নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ করানোর দাবিতে চলছে ‘নগর ভবন ব্লকেড’। অবরুদ্ধ নগর ভবনে সব ধরনের দাপ্তরিক কার্যক্রম এবং নাগরিক সেবা বন্ধ রয়েছে।
আজ সোমবার সকাল ১১টা থেকে শুরু হয় এই ব্লকেড কর্মসূচি। পূর্বঘোষিত এই কর্মসূচিতে ‘ঢাকাবাসী’ ব্যানারে অংশ নিয়েছেন ইশরাক হোসেনের সমর্থকেরা।
আজ সকাল থেকে নগর ভবনের প্রধান ফটকের সামনের সড়কে আন্দোলনকারীদের অবস্থান নিতে দেখা যায়। এক পর্যায়ে সড়কে বসে স্লোগান দিতে থাকেন তাঁরা। এতে নগর ভবন ও আশপাশের সড়কে যান চলাচল ব্যাহত হতে থাকে।
নগর ভবন অবরুদ্ধ করায় গত শনিবার থেকে টানা বন্ধ রয়েছে সকল ধরনের দাপ্তরিক কার্যক্রম। নাগরিক সেবাও ব্যাহত রয়েছে। অনেক সেবাপ্রার্থী এসে ফিরে যাচ্ছেন খালি হাতে।
স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়ার পদত্যাগের দাবিতে ‘দফা এক দাবি এক, আসিফ মাহমুদের পদত্যাগ’-সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এ ছাড়াও তাঁরা ‘শপথ নিয়ে টালবাহানা, চলবে না চলবে না’, ‘আমাদের দাবি মানতে হবে’ ইত্যাদি স্লোগান দেন।
এর আগে গতকাল রোববার বিক্ষোভকারীরা এই ব্লকেড কর্মসূচি ঘোষণা করেন ৷ তাঁরা বলেন, নগর ভবনের সব কার্যক্রম বন্ধ রাখতে আজ সোমবার তাঁরা নগর ভবন ব্লকেড কর্মসূচি পালন করবেন। তাঁরা আরও বলেন, মেয়র ছাড়া নগর ভবনের কোনো কার্যক্রম চলবে না। ইশরাককে শপথ দেওয়ার আগ পর্যন্ত নগর ভবনের একটি তালাও খুলবে না।
ইশরাক হোসেনকে মেয়র পদে বসানোর দাবিতে এই আন্দোলন গত বুধবার থেকে চলছে। আন্দোলনকারীরা তাঁদের দাবি আদায় করতে লাগাতার কর্মসূচি ঘোষণা করেন।

বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ করানোর দাবিতে চলছে ‘নগর ভবন ব্লকেড’। অবরুদ্ধ নগর ভবনে সব ধরনের দাপ্তরিক কার্যক্রম এবং নাগরিক সেবা বন্ধ রয়েছে।
আজ সোমবার সকাল ১১টা থেকে শুরু হয় এই ব্লকেড কর্মসূচি। পূর্বঘোষিত এই কর্মসূচিতে ‘ঢাকাবাসী’ ব্যানারে অংশ নিয়েছেন ইশরাক হোসেনের সমর্থকেরা।
আজ সকাল থেকে নগর ভবনের প্রধান ফটকের সামনের সড়কে আন্দোলনকারীদের অবস্থান নিতে দেখা যায়। এক পর্যায়ে সড়কে বসে স্লোগান দিতে থাকেন তাঁরা। এতে নগর ভবন ও আশপাশের সড়কে যান চলাচল ব্যাহত হতে থাকে।
নগর ভবন অবরুদ্ধ করায় গত শনিবার থেকে টানা বন্ধ রয়েছে সকল ধরনের দাপ্তরিক কার্যক্রম। নাগরিক সেবাও ব্যাহত রয়েছে। অনেক সেবাপ্রার্থী এসে ফিরে যাচ্ছেন খালি হাতে।
স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়ার পদত্যাগের দাবিতে ‘দফা এক দাবি এক, আসিফ মাহমুদের পদত্যাগ’-সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এ ছাড়াও তাঁরা ‘শপথ নিয়ে টালবাহানা, চলবে না চলবে না’, ‘আমাদের দাবি মানতে হবে’ ইত্যাদি স্লোগান দেন।
এর আগে গতকাল রোববার বিক্ষোভকারীরা এই ব্লকেড কর্মসূচি ঘোষণা করেন ৷ তাঁরা বলেন, নগর ভবনের সব কার্যক্রম বন্ধ রাখতে আজ সোমবার তাঁরা নগর ভবন ব্লকেড কর্মসূচি পালন করবেন। তাঁরা আরও বলেন, মেয়র ছাড়া নগর ভবনের কোনো কার্যক্রম চলবে না। ইশরাককে শপথ দেওয়ার আগ পর্যন্ত নগর ভবনের একটি তালাও খুলবে না।
ইশরাক হোসেনকে মেয়র পদে বসানোর দাবিতে এই আন্দোলন গত বুধবার থেকে চলছে। আন্দোলনকারীরা তাঁদের দাবি আদায় করতে লাগাতার কর্মসূচি ঘোষণা করেন।

পটুয়াখালীর পায়রা বন্দরে সাড়ে ৬ হাজার কোটি টাকা খরচ করে ড্রেজিং করা হলেও বন্দরটিতে জাহাজ ভিড়তে পারছে না। নাব্যতা-সংকট থাকায় পায়রা বন্দরের জাহাজগুলো ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। পায়রা বন্দর কর্তৃপক্ষ জানায়, পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র এবং আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল)...
৪ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
৭ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৭ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
৭ ঘণ্টা আগে