
নানা আয়োজনে বিশ্ব সাদাছড়ি দিবস পালন করেছে ব্লাইন্ড এডুকেশন এন্ড রিহেবিলিটেশন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (বার্ডো)। দিবসটি উপলক্ষে শনিবার (২২ অক্টোবর) সকাল ১০টায় র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া বিকেলে অনুষ্ঠিত হয় কর্মশালা। এবারের সাদাছড়ি দিবসের প্রতিপাদ্য ‘দৃষ্টিজয়ে ব্যবহার করি, প্রযুক্তি নির্ভর সাদাছড়ি’।
সাদাছড়ি নিরাপত্তা দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন মোহাম্মদ জসিম উদ্দিন, নির্বাহী সচিব (যুগ্ম সচিব), বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ, সমাজ কল্যাণ মন্ত্রণালয়।
তিনি তার বক্তব্যে বলেন, ‘বার্ডো’র উন্নয়নে যা যা করণীয় আমি বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের পক্ষ থেকে তা করব। আমি যেখানে থাকি না কেন আমি বার্ডো’র সঙ্গে আছি। বার্ডো অত্যাধুনিক ডিজিটাল ব্রেইল প্রেস স্থাপনরে জন্য দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীরা একধাপ এগিয়ে যাবে বলে আমি মনে করি।’
বিশেষ অতিথি হিসেবে ইঞ্জিনিয়ার কামরুল আহসান বলেন, ‘আমি বার্ডোকে সহযোগিতা করছি। ভবিষ্যতে এই সহযোগিতা অব্যাহত থাকবে।’
আলোচনা সভায় মূল প্রবন্ধ পাঠ করেন বার্ডো’র আবাসিক বিদ্যালয়ের ছাত্র মো. মহসিন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্রেইল পাঠাগার উন্নয়ন ও করণীয় শীর্ষক কর্মশালা উদ্বোধন করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য (আইন ও নীতি), শাহনওয়াজ দিলরুবা খান। বার্ডো ব্রেইল পাঠাগার উন্নয়ন ও করণীয় শীর্ষক কর্মশালায় মূল প্রবন্ধ পাঠ করেন মো. রাসেল। কর্মশালায় প্রায় ৫০ জন অংশগ্রহণকারী অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বার্ডোর নির্বাহী পরিচালক মো. সাইদুল হক বলেন, ‘বার্ডো অত্যাধুনিক ব্রেইল প্রেস স্থাপন করা ও ৬টি ব্রেইল প্রিন্টার আছে। আবাসিক বিদ্যালয়ে ৫০ জন দৃষ্টি প্রতিবন্ধী ছাত্র আছে। বার্ডো মেয়েদের জন্য একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করার চেষ্টায় আছে।’

নানা আয়োজনে বিশ্ব সাদাছড়ি দিবস পালন করেছে ব্লাইন্ড এডুকেশন এন্ড রিহেবিলিটেশন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (বার্ডো)। দিবসটি উপলক্ষে শনিবার (২২ অক্টোবর) সকাল ১০টায় র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া বিকেলে অনুষ্ঠিত হয় কর্মশালা। এবারের সাদাছড়ি দিবসের প্রতিপাদ্য ‘দৃষ্টিজয়ে ব্যবহার করি, প্রযুক্তি নির্ভর সাদাছড়ি’।
সাদাছড়ি নিরাপত্তা দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন মোহাম্মদ জসিম উদ্দিন, নির্বাহী সচিব (যুগ্ম সচিব), বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ, সমাজ কল্যাণ মন্ত্রণালয়।
তিনি তার বক্তব্যে বলেন, ‘বার্ডো’র উন্নয়নে যা যা করণীয় আমি বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের পক্ষ থেকে তা করব। আমি যেখানে থাকি না কেন আমি বার্ডো’র সঙ্গে আছি। বার্ডো অত্যাধুনিক ডিজিটাল ব্রেইল প্রেস স্থাপনরে জন্য দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীরা একধাপ এগিয়ে যাবে বলে আমি মনে করি।’
বিশেষ অতিথি হিসেবে ইঞ্জিনিয়ার কামরুল আহসান বলেন, ‘আমি বার্ডোকে সহযোগিতা করছি। ভবিষ্যতে এই সহযোগিতা অব্যাহত থাকবে।’
আলোচনা সভায় মূল প্রবন্ধ পাঠ করেন বার্ডো’র আবাসিক বিদ্যালয়ের ছাত্র মো. মহসিন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্রেইল পাঠাগার উন্নয়ন ও করণীয় শীর্ষক কর্মশালা উদ্বোধন করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য (আইন ও নীতি), শাহনওয়াজ দিলরুবা খান। বার্ডো ব্রেইল পাঠাগার উন্নয়ন ও করণীয় শীর্ষক কর্মশালায় মূল প্রবন্ধ পাঠ করেন মো. রাসেল। কর্মশালায় প্রায় ৫০ জন অংশগ্রহণকারী অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বার্ডোর নির্বাহী পরিচালক মো. সাইদুল হক বলেন, ‘বার্ডো অত্যাধুনিক ব্রেইল প্রেস স্থাপন করা ও ৬টি ব্রেইল প্রিন্টার আছে। আবাসিক বিদ্যালয়ে ৫০ জন দৃষ্টি প্রতিবন্ধী ছাত্র আছে। বার্ডো মেয়েদের জন্য একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করার চেষ্টায় আছে।’

সোমবার বিকেলে র্যাব-৭-এর একটি আভিযানিক দল মেজর জালিস মাহমুদ খানের নেতৃত্বে সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেপ্তারের উদ্দেশ্যে অভিযান পরিচালনা করে। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে মাইকে ঘোষণা দিয়ে ৪০০ থেকে ৫০০ দুষ্কৃতকারী র্যাব সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়।
১০ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করায় শেরপুর-১ (সদর) আসনে বিএনপি, জামায়াত, স্বতন্ত্রসহ তিন প্রার্থীকে শোকজ (কারণ দর্শানোর নোটিশ) করেছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। গতকাল সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় শোকজের বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর-১ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক...
২৬ মিনিট আগে
১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে অবশেষে মুক্ত হলেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য (ভিসি) ও উপ-উপাচার্য (প্রোভিসি)। গতকাল সোমবার দিবাগত রাত ১টায় শাকসুর দাবিতে আন্দোলনকারীরা কর্মসূচি সাময়িক স্থগিত করে আন্দোলনস্থল ত্যাগ করলে তাঁরা মুক্ত হন।
৩ ঘণ্টা আগে
রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৮ ঘণ্টা আগে