মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের মির্জাপুরে মিনু রানি মন্ডল (৫৫) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। গতকাল বুধবার রাতে বসত ঘরের সিলিং ফ্যানের সঙ্গে রশি লাগিয়ে আত্মহত্যা করেন তিনি। তবে প্রতিবেশীদের অভিযোগ ছেলে ও ছেলের বউয়ের নির্যাতন সইতে না পেরে আত্মহত্যা করেছেন বৃদ্ধা।
মিনু রানি মির্জাপুর উপজেলার ভাওড়া ইউনিয়নের সরিসাদাইর চরপাড়া গ্রামের মৃত মহর মন্ডলের স্ত্রী।
স্থানীয়রা জানান, ছেলে রাজিব মন্ডল ও তার স্ত্রী অর্চনা মন্ডল মিলে মা মিনু রানিকে মাঝে মাঝেই শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। গত দুই দিন ধরে এই নির্যাতনের মাত্রা আরো বেড়ে যায়। নির্যাতন সইতে না পেরে বুধবার রাতে মিনু রানি আত্মহত্যা করেন।
মিনু রানির ছেলে রাজিব জানান, তার শিশু কন্যা কল্যানির সঙ্গে অভিমান করে দুই দিন ধরে তার মা খাওয়া দাওয়া বন্ধ রেখেছে। খাওয়ার জন্য পীড়াপীড়ি করলে এক প্লেট ভাত নিয়ে না খেয়ে গরুকে খেতে দেন। পরে রাতে তাঁর নিজের ঘরে ঘুমিয়ে পড়েন। সকালে উঠে ঘরের দরজা খোলা দেখতে পান। এরপর ঘরে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে মায়ের ঝুলন্ত মরদেহ দেখতে পান তিনি। পরে কয়েকজন প্রতিবেশীর সহায়তায় মরদেহ নামানো হয়।
পরেশ মন্ডল নামের এক প্রতিবেশী অভিযোগ করে বলেন, রাজিব ও তাঁর বউ দুই দিন ধরে তাঁর মাকে নির্যাতন করছিল। তারা মা মিনু রানিকে টেনে হিঁচড়ে বাড়ি থেকে বের করেও দেয়।
মিনতী মন্ডল আরেক প্রতিবেশী বলেন, রাজিবরা প্রতিবেশীদের বাড়িতে এবং আশপাশের কেউ তাদের বাড়িতে যাতায়াত করে না। রাজিব ও তাঁর বউ প্রায়ই মাকে নির্যাতন করে। গেল দুই দিন ধরেও নির্যাতন করেছে।
মির্জাপুর থানার উপপরিদর্শক (এস আই) নাসিরুজ্জামান জানান, আত্মহত্যার ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

টাঙ্গাইলের মির্জাপুরে মিনু রানি মন্ডল (৫৫) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। গতকাল বুধবার রাতে বসত ঘরের সিলিং ফ্যানের সঙ্গে রশি লাগিয়ে আত্মহত্যা করেন তিনি। তবে প্রতিবেশীদের অভিযোগ ছেলে ও ছেলের বউয়ের নির্যাতন সইতে না পেরে আত্মহত্যা করেছেন বৃদ্ধা।
মিনু রানি মির্জাপুর উপজেলার ভাওড়া ইউনিয়নের সরিসাদাইর চরপাড়া গ্রামের মৃত মহর মন্ডলের স্ত্রী।
স্থানীয়রা জানান, ছেলে রাজিব মন্ডল ও তার স্ত্রী অর্চনা মন্ডল মিলে মা মিনু রানিকে মাঝে মাঝেই শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। গত দুই দিন ধরে এই নির্যাতনের মাত্রা আরো বেড়ে যায়। নির্যাতন সইতে না পেরে বুধবার রাতে মিনু রানি আত্মহত্যা করেন।
মিনু রানির ছেলে রাজিব জানান, তার শিশু কন্যা কল্যানির সঙ্গে অভিমান করে দুই দিন ধরে তার মা খাওয়া দাওয়া বন্ধ রেখেছে। খাওয়ার জন্য পীড়াপীড়ি করলে এক প্লেট ভাত নিয়ে না খেয়ে গরুকে খেতে দেন। পরে রাতে তাঁর নিজের ঘরে ঘুমিয়ে পড়েন। সকালে উঠে ঘরের দরজা খোলা দেখতে পান। এরপর ঘরে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে মায়ের ঝুলন্ত মরদেহ দেখতে পান তিনি। পরে কয়েকজন প্রতিবেশীর সহায়তায় মরদেহ নামানো হয়।
পরেশ মন্ডল নামের এক প্রতিবেশী অভিযোগ করে বলেন, রাজিব ও তাঁর বউ দুই দিন ধরে তাঁর মাকে নির্যাতন করছিল। তারা মা মিনু রানিকে টেনে হিঁচড়ে বাড়ি থেকে বের করেও দেয়।
মিনতী মন্ডল আরেক প্রতিবেশী বলেন, রাজিবরা প্রতিবেশীদের বাড়িতে এবং আশপাশের কেউ তাদের বাড়িতে যাতায়াত করে না। রাজিব ও তাঁর বউ প্রায়ই মাকে নির্যাতন করে। গেল দুই দিন ধরেও নির্যাতন করেছে।
মির্জাপুর থানার উপপরিদর্শক (এস আই) নাসিরুজ্জামান জানান, আত্মহত্যার ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব ধরনের নির্বাচন আয়োজনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই সিদ্ধান্তের প্রতিবাদে এবং ২০ জানুয়ারি শাকসু নির্বাচনের দাবিতে উত্তাল হয়ে উঠেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্বশত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে জিতু মিয়া নামের এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। আহত হন অন্তত ২০ জন। গতকাল সোমবার বিকেলে উপজেলার ধরমন্ডল গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৮ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৮ ঘণ্টা আগে