দেশের মন্ত্রীর সঙ্গে কথা বলেছি। তারপর দেশে বাংলাদেশ বিমানের সঙ্গে বসেছি, বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের সঙ্গে বসেছি এবং এনবিআরের সঙ্গে আলোচনা করে দুই ক্যাটাগরিতে হজের প্যাকেজ নির্ধারণ করেছি।
হাজিদের জন্য ৮০ জন অভিজ্ঞ ডাক্তার ২০০ জন নার্স ও এক কোটি টাকার ওষুধ সরবরাহ করা হবে। ইনশা আল্লাহ, আমি নিজেও হজে উপস্থিত থাকব, হাজিদের কোনো সমস্যা হবে না।’
ধর্ম উপদেষ্টা বলেন, ‘আমরা দায়িত্ব নেওয়ার পর যে অর্থনীতি পেয়েছি, তা খালি সিন্দুক। দেশে ৫ শতাধিক মডেল মসজিদ তৈরি করা হচ্ছে এর মধ্যে কিছু মসজিদের কাজ সমাপ্ত হয়েছে। এখনো অধিকাংশ মসজিদের কাজ চলমান রয়েছে। আপনাদের আমি জানিয়ে দিতে চাই, এটা সম্পূর্ণ বাংলাদেশ সরকারের টাকায় নির্মিত হচ্ছে।’
আ ফ ম খালিদ হোসেন বলেন, ‘সৌদি আরব যে অর্থ দিতে চেয়েছিল, কোনো কারণে তারা তা দেয়নি। এখানে কোনো অনিয়ম করা চলবে না। কিছু কিছু মসজিদের ছাদে থেকে পানি পড়ছে। আমি নিজে কয়েক দিন আগে কুমিল্লার একটি মডেল মসজিদ পরিদর্শন করেছি, বৃষ্টির সময় দেখি ছাদ দিয়ে পানি পড়ছে।
আমি তদন্ত কমিটি করে দিয়েছি, যারা এ অন্যায়ের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, সে যেই ব্যক্তি হোক। এখন যে মসজিদগুলোর কাজ চলছে সেগুলোতে কোনো অনিয়ম হলে আমাকে জানাবেন, আমি তদন্ত কমিটি করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব।’

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘আমরা অন্তর্বর্তীকালীন সরকারে উপদেষ্টারা অল্পদিনের দায়িত্ব পেয়েছি। আমার হজের প্যাকেজ নিয়ে কাজ করছি। এবার হজের খরচ কমানো হচ্ছে। দুয়েক দিনের মধ্যে তা ঘোষণা করা হবে।’
আজ সোমবার দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আমতলী উচ্চ বিদ্যালয় মাঠে সিরাতুন্নবী (সা.) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আ ফ ম খালিদ হোসেন বলেন, ‘২৫ সালের জুনে যে হজ হবে, তাতে যেন বাংলাদেশর মানুষ কম খরচে–সুন্দরভাবে করতে পারে, সেই চেষ্টা করছি দিন–রাত। ডলারের দাম বাড়ার কারণে রিয়ালের দাম বেড়েছে। এ জন্য সমস্যা হচ্ছে কিছুটা।’
তিনি বলেন, ‘আমি নিজে মক্কা–মদিনা সফর করেছি, সে দেশের মন্ত্রীর সঙ্গে কথা বলেছি। তারপর দেশে বাংলাদেশ বিমানের সঙ্গে বসেছি, বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের সঙ্গে বসেছি এবং এনবিআরের সঙ্গে আলোচনা করে দুই ক্যাটাগরিতে হজের প্যাকেজ নির্ধারণ করেছি।
হাজিদের জন্য ৮০ জন অভিজ্ঞ ডাক্তার ২০০ জন নার্স ও এক কোটি টাকার ওষুধ সরবরাহ করা হবে। ইনশা আল্লাহ, আমি নিজেও হজে উপস্থিত থাকব, হাজিদের কোনো সমস্যা হবে না।’
ধর্ম উপদেষ্টা বলেন, ‘আমরা দায়িত্ব নেওয়ার পর যে অর্থনীতি পেয়েছি, তা খালি সিন্দুক। দেশে ৫ শতাধিক মডেল মসজিদ তৈরি করা হচ্ছে এর মধ্যে কিছু মসজিদের কাজ সমাপ্ত হয়েছে। এখনো অধিকাংশ মসজিদের কাজ চলমান রয়েছে। আপনাদের আমি জানিয়ে দিতে চাই, এটা সম্পূর্ণ বাংলাদেশ সরকারের টাকায় নির্মিত হচ্ছে।’
আ ফ ম খালিদ হোসেন বলেন, ‘সৌদি আরব যে অর্থ দিতে চেয়েছিল, কোনো কারণে তারা তা দেয়নি। এখানে কোনো অনিয়ম করা চলবে না। কিছু কিছু মসজিদের ছাদে থেকে পানি পড়ছে। আমি নিজে কয়েক দিন আগে কুমিল্লার একটি মডেল মসজিদ পরিদর্শন করেছি, বৃষ্টির সময় দেখি ছাদ দিয়ে পানি পড়ছে।
আমি তদন্ত কমিটি করে দিয়েছি, যারা এ অন্যায়ের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, সে যেই ব্যক্তি হোক। এখন যে মসজিদগুলোর কাজ চলছে সেগুলোতে কোনো অনিয়ম হলে আমাকে জানাবেন, আমি তদন্ত কমিটি করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব।’

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদকে প্রধান অভিযুক্ত করে তাঁর দলের অর্ধশতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে চট্টগ্রামের সাতকানিয়া থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের বিএনপি প্রার্থী জসিম উদ্দিনের নির্বাচনী প্রধান সমন্বয়ক ও ছাত্রদলের সাবেক
২১ মিনিট আগে
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় পরিত্যক্ত অবস্থায় একটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলার বানিয়াচং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের শিলাপাঞ্জা গ্রামের ওমানপ্রবাসী মো. মতিউর রহমানের বাড়ির পাশ থেকে গ্রেনেডটি উদ্ধার করা হয়।
৩৫ মিনিট আগে
চুয়াডাঙ্গার জীবননগরে যৌথ বাহিনীর হেফাজতে মারা যাওয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর (৫২) জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে জীবননগর পৌর ঈদগাহ মাঠে তাঁর জানাজা হয়। এতে পুলিশের কর্মকর্তা, বিএনপির নেতা-কর্মীসহ হাজারো মানুষ অংশ নেন। এদিকে ডাবলুর মৃত্যুর...
৩৭ মিনিট আগে
নরসিংদীর রায়পুরায় ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে দুটি ফার্মেসির মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-সংলগ্ন তুলাতুলি এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনমুন পাল।
১ ঘণ্টা আগে