নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঈদের ছুটি শেষ। তালা খুলছে কর্মস্থলগুলোর। কর্মদিবস শুরু হতে থাকায় ধাপে ধাপে রাজধানীমুখী যাত্রা শুরু করেছেন ঈদে বাড়ি ফেরা মানুষজন। ঈদের আগে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে দুর্ভোগ ও যানজটের চিত্র থাকলেও, ঈদের পর ঢাকায় ফেরা যাত্রা তুলনামূলকভাবে নির্বিঘ্নভাবে হচ্ছে বলে জানান তাঁরা।
আজ বৃহস্পতিবার সকাল থেকেই কমলাপুর রেলস্টেশন ও বাস টার্মিনালগুলোতে যাত্রীদের উপস্থিতি বাড়তে শুরু করেছে। ঢাকামুখী যাত্রীর চাপ বেড়ে যাওয়ায় বাস-ট্রেনে দেখা গেছে ভিড়। বিভিন্ন জেলার যাত্রীরা সকাল থেকেই পৌঁছাচ্ছেন রাজধানীতে।
তবে করোনাভাইরাসের নতুন ধরন শনাক্ত হওয়ার পর স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে জনসমাগমে মাস্ক পরার নির্দেশনা থাকলেও কমলাপুর স্টেশনে যাত্রীদের মধ্যে তার তেমন প্রতিফলন দেখা যায়নি।
ঠাকুরগাঁও থেকে ঢাকায় ফিরছেন এমন এক যাত্রী মো. রাসেল বলেন, ‘ঈদের ছুটির পর কাজে ফিরতেই হবে, না গেলে চাকরির সমস্যা হবে। তবে যাত্রাটা মোটামুটি ভালোই হয়েছে। ট্রেন কিছুটা দেরি করলেও ভোগান্তি হয়নি।’
একই সঙ্গে ঢাকায় ফিরেছেন নারায়ণগঞ্জের গার্মেন্টসকর্মী সুলতানা আক্তার। তিনি বলেন, ‘আজ কাজে যোগ দিতে হবে। তাই সকালেই ট্রেনে উঠেছি। ভিড় ছিল, কিন্তু সিট পেয়েছি। তবে মাস্ক কেউ পরছে না, এটা নিয়ে একটু ভয় লাগে।’
যাত্রা নির্বিঘ্ন হলেও বিশেষজ্ঞরা বলছেন, করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে মাস্ক পরা ও সচেতনতা জরুরি। ভিড়পূর্ণ পরিবেশে স্বাস্থ্যবিধি না মানলে সংক্রমণের হার বাড়তে পারে বলে সতর্ক করছেন তাঁরা।
কমলাপুর রেলস্টেশনের ম্যানেজার মো. সাজেদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘যাত্রীদের মাস্ক পরার জন্য আমরা সচেতন করছি। আর এটা যাত্রীদের নিজেদেরও সচেতন হওয়া উচিত। আপাতত রেল মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক কাজ চলছে। তবে স্টেশনে এখনো সেই অর্থে জোরদার চেকিং করা হচ্ছে না মাস্ক পরার বিষয়ে। আপাতত সচেতন করার পর্যায়ে আছে।’
ঈদের ফিরতি যাত্রার বিষয়ে তিনি বলেন, ‘এখন পর্যন্ত নির্বিঘ্ন হচ্ছে। সকাল থেকে সবগুলো ট্রেন নির্ধারিত সময় কমলাপুরে এসেছে এবং নির্ধারিত সময় কমলাপুর থেকে দেশের বিভিন্ন প্রান্তে ছেড়ে গেছে। গত কয়েক দিনের তুলনায় বৃহস্পতিবার যাত্রীর চাপ কিছুটা বেড়েছে। আমরা ধারণা করছি আগামী দুই দিন যাত্রী চাপ আরও বাড়বে।’
আগামী ১৫ জুন খুলবে সরকারি অফিস-আদালত।

