Ajker Patrika

পুলিশ কনস্টেবল হত্যা: গ্রেপ্তার দুই জন ৭ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পুলিশ কনস্টেবল হত্যা: গ্রেপ্তার দুই জন ৭ দিনের রিমান্ডে

বিএনপির গত ২৮ অক্টোবর মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশ সদস্য আমিরুল ইসলাম পারভেজ (৩২) নিহত হওয়ার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার দুই জনকে ৭ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলী হায়দার রিমান্ডের এই নির্দেশ দেন।

আসামিরা হলেন শামীম ওরফে সিংটা শামীম ও মো. সুলতান মিয়া। আজ সন্ধ্যার পর দুজনকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার উপপরিদর্শক মো. সালাহ উদ্দিন কাদের প্রত্যেককে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। 

অন্যদিকে দুইজনের পক্ষে আইনজীবীরা জামিনের আবেদন করেন। একই সঙ্গে রিমান্ড বাতিল চান। শুনানি শেষে আদালত ৭ দিন রিমান্ড মঞ্জুর করেন। পল্টন থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা উপপরিদর্শ শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। 

গত শনিবার পুলিশ কনস্টেবল আমিরুলকে পিটিয়ে হত্যার পর রোববার রাজধানীর পল্টন মডেল থানায় পুলিশের উপপরিদর্শক মাসুক মিয়া বাদী হয়ে হত্যা মামলা করেন।

এই মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া মামলায় বিএনপির শীর্ষ নেতা বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ ১৬৪ জনকে আসামি করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

প্রশাসনে রদবদল হয়েছে লটারির মাধ্যমে, পক্ষপাতের সুযোগ নেই— এনসিপিকে প্রধান উপদেষ্টা

৮টি যুদ্ধ থামিয়েও নোবেল পুরস্কার পাইনি, শান্তির আর তোয়াক্কা করি না: ট্রাম্প

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত