Ajker Patrika

শিবচরে পুরোনো ঘর ভাঙতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি 
বিদ্যুতায়িত হয়ে মো. রাজীবের মৃত্যু হয়। ছবি: সংগৃহীত
বিদ্যুতায়িত হয়ে মো. রাজীবের মৃত্যু হয়। ছবি: সংগৃহীত

মাদারীপুরের শিবচরে পুরোনো ঘর ভাঙার সময় বিদ্যুতায়িত হয়ে মো. রাজীব (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ জুন) সকালে উপজেলার কুতুবপুর ইউনিয়নের আবেদ আলী মুন্সীর কান্দি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজীব ওই এলাকার দেলোয়ার শিকদারের ছেলে।

স্থানীয়রা জানান, রাজীব তাঁর নানা মান্নান শিকদারের বাড়িতে একটি পুরোনো ঘর ভাঙার কাজ করছিলেন। বিদ্যুতের মেইন সুইচ বন্ধ না করেই কাজ চলাকালে অসাবধানতাবশত একটি বৈদ্যুতিক তারে হাত লেগে তিনি বিদ্যুতায়িত হন। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

নিহতের নানা মান্নান শিকদার বলেন, ‘আমার বাড়ির একটি পুরোনো ঘর ভাঙার সময় দুর্ঘটনাটি ঘটে। বিদ্যুতের তারে হাত লেগেছিল।’

শিবচর থানার ওসি মো. রতন শেখ বলেন, ‘ঘটনার বিষয়ে কেউ এখনো থানায় জানায়নি। খোঁজ নেওয়া হচ্ছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

২১ বছর বয়সেই ব্যবসায় বাজিমাত, দুই বছরে বিক্রি আড়াই কোটির বেশি

নিহতের ফোনের ভিডিওতে মিলল ৫ আগস্ট যাত্রাবাড়ীতে হত্যাকাণ্ডের ভয়াবহ চিত্র: বিবিসির অনুসন্ধান

ইন্টারনেট ছাড়াই চলবে হোয়াটসঅ্যাপের নতুন প্রতিদ্বন্দ্বী

বেশি চিন্তা তৈরি পোশাকে, কারখানা বন্ধের শঙ্কা

জুলাইয়ে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেন হাসিনা, ফাঁস হওয়া অডিও বিশ্লেষণ করে জানাল বিবিসি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত