Ajker Patrika

ঈদের দিন গাড়ি চুরি, চক্রের এক সদস্য রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঈদের দিন গাড়ি চুরি, চক্রের এক সদস্য রিমান্ডে
প্রতীকী ছবি

ঈদুল আজহার দিন রাজধানীর ধোলাইখাল গরুর হাট থেকে পিকআপ চুরির ঘটনায় গ্রেপ্তার মো. মানিক চৌধুরী নামের এক ব্যক্তিকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (১২ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম রিমান্ডে নেওয়ার এই নির্দেশ দেন।

বিকেলে আসামিকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ওয়ারী থানার এসআই মিঠু আহম্মেদ। শুনানি শেষে আদালত আসামির এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালতে ওয়ারী থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই অনুপম দাস বিষয়টি নিশ্চিত করেছেন।

৭ জুন ঈদুল আজহার দিনে ধোলাইখাল গরুর হাটে পার্কিং করে রাখা ৯ লাখ টাকার একটি পিকআপ কে বা কারা চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় পিকআপের মালিক মিজানুর রহমান ওয়ারী থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পরে মানিক চৌধুরীকে গতকাল বুধবার দুপুরে যাত্রাবাড়ী থানাধীন রসুলপুর থেকে গ্রেপ্তার করে পুলিশ।

রিমান্ডের আবেদনে মামলার তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, আসামি মানিক চৌধুরী একটি সংঘবদ্ধ গাড়ি চোরাই চক্রের সক্রিয় সদস্য। এই আসামি তাঁর অজ্ঞাতনামা সহযোগীদের নিয়ে দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় কৌশলে বিভিন্ন গাড়ি চুরি করে আসছিল।

গ্রেপ্তারের পর আসামির স্বীকারোক্তি অনুযায়ী অভিযান চালানো হয়। অভিযানে চোরাই যাওয়া পিকআপটি ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানাধীন দক্ষিণ ধর্মশুর গ্রামের মাদ্রাসা রোডসংলগ্ন পরিত্যক্ত বাছেদ সরকার কিন্ডারগার্টেনের সামনে থেকে উদ্ধার করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

৮টি যুদ্ধ থামিয়েও নোবেল পুরস্কার পাইনি, শান্তির আর তোয়াক্কা করি না: ট্রাম্প

প্রশাসনে রদবদল হয়েছে লটারির মাধ্যমে, পক্ষপাতের সুযোগ নেই— এনসিপিকে প্রধান উপদেষ্টা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত