ঢাবি প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে তৎকালীন প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে গত ১৪ জুলাই রাতে ‘তুমি কে আমি কে, রাজাকার রাজাকার’ স্লোগান দিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা।
এখন সেই স্লোগান সমন্বয়কদের একাংশ বিকৃত করছেন বলে অভিযোগ করে প্রতিবাদ মিছিল করেছে ঢাবির শিক্ষার্থীরা।
রোববার (১৫ সেপ্টেম্বর) রাত ১০টার পরে ঢাবি ক্যাম্পাসে ’তুমি কে আমি কে, রাজাকার রাজাকার’ স্লোগান দিয়ে মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি হল পাড়া, ভিসি চত্বর, টিএসসি সড়কদ্বীপসহ ক্যাম্পাসের বিভিন্ন জায়গা প্রদক্ষিণ করে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এসে শেষ হয়।
এ সময় শিক্ষার্থীরা ’তুমি কে আমি কে, রাজাকার, রাজাকার ; কে বলেছে কে বলেছে, স্বৈরাচার স্বৈরাচার’স্লোগান দিতে থাকেন।
মিছিল পরবর্তী সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ বলেন, ’একদল লোক গণঅভ্যুত্থানের স্মৃতিচিহ্ন মুছে দিতে চায়। খুনি হাসিনা রাজাকার ট্যাগ দিয়ে বিরোধী দলের ওপর নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে। রাজাকার স্লোগান হাসিনাকে ইতিহাসের ঘৃণিত ব্যক্তিতে রূপ দিয়েছে।'
তিনি বলেন, 'ইতিহাসের কোনো স্মৃতিচিহ্ন মুছে দেওয়া যাবে না। কেউ মুছে দেওয়ার চেষ্টা করলে আমরা তার জবাব দেব।’
এ সময় আরেক সহ-সমন্বয়ক এবি জুবাইর, ঢাবি শিক্ষার্থী আজিজুল হক প্রমুখ বক্তব্য দেন।
উল্লেখ্য, রোববার ফেসবুকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদার, নুসরাত তাবাসসুম ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক তালাত মাহমুদ রাফি ’কে রাজাকার কে রাজাকার, তুই রাজাকার তুই রাজাকার’ লেখা সংবলিত পোস্ট দেন। আন্দোলনের সময় 'আমি রাজাকার' স্লোগান দেননি বলেও দাবি করেন অনেকে। এরই প্রতিবাদে মিছিল করেন শিক্ষার্থীরা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে তৎকালীন প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে গত ১৪ জুলাই রাতে ‘তুমি কে আমি কে, রাজাকার রাজাকার’ স্লোগান দিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা।
এখন সেই স্লোগান সমন্বয়কদের একাংশ বিকৃত করছেন বলে অভিযোগ করে প্রতিবাদ মিছিল করেছে ঢাবির শিক্ষার্থীরা।
রোববার (১৫ সেপ্টেম্বর) রাত ১০টার পরে ঢাবি ক্যাম্পাসে ’তুমি কে আমি কে, রাজাকার রাজাকার’ স্লোগান দিয়ে মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি হল পাড়া, ভিসি চত্বর, টিএসসি সড়কদ্বীপসহ ক্যাম্পাসের বিভিন্ন জায়গা প্রদক্ষিণ করে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এসে শেষ হয়।
এ সময় শিক্ষার্থীরা ’তুমি কে আমি কে, রাজাকার, রাজাকার ; কে বলেছে কে বলেছে, স্বৈরাচার স্বৈরাচার’স্লোগান দিতে থাকেন।
মিছিল পরবর্তী সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ বলেন, ’একদল লোক গণঅভ্যুত্থানের স্মৃতিচিহ্ন মুছে দিতে চায়। খুনি হাসিনা রাজাকার ট্যাগ দিয়ে বিরোধী দলের ওপর নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে। রাজাকার স্লোগান হাসিনাকে ইতিহাসের ঘৃণিত ব্যক্তিতে রূপ দিয়েছে।'
তিনি বলেন, 'ইতিহাসের কোনো স্মৃতিচিহ্ন মুছে দেওয়া যাবে না। কেউ মুছে দেওয়ার চেষ্টা করলে আমরা তার জবাব দেব।’
এ সময় আরেক সহ-সমন্বয়ক এবি জুবাইর, ঢাবি শিক্ষার্থী আজিজুল হক প্রমুখ বক্তব্য দেন।
উল্লেখ্য, রোববার ফেসবুকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদার, নুসরাত তাবাসসুম ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক তালাত মাহমুদ রাফি ’কে রাজাকার কে রাজাকার, তুই রাজাকার তুই রাজাকার’ লেখা সংবলিত পোস্ট দেন। আন্দোলনের সময় 'আমি রাজাকার' স্লোগান দেননি বলেও দাবি করেন অনেকে। এরই প্রতিবাদে মিছিল করেন শিক্ষার্থীরা।

বিনা মামলায় আওয়ামী লীগের নেতা-কর্মী গ্রেপ্তার হলে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনপির এমপি প্রার্থী হারুনুর রশীদ। তিনি বলেছেন, ‘আগামী নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ও প্রতীক নেই। আওয়ামী লীগ ভোট করছে না। এখন তারা কাকে ভোট দেবে, এটা তাদের পছন্দের ব্যাপার। জামায়াতে ইসলামীকে
৩৬ মিনিট আগে
নারায়ণগঞ্জের বন্দর এলাকার একটি সিমেন্ট ফ্যাক্টরিতে বয়লার বিস্ফোরণে ৭ জন দগ্ধ হয়েছেন। তাঁদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
৪১ মিনিট আগে
নেত্রকোনার মোহনগঞ্জ-ময়মনসিংহ রেলপথের চল্লিশা এলাকায় কমিউটার ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত হয়েছেন। আজ শনিবার সন্ধ্যায় সদর উপজেলার চল্লিশা বাজারসংলগ্ন নতুন বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। আজ শনিবার (১০ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের মধ্যেরচর গ্রামে এ সংঘর্ষ হয়। পুলিশ ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করেছে।
৩ ঘণ্টা আগে