ঈদের ছুটি শেষ। তালা খুলছে কর্মস্থলগুলোর। কর্মদিবস শুরু হতে থাকায় ধাপে ধাপে রাজধানীমুখী যাত্রা শুরু করেছেন ঈদে বাড়ি ফেরা মানুষজন। ঈদের আগে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে দুর্ভোগ ও যানজটের চিত্র থাকলেও, ঈদের পর ঢাকায় ফেরা যাত্রা তুলনামূলকভাবে নির্বিঘ্নভাবে হচ্ছে বলে জানান তাঁরা।
আজ বৃহস্পতিবার সকাল থেকেই কমলাপুর রেলস্টেশন ও বাস টার্মিনালগুলোতে যাত্রীদের উপস্থিতি বাড়তে শুরু করেছে। ঢাকামুখী যাত্রীর চাপ বেড়ে যাওয়ায় বাস-ট্রেনে দেখা গেছে ভিড়। বিভিন্ন জেলার যাত্রীরা সকাল থেকেই পৌঁছাচ্ছেন রাজধানীতে।
তবে করোনাভাইরাসের নতুন ধরন শনাক্ত হওয়ার পর স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে জনসমাগমে মাস্ক পরার নির্দেশনা থাকলেও কমলাপুর স্টেশনে যাত্রীদের মধ্যে তার তেমন প্রতিফলন দেখা যায়নি।
ঠাকুরগাঁও থেকে ঢাকায় ফিরছেন এমন এক যাত্রী মো. রাসেল বলেন, ‘ঈদের ছুটির পর কাজে ফিরতেই হবে, না গেলে চাকরির সমস্যা হবে। তবে যাত্রাটা মোটামুটি ভালোই হয়েছে। ট্রেন কিছুটা দেরি করলেও ভোগান্তি হয়নি।’
একই সঙ্গে ঢাকায় ফিরেছেন নারায়ণগঞ্জের গার্মেন্টসকর্মী সুলতানা আক্তার। তিনি বলেন, ‘আজ কাজে যোগ দিতে হবে। তাই সকালেই ট্রেনে উঠেছি। ভিড় ছিল, কিন্তু সিট পেয়েছি। তবে মাস্ক কেউ পরছে না, এটা নিয়ে একটু ভয় লাগে।’
যাত্রা নির্বিঘ্ন হলেও বিশেষজ্ঞরা বলছেন, করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে মাস্ক পরা ও সচেতনতা জরুরি। ভিড়পূর্ণ পরিবেশে স্বাস্থ্যবিধি না মানলে সংক্রমণের হার বাড়তে পারে বলে সতর্ক করছেন তাঁরা।
কমলাপুর রেলস্টেশনের ম্যানেজার মো. সাজেদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘যাত্রীদের মাস্ক পরার জন্য আমরা সচেতন করছি। আর এটা যাত্রীদের নিজেদেরও সচেতন হওয়া উচিত। আপাতত রেল মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক কাজ চলছে। তবে স্টেশনে এখনো সেই অর্থে জোরদার চেকিং করা হচ্ছে না মাস্ক পরার বিষয়ে। আপাতত সচেতন করার পর্যায়ে আছে।’
ঈদের ফিরতি যাত্রার বিষয়ে তিনি বলেন, ‘এখন পর্যন্ত নির্বিঘ্ন হচ্ছে। সকাল থেকে সবগুলো ট্রেন নির্ধারিত সময় কমলাপুরে এসেছে এবং নির্ধারিত সময় কমলাপুর থেকে দেশের বিভিন্ন প্রান্তে ছেড়ে গেছে। গত কয়েক দিনের তুলনায় বৃহস্পতিবার যাত্রীর চাপ কিছুটা বেড়েছে। আমরা ধারণা করছি আগামী দুই দিন যাত্রী চাপ আরও বাড়বে।’
আগামী ১৫ জুন খুলবে সরকারি অফিস-আদালত।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৫ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৫ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৫ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৫ ঘণ্টা আগে