নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যায় জড়িত সবার গ্রেপ্তার ও বিচারের আশ্বাসে শাহবাগ থানা ছেড়েছেন শিক্ষার্থীরা। আজ রোববার বেলা দেড়টার দিকে শাহবাগ থানার সামনে থেকে সরে যান তাঁরা।
এর আগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) শিক্ষক, সাম্যের সহপাঠী, বিভাগের শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় কয়েকশ শিক্ষার্থী বেলা সাড়ে ১২টার দিকে শাহবাগ থানার সামনে মিছিল নিয়ে আসেন। শিক্ষার্থীদের মিছিলটি ভেতরে প্রবেশ করতে না পারায় গেটের সামনেই বসে পড়েন তাঁরা। পরে শিক্ষকসহ কয়েকজন প্রতিনিধি শাহবাগ থানার ভেতরে প্রবেশ করে।
বেলা দেড়টায় থানা থেকে বেরিয়ে আইইআর এর অধ্যাপক ড. সিরাজুল ইসলাম বলেন, ‘মামলার তদন্তে অগ্রগতি হয়েছে। পুলিশ জানিয়েছে নতুন আরেকজনকে গ্রেপ্তার করা হয়েছে। আগের তিনজনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে। তারা আশ্বাস দিয়েছেন জিজ্ঞাসাবাদ সময়ে বা তার শেষে বাকি আসামিদেরও গ্রেপ্তার করা হবে।’

তিনি বলেন, ‘আমরা আমাদের দাবিদাওয়া সুনির্দিষ্টভাবে তুলে ধরব। এ ছাড়া এই মামলায় এখন পর্যন্ত যেসব ত্রুটিবিচ্যুতি দেখা গেছে সেগুলো তুলে ধরব বিশ্ববিদ্যালয় প্রশাসন ও স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে।’
তিনি বলেন, ‘ন্যায় বিচারের স্বার্থে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। তবে সবগুলো বিষয় বিবেচনা করে আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করব।’ পরে শিক্ষার্থীরা শাহবাগ থানার সামনের অবস্থান ছেড়ে দেন। এ সময় বিকেলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন বলে জানান শিক্ষার্থীরা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যায় জড়িত সবার গ্রেপ্তার ও বিচারের আশ্বাসে শাহবাগ থানা ছেড়েছেন শিক্ষার্থীরা। আজ রোববার বেলা দেড়টার দিকে শাহবাগ থানার সামনে থেকে সরে যান তাঁরা।
এর আগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) শিক্ষক, সাম্যের সহপাঠী, বিভাগের শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় কয়েকশ শিক্ষার্থী বেলা সাড়ে ১২টার দিকে শাহবাগ থানার সামনে মিছিল নিয়ে আসেন। শিক্ষার্থীদের মিছিলটি ভেতরে প্রবেশ করতে না পারায় গেটের সামনেই বসে পড়েন তাঁরা। পরে শিক্ষকসহ কয়েকজন প্রতিনিধি শাহবাগ থানার ভেতরে প্রবেশ করে।
বেলা দেড়টায় থানা থেকে বেরিয়ে আইইআর এর অধ্যাপক ড. সিরাজুল ইসলাম বলেন, ‘মামলার তদন্তে অগ্রগতি হয়েছে। পুলিশ জানিয়েছে নতুন আরেকজনকে গ্রেপ্তার করা হয়েছে। আগের তিনজনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে। তারা আশ্বাস দিয়েছেন জিজ্ঞাসাবাদ সময়ে বা তার শেষে বাকি আসামিদেরও গ্রেপ্তার করা হবে।’

তিনি বলেন, ‘আমরা আমাদের দাবিদাওয়া সুনির্দিষ্টভাবে তুলে ধরব। এ ছাড়া এই মামলায় এখন পর্যন্ত যেসব ত্রুটিবিচ্যুতি দেখা গেছে সেগুলো তুলে ধরব বিশ্ববিদ্যালয় প্রশাসন ও স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে।’
তিনি বলেন, ‘ন্যায় বিচারের স্বার্থে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। তবে সবগুলো বিষয় বিবেচনা করে আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করব।’ পরে শিক্ষার্থীরা শাহবাগ থানার সামনের অবস্থান ছেড়ে দেন। এ সময় বিকেলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন বলে জানান শিক্ষার্থীরা।

শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) খেলা অনুষ্ঠিত না হওয়ায় টিকিটধারী দর্শকেরা রাজধানীর পল্লবীতে সড়ক অবরোধ করেছেন।
৫ মিনিট আগে
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলায় ডিবির দাখিল করা চার্জশিট প্রত্যাখ্যান করে বাদীর নারাজি দাখিলের পর মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এই নির্দেশ দেন।
১৩ মিনিট আগে
পটুয়াখালী-১ (সদর, মির্জাগঞ্জ ও দুমকি) আসনের আওতাধীন একটি পৌরসভা ও তিনটি উপজেলা বিএনপির কমিটি স্থগিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২২ মিনিট আগে
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারীরা এখনো শনাক্ত হয়নি বলে দাবি করেছে মামলার বাদীপক্ষ। তারা বলছে, ডিবি পুলিশ তদন্ত করে একটি হাস্যকর প্রতিবেদন দিয়েছে। হত্যাকাণ্ডের মূল রহস্য তদন্ত প্রতিবেদনে স্পষ্ট হয়নি। এ কারণে আরও তদন্ত প্রয়োজন।
২৮ মিনিট আগে