নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাত পোহালেই ঈদ। জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে ঈদের প্রধান জামাত। ঈদগাহ ময়দানে চারপাশের এলাকা জুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলাবাহিনীসহ গোয়েন্দাদের রয়েছে কঠোর নজরদারি।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, ঈদের জামাতের নিরাপত্তা নিশ্চিতে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আজ শুক্রবার (৬ জুন) সকালে জাতীয় ঈদগাহ মাঠের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে মো. সাজ্জাত আলী সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, ঈদের দিন রাজধানীর প্রতিটি ঈদগাহে নিরাপত্তায় নিয়োজিত থাকবে আইনশৃঙ্খলা বাহিনী। চলতি বছর ঢাকা মহানগরীতে ১১৮টি ঈদগাহ মাঠ এবং ১৬২১টি মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া সৌদি আরবের সঙ্গে মিল রেখে রাজধানীতে ইতিমধ্যে ৩টি জামাত অনুষ্ঠিত হয়েছে।
ডিএমপি কমিশনার জানান, জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল ৭টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। সেখানে প্রায় ৩৫ হাজার মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন। এতে প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি, বিদেশি কূটনীতিকসহ বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেবেন। পুরুষদের জন্য চারটি এবং নারীদের জন্য একটি আলাদা প্রবেশপথ থাকবে।
তিনি আরও বলেন, বায়তুল মোকাররমে মোট ৫টি ঈদ জামাত হবে, প্রথমটি সকাল ৭টায়। তবে আবহাওয়া খারাপ হলে জাতীয় ঈদগাহের জামাতটি সেখানেই সকাল ৮টায় অনুষ্ঠিত হবে।
নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে ডিএমপি কমিশনার বলেন, জাতীয় ঈদগাহে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য, সিসি ক্যামেরা, আর্চওয়ে, মেটাল ডিটেক্টর, ডগ স্কোয়াড, বোম ডিসপোজাল ইউনিট ও ওয়াচ টাওয়ার মোতায়েন থাকবে। প্রবেশপথগুলোতে থাকবে তল্লাশির ব্যবস্থা। ডিবি ও সিটিটিসির সদস্যরা সাদা পোশাকে মাঠে থাকবেন এবং গোয়েন্দা সংস্থার সঙ্গে সার্বক্ষণিক সমন্বয় করে নজরদারি চালানো হবে।

রাত পোহালেই ঈদ। জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে ঈদের প্রধান জামাত। ঈদগাহ ময়দানে চারপাশের এলাকা জুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলাবাহিনীসহ গোয়েন্দাদের রয়েছে কঠোর নজরদারি।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, ঈদের জামাতের নিরাপত্তা নিশ্চিতে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আজ শুক্রবার (৬ জুন) সকালে জাতীয় ঈদগাহ মাঠের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে মো. সাজ্জাত আলী সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, ঈদের দিন রাজধানীর প্রতিটি ঈদগাহে নিরাপত্তায় নিয়োজিত থাকবে আইনশৃঙ্খলা বাহিনী। চলতি বছর ঢাকা মহানগরীতে ১১৮টি ঈদগাহ মাঠ এবং ১৬২১টি মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া সৌদি আরবের সঙ্গে মিল রেখে রাজধানীতে ইতিমধ্যে ৩টি জামাত অনুষ্ঠিত হয়েছে।
ডিএমপি কমিশনার জানান, জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল ৭টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। সেখানে প্রায় ৩৫ হাজার মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন। এতে প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি, বিদেশি কূটনীতিকসহ বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেবেন। পুরুষদের জন্য চারটি এবং নারীদের জন্য একটি আলাদা প্রবেশপথ থাকবে।
তিনি আরও বলেন, বায়তুল মোকাররমে মোট ৫টি ঈদ জামাত হবে, প্রথমটি সকাল ৭টায়। তবে আবহাওয়া খারাপ হলে জাতীয় ঈদগাহের জামাতটি সেখানেই সকাল ৮টায় অনুষ্ঠিত হবে।
নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে ডিএমপি কমিশনার বলেন, জাতীয় ঈদগাহে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য, সিসি ক্যামেরা, আর্চওয়ে, মেটাল ডিটেক্টর, ডগ স্কোয়াড, বোম ডিসপোজাল ইউনিট ও ওয়াচ টাওয়ার মোতায়েন থাকবে। প্রবেশপথগুলোতে থাকবে তল্লাশির ব্যবস্থা। ডিবি ও সিটিটিসির সদস্যরা সাদা পোশাকে মাঠে থাকবেন এবং গোয়েন্দা সংস্থার সঙ্গে সার্বক্ষণিক সমন্বয় করে নজরদারি চালানো হবে।

রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক পিএলসির কাছ থেকে নেওয়া বিপুল অঙ্কের ঋণ পরিশোধ না করেই ব্যাংকের কাছে বন্ধক রাখা সম্পত্তি গোপনে ভেঙে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে চট্টগ্রামের খাতুনগঞ্জভিত্তিক ব্যবসায়িক প্রতিষ্ঠান মেসার্স জয়নব ট্রেডিং লিমিটেডের বিরুদ্ধে।
২ ঘণ্টা আগে
২৫০ শয্যাবিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতালের প্রসূতি ওয়ার্ডের এক পাশে সন্তান প্রসবের জন্য অস্ত্রোপচার কক্ষ (ওটি)। অন্য পাশের একটি কক্ষে রাখা হয় প্রসূতিদের। কিন্তু প্রসূতি ও নবজাতকদের সংক্রমণ ঝুঁকিতে ফেলে স্পর্শকাতর এই ওয়ার্ডের মধ্যেই নিয়মিত রান্নাবান্না ও খাওয়া-দাওয়া করছেন হাসপাতালের নার্সরা।
২ ঘণ্টা আগে
ঢাকা শহরের উত্তর থেকে দক্ষিণে নির্বিঘ্নে যান চলাচলের লক্ষ্য নিয়ে ৪৬.৭৩ কিলোমিটার দীর্ঘ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণকাজ ১৪ বছর ধরে চলমান। ২০২৩ ও ২০২৪ সালে আংশিকভাবে যান চলাচলের জন্য চালু হলেও নানা জটিলতায় প্রকল্পের কাজ এখনো পুরোপুরি শেষ হয়নি।
৩ ঘণ্টা আগে
চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-আংশিক সাতকানিয়া) আসনে বিএনপির প্রার্থী জসিম উদ্দিন আহমেদের দেড় বছরের ব্যবধানে সম্পদ ২১ কোটি থেকে বেড়ে ৪১ কোটির ঘরে পৌঁছেছে। হোটেল ব্যবসা ও দোকানপাট ভাড়া দিয়ে এক বছর আগেও তিনি বার্ষিক করতেন ১ কোটি টাকার ওপরে।
৩ ঘণ্টা আগে