
নারায়ণগঞ্জ থেকে বিভিন্ন সড়কে চলাচলকারী এসি–ননএসি বাসের ভাড়া কমানোর দাবি জানিয়েছে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম। ১৫ নভেম্বরের মধ্যে দাবি না মানলে ১৭ নভেম্বর শহরে অর্ধ-দিবস হরতালের ডাক দিয়েছেন সংগঠনের নেতারা।
আজ শনিবার নারায়ণগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে সংগঠনের আহ্বায়ক রফিউর রাব্বী বলেন, ‘নারায়ণগঞ্জে পরিবহন নিয়ে অরাজকতা দীর্ঘদিনের। আওয়ামী লীগের শাসনামলে বিভিন্ন সেক্টরের মতো পরিবহন খাতটি ছিল ওসমান পরিবারের চাঁদাবাজির অন্যতম উৎস। যথেচ্ছভাবে ভাড়া বৃদ্ধি করে জনগণের দুর্ভোগ তৈরিতে স্থানীয় বিআরটিএ ও প্রশাসন সব সময় তাদের সহায়তা করেছে।’
তিনি বলেন, ‘গত ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর আমরা চাই, পরিবহন সেক্টরে যেন আবার অন্য কোনো চাঁদাবাজ-গডফাদারদের হাতে বন্দী হয়ে না পড়ে। সে জন্য নারায়ণগঞ্জ থেকে ঢাকাসহ সকল রুটের ভাড়া যৌক্তিক পর্যায়ে কমিয়ে আনা এবং ছাত্রদের জন্য অর্ধেক ভাড়া দ্রুত কার্যকর করার দাবি করছি।’
রফিউর রাব্বী বলেন, ‘আমরা দাবি জানাচ্ছি, ঢাকা–নারায়ণগঞ্জ রুটের ননএসি বাসের ভাড়া ৪৫ টাকা এবং এসি বাসের ভাড়া ৬৫ টাকা করতে হবে। একইভাবে পাগলা, পোস্তগোলা, চিটাগাং রোড, পানাম রুটের ভাড়া যৌক্তিক পর্যায়ে কমিয়ে আনতে হবে। ছাত্রদের জন্য অর্ধেক ভাড়া কার্যকর করতে হবে। আমরা প্রত্যাশা করব, চূড়ান্ত কর্মসূচিতে যাওয়ার আগেই ১৫ নভেম্বরের মধ্যে মানুষের যৌক্তিক দাবি মেনে নিয়ে পরিবহন মাফিয়াদের হাত থেকে জনগণের অধিকারকে রক্ষা করবেন।’
পরে কর্মসূচি ঘোষণা করা হয়, ‘আগামী ১ থেকে ৮ নভেম্বর নাগরিক ও বিভিন্ন সংগঠনের সঙ্গে মতবিনিময়। ৯ নভেম্বর মিছিল। ১০ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত পথসভা ও গণসংযোগ। ১৪ নভেম্বর মাইকিং। ১৫ নভেম্বর শহীদ মিনারে মহাসমাবেশ। ১৬ নভেম্বর সন্ধ্যায় মশাল মিছিল। ১৭ নভেম্বর নারায়ণগঞ্জ শহরে সকাল ৬টা থেকে দুপুর দুইটা পর্যন্ত অর্ধ-দিবস সর্বাত্মক হরতাল।

রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে প্রার্থী হতে ৩৮ জন মনোনয়ন দাখিল করেছিলেন। তাঁদের মধ্যে ১৯ জনের মনোনয়নপত্র বাতিল হয়। নির্বাচন কমিশনে আপিলের পর প্রার্থিতা ফিরে পেয়েছেন ১৩ জন। এখন রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে মোট প্রার্থী ৩২ জন।
৫ মিনিট আগে
জীবনের প্রতি ক্রমবর্ধমান বিতৃষ্ণা, হতাশা আর অনিশ্চয়তা মানুষকে ঠেলে দিচ্ছে চরম সিদ্ধান্তের দিকে। সামাজিক বন্ধন দুর্বল হওয়া, পারিবারিক উষ্ণতার অভাব, অর্থনৈতিক চাপ এবং মানসিক স্বাস্থ্যের অবহেলা মিলিয়ে আত্মহত্যা যেন অনেকের কাছে ‘শেষ মুক্তির পথ’ হয়ে উঠছে।
২০ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্তে আবারও সক্রিয় হয়ে উঠেছে অস্ত্র কারবারিরা। চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর সীমান্তপথে বাড়ছে অবৈধ অস্ত্রের আনাগোনা। প্রায় প্রতিদিনই ঢুকছে আগ্নেয়াস্ত্র। পরিস্থিতি সামাল দিতে জড়িতদের তালিকা করে নজরদারি ও অভিযান জোরদার করেছে পুলিশ।
৩০ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের সিদ্ধান্তে ঢাকা-১৯ আসনে জামায়াতে ইসলামী প্রার্থিতা প্রত্যাহার করে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ছেড়ে দিয়েছে। তবে জোটের আরেক শরিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) প্রার্থিতা প্রত্যাহার করেনি। ফলে প্রার্থী না থাকলেও জামায়াতের ভোট কোন বাক্সে গিয়ে পড়বে...
৩৫ মিনিট আগে