উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর উত্তরা পূর্ব থানা-পুলিশ হাজতে হিরণ মিয়া (৫০) নামের এক আসামীর মারা গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার বিকেল ৫টা ১০ মিনিটে থানা হাজতে ওই ব্যক্তি অসুস্থ হয়ে পড়েন। তাঁকে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত হিরণ মিয়া রাজধানীর খিলক্ষেতে নামাপাড়া এলাকার দর্জি বাড়ির ইসমাঈল দর্জির ছেলে। হিরণ নিকুঞ্জের ৫ নম্বর সড়কের তার বড় ভাইয়ের স্যামসাং শোরুমের ম্যানেজার হিসাবে কর্মরত ছিলেন।
হিরণের স্ত্রী আকলিমা আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘রাজউক অফিসে দুপুর ২টার দিকে অনেক মারামারি হয়েছে বলে শুনছি। পরে পুলিশ তাঁকে ধরে নিয়ে থানায় গেছে। তারপর বিকেল ৫টার দিকে খবর পাই। খবর পেয়ে হাসপাতালে এসে দেখি হিরণ আর নাই।’
হিরণের স্বজনেরা অভিযোগ করে বলেন, ‘হিরণ উত্তরা ৬ নম্বর সেক্টরের রাজউক অফিসে প্লান পাস করতে গিয়েছিল। পরে সেখানে কিছু লোক তাঁকে মারধর করে আটকে রাখে। তারপর ৯৯৯ এ ফোন দিয়ে হিরণকে পুলিশে দেয়।’
এ বিষয়ে উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জহিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘মারামারির ঘটনায় হিরণকে সাড়ে ৪টার দিকে আটক করে থানার হাজতে রাখা হয়েছে। আমিনুল ইসলাম নামে একজন তাঁর (হিরণ) বিরুদ্ধে একটি মারামারি মামলার জন্য অভিযোগ দিচ্ছিলেন। এরমধ্যে হিরণ হাসতে হাসতে অসুস্থ হয়ে যান। পরে তাঁকে দ্রুত উদ্ধার করে বাংলাদেশ মৈত্রী সরকারী হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
ওসি বলেন, ‘আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি হিরণের পরিবারের পাঁচজন এমন হঠাৎ করে মারা গেছে।’
অপরদিকে বিমানবন্দর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. সাইফুল ইসলাম সাইফ আজকের পত্রিকাকে বলেন, ‘উত্তরা পূর্ব থানায় জাতীয় জরুরী সেবা ৯৯৯ থেকে একটি কল আসে। তখন আমরা জানতে পারি, রাজউক অফিসে দুই গ্রুপের মধ্যে মারামারি হচ্ছে। পরে হিরণকে পুলিশ আটক করে থানায় নিয়ে আসে। সেই সঙ্গে আমিনুল নামের এক ব্যক্তি তার বিরুদ্ধে অভিযোগ দেন। যার কারণে হিরণকে হাজতে রাখা হয়েছিল। পরে হটাৎ করে অসুস্থ হয়ে হিরণ মারা যান।’
এসি সাইফ বলেন, ‘জানা গেছে, আরাফাত নামের একজন হিরণকে ফোন করে রাজউক অফিসে নিয়ে এসেছিল। আরাফাতের সঙ্গে আমিনুলের মনমালিন্য হয়েছিল তাই। পরে আরাফাত ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে।’
উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ মোর্শেদ আলম আজকের পত্রিকাকে বলেন, ‘নিহতের মরদেহ একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতাল করা হবে। পরে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হবে।’

রাজধানীর উত্তরা পূর্ব থানা-পুলিশ হাজতে হিরণ মিয়া (৫০) নামের এক আসামীর মারা গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার বিকেল ৫টা ১০ মিনিটে থানা হাজতে ওই ব্যক্তি অসুস্থ হয়ে পড়েন। তাঁকে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত হিরণ মিয়া রাজধানীর খিলক্ষেতে নামাপাড়া এলাকার দর্জি বাড়ির ইসমাঈল দর্জির ছেলে। হিরণ নিকুঞ্জের ৫ নম্বর সড়কের তার বড় ভাইয়ের স্যামসাং শোরুমের ম্যানেজার হিসাবে কর্মরত ছিলেন।
হিরণের স্ত্রী আকলিমা আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘রাজউক অফিসে দুপুর ২টার দিকে অনেক মারামারি হয়েছে বলে শুনছি। পরে পুলিশ তাঁকে ধরে নিয়ে থানায় গেছে। তারপর বিকেল ৫টার দিকে খবর পাই। খবর পেয়ে হাসপাতালে এসে দেখি হিরণ আর নাই।’
হিরণের স্বজনেরা অভিযোগ করে বলেন, ‘হিরণ উত্তরা ৬ নম্বর সেক্টরের রাজউক অফিসে প্লান পাস করতে গিয়েছিল। পরে সেখানে কিছু লোক তাঁকে মারধর করে আটকে রাখে। তারপর ৯৯৯ এ ফোন দিয়ে হিরণকে পুলিশে দেয়।’
এ বিষয়ে উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জহিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘মারামারির ঘটনায় হিরণকে সাড়ে ৪টার দিকে আটক করে থানার হাজতে রাখা হয়েছে। আমিনুল ইসলাম নামে একজন তাঁর (হিরণ) বিরুদ্ধে একটি মারামারি মামলার জন্য অভিযোগ দিচ্ছিলেন। এরমধ্যে হিরণ হাসতে হাসতে অসুস্থ হয়ে যান। পরে তাঁকে দ্রুত উদ্ধার করে বাংলাদেশ মৈত্রী সরকারী হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
ওসি বলেন, ‘আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি হিরণের পরিবারের পাঁচজন এমন হঠাৎ করে মারা গেছে।’
অপরদিকে বিমানবন্দর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. সাইফুল ইসলাম সাইফ আজকের পত্রিকাকে বলেন, ‘উত্তরা পূর্ব থানায় জাতীয় জরুরী সেবা ৯৯৯ থেকে একটি কল আসে। তখন আমরা জানতে পারি, রাজউক অফিসে দুই গ্রুপের মধ্যে মারামারি হচ্ছে। পরে হিরণকে পুলিশ আটক করে থানায় নিয়ে আসে। সেই সঙ্গে আমিনুল নামের এক ব্যক্তি তার বিরুদ্ধে অভিযোগ দেন। যার কারণে হিরণকে হাজতে রাখা হয়েছিল। পরে হটাৎ করে অসুস্থ হয়ে হিরণ মারা যান।’
এসি সাইফ বলেন, ‘জানা গেছে, আরাফাত নামের একজন হিরণকে ফোন করে রাজউক অফিসে নিয়ে এসেছিল। আরাফাতের সঙ্গে আমিনুলের মনমালিন্য হয়েছিল তাই। পরে আরাফাত ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে।’
উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ মোর্শেদ আলম আজকের পত্রিকাকে বলেন, ‘নিহতের মরদেহ একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতাল করা হবে। পরে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হবে।’

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৩ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৪ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৪ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
৫ ঘণ্টা আগে