মো. নাজমুল ইসলাম, বীরগঞ্জ (দিনাজপুর)

তেরো বছর আগে ২২ আগস্ট দিনাজপুরের বীরগঞ্জের প্রত্যন্ত গ্রামের জয় প্রকাশ পালের ঘরে জন্ম নেয় দুই কন্যা মনি-মুক্তা। দুজনের পেট ছিল জোড়া লাগানো অবস্থায়। তাদের নিয়ে বেশ দুশ্চিন্তায় পড়েছিলেন জয় প্রকাশ। ওই সময় সারা দেশে আলোচনায় উঠে এসেছিল সেই ঘটনা।
জন্মের পাঁচ মাস পর চিকিৎসক ডা. এআর খানের নেতৃত্বে সফল অস্ত্রোপচারের মাধ্যমে দুই বোনকে আলাদা করা হয়। সেটিও ছিল দেশের চিকিৎসা ব্যবস্থার ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা। প্রতিবছর ঘটা করে তাদের জন্মদিন উদ্যাপন করে পরিবার ও এলাকাবাসী। আগামীকালই তাদের ১৪ তম জন্মদিন। দুই বোনকে শুভেচ্ছা জানিয়েছেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।
উপজেলার শতগ্রাম ইউনিয়নের পালপাড়া গ্রামে জয় প্রকাশ পালের বাড়ি। তাঁর স্ত্রী কৃষ্ণা রানীর গর্ভে ২০০৯ সালের ২২ আগস্ট পার্বতীপুর ল্যাম্ব হাসপাতালে (সিজার) অস্ত্রোপচারের মাধ্যমে পৃথিবীর আলো দেখে মনি-মুক্তা।
২০১০ সালে চিকিৎসকদের পরামর্শে ৩০ জানুয়ারি জয় প্রকাশ পাল ঢাকার শিশু হাসপাতালে নিয়ে দুই বোনকে ভর্তি করান।
একই বছরের ৮ ফেব্রুয়ারি বিশেষজ্ঞ চিকিৎসক ডা. এআর খানের নেতৃত্বে সফল অস্ত্রোপচারের মাধ্যমে দুই বোনকে আলাদা করা হয়। এরপর ফিরে পায় স্বাভাবিক জীবন।
আজ রোববার সরেজমিনে গেলে জয় প্রকাশ জানান, ১৩ বছর পার করে দুই বোন ২২ আগস্ট ১৪ বছরে পা দিচ্ছে। তারা এখন উপজেলার শতগ্রাম ইউনিয়নের ঝাড়বাড়ী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে পড়াশোনা করছে। এ ছাড়া তাঁর একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। ছেলেটি সবার বড়।
ঝাড়বাড়ী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা বলেন, তারা দুই বোন অত্যন্ত মেধাবী এবং শান্ত প্রকৃতির। ভবিষ্যতে তারা ভালো কিছু করবে বলে আশা করি।
আজ বিদ্যালয় থেকে ফেরার পথে মনি-মুক্তার সঙ্গে দেখা হয় এ প্রতিবেদকের। কুশল বিনিময়ের পর তাদের জীবনের লক্ষ্য জানতে চাইলে দুজনেই বলে, চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চায় তারা।
আগামীকাল সোমবার (২২ আগস্ট) বাড়িতে ঘরোয়া ভাবে মনি-মুক্তার জন্মদিন উদ্যাপন করা হবে বলে জানিয়েছে তাদের বড় ভাই স্বজল পাল।

তেরো বছর আগে ২২ আগস্ট দিনাজপুরের বীরগঞ্জের প্রত্যন্ত গ্রামের জয় প্রকাশ পালের ঘরে জন্ম নেয় দুই কন্যা মনি-মুক্তা। দুজনের পেট ছিল জোড়া লাগানো অবস্থায়। তাদের নিয়ে বেশ দুশ্চিন্তায় পড়েছিলেন জয় প্রকাশ। ওই সময় সারা দেশে আলোচনায় উঠে এসেছিল সেই ঘটনা।
জন্মের পাঁচ মাস পর চিকিৎসক ডা. এআর খানের নেতৃত্বে সফল অস্ত্রোপচারের মাধ্যমে দুই বোনকে আলাদা করা হয়। সেটিও ছিল দেশের চিকিৎসা ব্যবস্থার ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা। প্রতিবছর ঘটা করে তাদের জন্মদিন উদ্যাপন করে পরিবার ও এলাকাবাসী। আগামীকালই তাদের ১৪ তম জন্মদিন। দুই বোনকে শুভেচ্ছা জানিয়েছেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।
উপজেলার শতগ্রাম ইউনিয়নের পালপাড়া গ্রামে জয় প্রকাশ পালের বাড়ি। তাঁর স্ত্রী কৃষ্ণা রানীর গর্ভে ২০০৯ সালের ২২ আগস্ট পার্বতীপুর ল্যাম্ব হাসপাতালে (সিজার) অস্ত্রোপচারের মাধ্যমে পৃথিবীর আলো দেখে মনি-মুক্তা।
২০১০ সালে চিকিৎসকদের পরামর্শে ৩০ জানুয়ারি জয় প্রকাশ পাল ঢাকার শিশু হাসপাতালে নিয়ে দুই বোনকে ভর্তি করান।
একই বছরের ৮ ফেব্রুয়ারি বিশেষজ্ঞ চিকিৎসক ডা. এআর খানের নেতৃত্বে সফল অস্ত্রোপচারের মাধ্যমে দুই বোনকে আলাদা করা হয়। এরপর ফিরে পায় স্বাভাবিক জীবন।
আজ রোববার সরেজমিনে গেলে জয় প্রকাশ জানান, ১৩ বছর পার করে দুই বোন ২২ আগস্ট ১৪ বছরে পা দিচ্ছে। তারা এখন উপজেলার শতগ্রাম ইউনিয়নের ঝাড়বাড়ী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে পড়াশোনা করছে। এ ছাড়া তাঁর একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। ছেলেটি সবার বড়।
ঝাড়বাড়ী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা বলেন, তারা দুই বোন অত্যন্ত মেধাবী এবং শান্ত প্রকৃতির। ভবিষ্যতে তারা ভালো কিছু করবে বলে আশা করি।
আজ বিদ্যালয় থেকে ফেরার পথে মনি-মুক্তার সঙ্গে দেখা হয় এ প্রতিবেদকের। কুশল বিনিময়ের পর তাদের জীবনের লক্ষ্য জানতে চাইলে দুজনেই বলে, চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চায় তারা।
আগামীকাল সোমবার (২২ আগস্ট) বাড়িতে ঘরোয়া ভাবে মনি-মুক্তার জন্মদিন উদ্যাপন করা হবে বলে জানিয়েছে তাদের বড় ভাই স্বজল পাল।

পটুয়াখালীর পায়রা বন্দরে সাড়ে ৬ হাজার কোটি টাকা খরচ করে ড্রেজিং করা হলেও বন্দরটিতে জাহাজ ভিড়তে পারছে না। নাব্যতা-সংকট থাকায় পায়রা বন্দরের জাহাজগুলো ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। পায়রা বন্দর কর্তৃপক্ষ জানায়, পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র এবং আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল)...
৩ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
৭ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৭ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
৭ ঘণ্টা আগে