শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে সংরক্ষিত বনাঞ্চলের ভেতর দিয়ে রাস্তা নির্মাণে বাধা দেওয়ায় যুবদল নেতার নেতৃত্বে বন বিভাগের কার্যালয়ে হামলার অভিযোগ উঠেছে। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের অর্ধশতাধিক নেতা-কর্মী অংশ নেন।
গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজেন্দ্রপুর রেঞ্জ কর্মকর্তার কার্যালয়, বিট কার্যালয় ও স্টাফ ব্যারাকে এ হামলার ঘটনা ঘটে। এ সময় ভাঙচুর, বনকর্মীদের মারধর, লুটপাট ও রেঞ্জ কর্মকর্তাকে শাসানো হয়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ও বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করেন।
অভিযুক্ত মো. নজরুল ইসলাম গাজীপুর জেলা যুবদলের সাবেক তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক। তিনি রাজাবাড়ি ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের বাসিন্দা।
রাজেন্দ্রপুর রেঞ্জ কর্মকর্তা সহকারী বন সংরক্ষক (এসিএফ) নাসিমা আক্তার বলেন, ‘রাজেন্দ্রপুর বাজারে সংরক্ষিত বনাঞ্চলের ভেতর দিয়ে একটি রাস্তা নির্মাণে কেন বাধা দিয়েছি এ জন্য গতকাল (বুধবার) নজরুল ইসলামসহ কয়েকজন এসে হুমকি দিয়ে যায়। আজ (বৃহস্পতিবার) এসে হামলা করে। আমাকে চরম অপমান-অপদস্থ করে শাসিয়ে যান। আমি ভয়ে অসুস্থ হয়ে পড়ি। কোনো কথা বের হচ্ছিল না আমার মুখ দিয়ে। হামলার সময় আমাদের কয়েকজন স্টাফ এদিক-সেদিক ছোটাছুটি করে জীবন রক্ষা করেন।’
নিরাপত্তাকর্মী আকতার হোসেন বলেন, ‘এসিএফ স্যারের পাশের রুমে আমি ছিলাম। হঠাৎ করে অর্ধশতাধিক মানুষ লাঠিসোঁটা হাতে অফিসের সীমানাপ্রাচীরের ভেতরে ঢুকে দৌড়ে ছুটে আসে। আমি প্রধান ফটক বন্ধ করার চেষ্টা করি; কিন্তু পারিনি। তারা এসে আমাকে মারধর করে ভেতরে ঢোকে। আমার মোবাইলটি নিয়ে ভেঙে ফেলে।’
এ বিষয়ে অভিযুক্ত নজরুল ইসলামের বক্তব্য জানতে তাঁর ব্যক্তিগত মোবাইল ফোনে কয়েকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, খবর পেয়ে অতিরিক্ত পুলিশ নিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। বন বিভাগের লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

গাজীপুরের শ্রীপুরে সংরক্ষিত বনাঞ্চলের ভেতর দিয়ে রাস্তা নির্মাণে বাধা দেওয়ায় যুবদল নেতার নেতৃত্বে বন বিভাগের কার্যালয়ে হামলার অভিযোগ উঠেছে। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের অর্ধশতাধিক নেতা-কর্মী অংশ নেন।
গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজেন্দ্রপুর রেঞ্জ কর্মকর্তার কার্যালয়, বিট কার্যালয় ও স্টাফ ব্যারাকে এ হামলার ঘটনা ঘটে। এ সময় ভাঙচুর, বনকর্মীদের মারধর, লুটপাট ও রেঞ্জ কর্মকর্তাকে শাসানো হয়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ও বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করেন।
অভিযুক্ত মো. নজরুল ইসলাম গাজীপুর জেলা যুবদলের সাবেক তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক। তিনি রাজাবাড়ি ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের বাসিন্দা।
রাজেন্দ্রপুর রেঞ্জ কর্মকর্তা সহকারী বন সংরক্ষক (এসিএফ) নাসিমা আক্তার বলেন, ‘রাজেন্দ্রপুর বাজারে সংরক্ষিত বনাঞ্চলের ভেতর দিয়ে একটি রাস্তা নির্মাণে কেন বাধা দিয়েছি এ জন্য গতকাল (বুধবার) নজরুল ইসলামসহ কয়েকজন এসে হুমকি দিয়ে যায়। আজ (বৃহস্পতিবার) এসে হামলা করে। আমাকে চরম অপমান-অপদস্থ করে শাসিয়ে যান। আমি ভয়ে অসুস্থ হয়ে পড়ি। কোনো কথা বের হচ্ছিল না আমার মুখ দিয়ে। হামলার সময় আমাদের কয়েকজন স্টাফ এদিক-সেদিক ছোটাছুটি করে জীবন রক্ষা করেন।’
নিরাপত্তাকর্মী আকতার হোসেন বলেন, ‘এসিএফ স্যারের পাশের রুমে আমি ছিলাম। হঠাৎ করে অর্ধশতাধিক মানুষ লাঠিসোঁটা হাতে অফিসের সীমানাপ্রাচীরের ভেতরে ঢুকে দৌড়ে ছুটে আসে। আমি প্রধান ফটক বন্ধ করার চেষ্টা করি; কিন্তু পারিনি। তারা এসে আমাকে মারধর করে ভেতরে ঢোকে। আমার মোবাইলটি নিয়ে ভেঙে ফেলে।’
এ বিষয়ে অভিযুক্ত নজরুল ইসলামের বক্তব্য জানতে তাঁর ব্যক্তিগত মোবাইল ফোনে কয়েকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, খবর পেয়ে অতিরিক্ত পুলিশ নিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। বন বিভাগের লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ-৩ আসন। এই আসনে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৯ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন। এর মধ্যে যাচাই-বাছাইকালে ৫ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। আর প্রার্থীরা প্রবাসী স্ত্রী, ভাই, বোন ও ছেলের টাকায় নির্বাচনী ব্যয় মেটাবেন বলে
৩ ঘণ্টা আগে
সদর, আমতলী ও তালতলী উপজেলা নিয়ে বরগুনা-১ আসন এবং বামনা, পাথরঘাটা ও বেতাগী নিয়ে গঠিত বরগুনা-২ আসন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন দুটিতে মোট বৈধ প্রার্থী ১৮ জন। রিটার্নিং কর্মকর্তার কাছে প্রার্থীদের দেওয়া হলফনামা বিশ্লেষণে দেখা গেছে, কোনো প্রার্থীরই বার্ষিক আয় ১ কোটি টাকা নেই।
৩ ঘণ্টা আগে
পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে বিএনপির প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিন। তিনি জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি। এবারই প্রথম তিনি জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সম্প্রতি তিনি আজকের পত্রিকার পাবনা প্রতিনিধি শাহীন রহমানের মুখোমুখি হয়েছিলেন।
৩ ঘণ্টা আগে
দেশে এলপি গ্যাসের তীব্র সংকট শিগগির অবসানের কোনো আভাস নেই। জ্বালানি মন্ত্রণালয় পর্যাপ্ত মজুতের কথা বললেও এলপি গ্যাস আমদানিকারকেরা বলছেন ভিন্ন কথা। তাঁরা বলছেন, সরবরাহ সংকটই এই অবস্থার কারণ।
৩ ঘণ্টা আগে